কলকাতা, 16 নভেম্বর : আজ থেকে ফের খুলল স্কুল-কলেজ । তবে অনুমতি পত্র নিয়ে এলে তবেই নাকি স্কুলে ঢুকতে দেওয়া হবে পড়ুয়াদের ৷ এমনটা শোনার পরেই তড়িঘড়ি পড়ুয়া থেকে অভিভাবক সকলেই তা লিখতে শুরু করেন ৷ কারণ হিসেবে জানা গেল, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি পত্র না নিয়ে এলে নাকি স্কুলে প্রবেশ নিষিদ্ধ ৷
এক অভিভাবক জানান, স্কুলের যে হোয়াটস আপ গ্রুপ রয়েছে সেখানে প্রধান শিক্ষক অনুমতি পত্রের একটি নমুনা পোস্ট করেছিলেন । সেই অনুমতি পত্র অনুসারেই আমাদের লিখতে হয়েছে । তাই সেই মতোই আমরা সন্তানদের হাতে এই অনুমতি পত্র দিয়েই স্কুলে পাঠিয়েছি । পত্রতে লিখতে হবে যে স্কুল চলাকালীন যদি কোনও পড়ুয়ার করোনা সংক্রমণ হয় সেক্ষেত্রে কোনওভাবেই দায়ী থাকবে না স্কুল ।
যদিও এই বিষয়ে হেয়ার স্কুলের প্রধান শিক্ষক ড. জয়ন্ত ভট্টাচার্য বলেন, "অনুমতিপত্র নিয়ে আসতে হবে ঠিকই । তবে সেটা ছাড়া যে ক্লাসে বসা যাবে না তেমনটা একেবারেই নয় ।"
পড়ুয়াদের স্কুল আসার বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকরা আগেই জানান, যদি কোনও পড়ুয়া স্কুলে আসতে না চায় সেক্ষেত্রে তাদের জন্য চলবে অনলাইন ক্লাস । তবে যেহেতু বহু স্কুলে শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে তাই অফলাইন ও অনলাইন এই দুইভাবে ক্লাস করাতে কিছুটা মুশকিলে পড়তে হতে পারে স্কুলকে । তাই অনলাইনে ক্লাসের সময় বদল করা হতে পারে বহু স্কুলেই ।
আরও পড়ুন : Schools Reopen : চূড়ান্ত অব্য়বস্থা-অপরিচ্ছন্ন শিক্ষাঙ্গন, শিলিগুড়ির কলেজে ধরা পড়ল অন্য ছবি