কলকাতা, 19 জানুয়ারি: জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিবকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে ৷ বৃহস্পতিবার তেমনই নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৷ যদিও এই হেভিওয়েট রাজনৈতিক নেতার জামিন করানোর জন্য এদিন আদালতের চেষ্টার কোনও ত্রুটি রাখেননি তাঁর আইনজীবী ৷ শেষ পর্যন্ত জামিনের জন্য মরিয়া হয়ে হিন্দি সিনেমার উদাহরণও টানতে দেখা যায় ওই আইনজীবী সেলিম রহমানকে ৷
জলি এলএলবি 2: অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি 2 (Jolly LLB 2) সিনেমাটির কথা মনে আছে ! যেখানে মামলার নিষ্পত্তি নিয়ে টানাটানির জেরে আইনজীবীকে ধর্না দিতে হয়েছিল ৷ এমনকী তাঁর সঙ্গে বিচারকও ধর্নায় বসেছিলেন ৷ এদিন সেই সিনেমার এই প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী ৷ প্রশ্ন তোলেন, জামিন পেতে কি তাহলে এবার ধর্না দিতে হবে ?
নিয়োগ দুর্নীতির শুনানি: গত জুলাইয়ের শেষে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয় ৷ এই মামলায় পরে এসএসসির প্রাক্তন দুই চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ অনেকে গ্রেফতার হন ৷ বৃহস্পতিবার আদালতে পার্থ-সহ এঁদেরও পেশ করা হয় ৷
আদালত সূত্রে খবর, সেখানেই শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান সিবিআইয়ের দিকে তদন্তের দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলেন ৷ বলেন, ‘‘সিবিআই (CBI) পুরো বিষয় ধামাচাপা দিয়ে বারবার বৃহৎ ষড়যন্ত্রের কথা বলছে ৷ কিন্তু এখন পর্যন্ত কত জনের বয়ান রেকর্ড করা হয়েছে ! কতদিন শুধুমাত্র বয়ান রেকর্ড করতে হবে বলে হেফাজতে থাকবে ?প্রমাণ দেখাতে সিবিআই আর কত দিন সময় নেবে ?’’
এখানেই না থেমে তিনি আরও অভিযোগ করেন, "কে যোগ্য আর কে অযোগ্য, তা দেখার দায়িত্ব দফতরের ছিল ৷ আমার মক্কেলের না । সিবিআই পুরো দোষ আমার মক্কেলের উপর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে । টাকাও পাওয়া গেলেও পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেই টাকা উদ্ধার হয়নি । তা হলে সেই টাকার সঙ্গে তাঁর কী সম্পর্ক ?" ঠিক এই সময়ই তিনি অক্ষয় কুমার অভিনীত হিন্দি সিনেমা জলি এলএলবি 2 এর প্রসঙ্গ টানেন ৷ বলেন ‘‘বিচার পেতে এবার ‘জলি এলএলবি’ সিনেমার মতো আমাদের ধর্না দেওয়া ছাড়া আর উপায় নেই ।"
প্রসঙ্গত, বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । প্রতিবারই তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করে আদালত ৷ প্রতিবারই তাঁর জামিনের আর্জি খারিজ হয় ৷ বৃহস্পতিবারও তাই হল৷ এখন দেখার পার্থর আইনজীবী সত্যিই জামিনের জন্য ধর্নায় বসেন কি না !
আরও পড়ুন: পার্থ অন্যায় করেছে, শাস্তি পেলে দুঃখ নেই; বিস্ফোরক শোভনদেব