ETV Bharat / state

দলে নিজেদের মধ্যে অল্প-বিস্তর ভুল বোঝাবুঝি রয়েছে : পার্থ - tmc mahasachib,

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেত্রী । তিনিই দেশের মোস্ট ইন্সপায়ারিং লিডার । বেকারত্বের সমস্যা দেশে বেড়েছে । তবে রাজ্যে 40 শতাংশ বেকার কমেছে । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : May 8, 2019, 3:15 AM IST

Updated : May 8, 2019, 9:44 AM IST

কলকাতা, 8 মে : পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে । রাজ্যে 42টি আসনের মধ্যে সবকটি পাবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । একই সুর শোনা গেল লোকসভা যুদ্ধে তৃণমূলের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও । ETV- ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের রণকৌশল সহ একাধিক বিষয়ে কথা বললেন তিনি । রইল সাক্ষাৎকারের প্রথম পর্ব ।

ETV ভারত : এবারে রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সঙ্গে BJP হাওয়া, গোটা বিষয়টিকে কীভাবে দেখছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : আমাদের রাজ্যে বিরোধী হাওয়া সেরকম নেই । মনে হচ্ছে হাওয়া । কংগ্রেস বলুন বা CPI(M), তারা ব্যর্থ হতেই হাওয়া মনে হচ্ছে । সরকার বিরোধী একাংশ তো থাকবে । CPI(M), কংগ্রেস, BJP আলাদা দল হতে পারে । কিন্তু, পশ্চিমবঙ্গে এরা সবাই BJP-র পাশে দাঁড়িয়েছে । এখানে মমতাকে কীভাবে আটকানো যায়, তৃণমূলকে কীভাবে আটকানো যায়, সেটাই তাদের পরিকল্পনা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম বাংলার মানুষ দেখেছে । মানুষের হয়ে লড়াই করার ইতিহাস দেখেছে । সরকারে এসে মুখ্যমন্ত্রী হিসেবে সর্বস্তরে উন্নয়ন করেছেন । এনিয়ে অতি বড় শত্রুও প্রশ্ন তোলে না ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

ETV ভারত : তৃণমূল নেত্রী সবকটি আসন পাওয়ার ডাক দিয়েছেন । আপনি দলের অন্যতম কান্ডারী । নেত্রীর এই ডাক কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : উন্নয়নের কাজ আমরা করেছি। দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে BJP । কংগ্রেস দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। ফলে 42 এ 42 পাওয়া সময়ের অপেক্ষা। এখানে BJP-র কমল ফোটাতে গেলে যতগুলি পাপড়ি দরকার তা নেই । একটা দুটো পাপড়ি দেখে বলছে ফুল ফুটবে । এই ফুল ফোটার নয় । ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছেন, মানুষ মানুষে যারা বিভেদ করছেন, কৃষকের অধিকার যারা কেড়ে নিতে চাইছেন, তারা এরাজ্যে আসবে না । এই সবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প শক্তি। ফলে 42 এ 42 কাম‍্য । আমরা সেই দিকেই এগোচ্ছি।

ETV ভারত : আপনারা রাজ্যের উন্নয়ন মডেল তুলে ধরে ভোট প্রচার করছেন । পাশাপাশি BJP মেরুকরণের রাজনীতি করছে‌ বলে প্রচার চালাচ্ছেন । এবারের ভোটে কীসের উপর ভিত্তি করে জিতবেন ? উন্নয়নের প্রচার না কি মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে ?

পার্থ চট্টোপাধ্যায় : মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা ভারতবর্ষে মোস্ট ইন্সপায়ারিং । তিনি আমাদের দলনেত্রী, এটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ । দ্বিতীয় বিষয় হল দলে অল্পবিস্তর ভুল বোঝাবুঝি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই এক । তৃতীয় বিষয় হল, আমাদের কাজ । আমরা লড়াই করে সরকারে এসেছি, একদিনের জন্যও মানুষকে ভুলে যায়নি । চতুর্থত, উন্নয়নের সোপান । ভারতবর্ষের বেকার যুবক কাজ পাচ্ছে না । বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে । আমরা রাজ্যে 40 শতাংশ বেকার কমিয়েছি । যুবকদের পাশে দাঁড়িয়েছি । কৃষকদের ঋণ মকুব, খাজনা মকুবের ব্যবস্থা করেছি । ব‍্যবস্থা করেছি মিউটেশন মকুবেরও । কৃষকের আয় ৩ গুণ বেড়েছে । মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে ।

ETV ভারত : সোশাল মিডিয়ায় আপনাকে জড়িয়ে কুরুচিকর পোস্ট করা হয়েছে, এটা নিয়ে কী বলবেন ?

