ETV Bharat / state

বাংলাদেশ সীমান্তে উদ্ধার 3 লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ - ফেনসিডিল উদ্ধার

ফের বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল ৷ প্রায় 3 লাখ টাকার ফেনসিডিল উদ্ধার করেছে BSF ৷

phensedyl recovered
নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার
author img

By

Published : Jun 7, 2020, 1:09 AM IST

কলকাতা, 7 জুন: বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ এবং গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল BSF। মালদা ও বহরমপুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর ফেনসিডিলের বোতল । যার বাজার দর প্রায় তিন লাখ টাকা । উদ্ধার হয়েছে গাঁজাও । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

শুক্রবার রাতে মালদার সুকদেবপুর বর্ডার আউটপোস্টের কাছে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখেন BSF জওয়ানরা । তাকে আটক করা হয় । তখন ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের উপর চড়াও হয় কয়েকজন । শূন্যে গুলি চালান জওয়ানরা । তপন সাহা নামে এক কিশোরকে আটক করেন তাঁরা । ওই কিশোর বৈষ্ণবনগর থানা এলাকার সুকদেবপুরের বাসিন্দা । তার কাছ থেকে উদ্ধার হয় 180 বোতল ফেনসিডিল । বাকিরা পালিয়ে যায় ।

এদিকে বহরমপুরের বামনাবাদ BOP-র কাছে আম বাগান দিয়ে কয়েকজনকে সীমান্তের দিকে যেতে দেখেন জওয়ানরা । তাদের থামতে বলা হয় । কিন্তু তারা পালিয়ে যায় । উদ্ধার হয় 422 বোতল ফেনসিডিল । ওই একই সেক্টরের ঘরপাড়া BOP থেকে শনিবার ভোরে উদ্ধার হয় 250 বোতল ফেনসিডিল । দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্তে তল্লাশি চালিয়ে আরও 1 হাজার 83 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে BSF । সঙ্গে উদ্ধার হয়েছে 2 কেজি গাঁজা । সব মিলিয়ে একদিনে 1 হাজার 935 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । যার বাজারমূল্য 2 লাখ 98 হাজার 514 টাকা ।

বাংলাদেশে ফেনসিডিলের ব্যাপক চাহিদা রয়েছে । সেখানকার অনেকেই এই নেশায় আসক্ত । বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । গোয়েন্দাদের দাবি, ফেনসিডিলের এই চক্র ছড়িয়ে রয়েছে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই ৷ বাংলাদেশে এক বোতল ফেনসিডিল ভারতের থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয় ।

কলকাতা, 7 জুন: বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ এবং গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল BSF। মালদা ও বহরমপুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর ফেনসিডিলের বোতল । যার বাজার দর প্রায় তিন লাখ টাকা । উদ্ধার হয়েছে গাঁজাও । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

শুক্রবার রাতে মালদার সুকদেবপুর বর্ডার আউটপোস্টের কাছে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখেন BSF জওয়ানরা । তাকে আটক করা হয় । তখন ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের উপর চড়াও হয় কয়েকজন । শূন্যে গুলি চালান জওয়ানরা । তপন সাহা নামে এক কিশোরকে আটক করেন তাঁরা । ওই কিশোর বৈষ্ণবনগর থানা এলাকার সুকদেবপুরের বাসিন্দা । তার কাছ থেকে উদ্ধার হয় 180 বোতল ফেনসিডিল । বাকিরা পালিয়ে যায় ।

এদিকে বহরমপুরের বামনাবাদ BOP-র কাছে আম বাগান দিয়ে কয়েকজনকে সীমান্তের দিকে যেতে দেখেন জওয়ানরা । তাদের থামতে বলা হয় । কিন্তু তারা পালিয়ে যায় । উদ্ধার হয় 422 বোতল ফেনসিডিল । ওই একই সেক্টরের ঘরপাড়া BOP থেকে শনিবার ভোরে উদ্ধার হয় 250 বোতল ফেনসিডিল । দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্তে তল্লাশি চালিয়ে আরও 1 হাজার 83 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে BSF । সঙ্গে উদ্ধার হয়েছে 2 কেজি গাঁজা । সব মিলিয়ে একদিনে 1 হাজার 935 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । যার বাজারমূল্য 2 লাখ 98 হাজার 514 টাকা ।

বাংলাদেশে ফেনসিডিলের ব্যাপক চাহিদা রয়েছে । সেখানকার অনেকেই এই নেশায় আসক্ত । বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । গোয়েন্দাদের দাবি, ফেনসিডিলের এই চক্র ছড়িয়ে রয়েছে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত সর্বত্রই ৷ বাংলাদেশে এক বোতল ফেনসিডিল ভারতের থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.