পার্থ চট্টোপাধ্যায় : BJP করেছে না CPI(M), তা জানি না । ওরা সবাই এক । আমার কোনও পুত্রসন্তান নেই । আমার একমাত্র কন্যা । সে চাকরি সূত্রে বিদেশে থাকে । একটি বাচ্চা ছেলের ছবি দিয়ে বলা হল, পার্থর ছেলে। ভাবুন কীভাবে মিথ্যাচার করছে বিরোধীরা । সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছি । কঠোর শাস্তির দাবি করেছি।

সাক্ষাৎকারের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে.........

এই সংক্রান্ত খবর : আঞ্চলিক দলগুলিকে একজোট করে সরকার গড়াটাই লক্ষ্য : পার্থ

কলকাতা, 8 মে : পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে । রাজ্যে 42টি আসনের মধ্যে সবকটি পাবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । একই সুর শোনা গেল লোকসভা যুদ্ধে তৃণমূলের অন্যতম সেনাপতি পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও । ETV- ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের রণকৌশল সহ একাধিক বিষয়ে কথা বললেন তিনি । রইল সাক্ষাৎকারের প্রথম পর্ব ।

ETV ভারত : এবারে রাজ্যে চতুর্মুখী লড়াইয়ের সঙ্গে BJP হাওয়া, গোটা বিষয়টিকে কীভাবে দেখছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : আমাদের রাজ্যে বিরোধী হাওয়া সেরকম নেই । মনে হচ্ছে হাওয়া । কংগ্রেস বলুন বা CPI(M), তারা ব্যর্থ হতেই হাওয়া মনে হচ্ছে । সরকার বিরোধী একাংশ তো থাকবে । CPI(M), কংগ্রেস, BJP আলাদা দল হতে পারে । কিন্তু, পশ্চিমবঙ্গে এরা সবাই BJP-র পাশে দাঁড়িয়েছে । এখানে মমতাকে কীভাবে আটকানো যায়, তৃণমূলকে কীভাবে আটকানো যায়, সেটাই তাদের পরিকল্পনা । মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম বাংলার মানুষ দেখেছে । মানুষের হয়ে লড়াই করার ইতিহাস দেখেছে । সরকারে এসে মুখ্যমন্ত্রী হিসেবে সর্বস্তরে উন্নয়ন করেছেন । এনিয়ে অতি বড় শত্রুও প্রশ্ন তোলে না ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

ETV ভারত : তৃণমূল নেত্রী সবকটি আসন পাওয়ার ডাক দিয়েছেন । আপনি দলের অন্যতম কান্ডারী । নেত্রীর এই ডাক কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন ?

পার্থ চট্টোপাধ্যায় : উন্নয়নের কাজ আমরা করেছি। দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে BJP । কংগ্রেস দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। ফলে 42 এ 42 পাওয়া সময়ের অপেক্ষা। এখানে BJP-র কমল ফোটাতে গেলে যতগুলি পাপড়ি দরকার তা নেই । একটা দুটো পাপড়ি দেখে বলছে ফুল ফুটবে । এই ফুল ফোটার নয় । ধর্মকে নিয়ে যারা রাজনীতি করছেন, মানুষ মানুষে যারা বিভেদ করছেন, কৃষকের অধিকার যারা কেড়ে নিতে চাইছেন, তারা এরাজ্যে আসবে না । এই সবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বিকল্প শক্তি। ফলে 42 এ 42 কাম‍্য । আমরা সেই দিকেই এগোচ্ছি।

ETV ভারত : আপনারা রাজ্যের উন্নয়ন মডেল তুলে ধরে ভোট প্রচার করছেন । পাশাপাশি BJP মেরুকরণের রাজনীতি করছে‌ বলে প্রচার চালাচ্ছেন । এবারের ভোটে কীসের উপর ভিত্তি করে জিতবেন ? উন্নয়নের প্রচার না কি মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে ?

পার্থ চট্টোপাধ্যায় : মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা ভারতবর্ষে মোস্ট ইন্সপায়ারিং । তিনি আমাদের দলনেত্রী, এটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ । দ্বিতীয় বিষয় হল দলে অল্পবিস্তর ভুল বোঝাবুঝি থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সবাই এক । তৃতীয় বিষয় হল, আমাদের কাজ । আমরা লড়াই করে সরকারে এসেছি, একদিনের জন্যও মানুষকে ভুলে যায়নি । চতুর্থত, উন্নয়নের সোপান । ভারতবর্ষের বেকার যুবক কাজ পাচ্ছে না । বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে । আমরা রাজ্যে 40 শতাংশ বেকার কমিয়েছি । যুবকদের পাশে দাঁড়িয়েছি । কৃষকদের ঋণ মকুব, খাজনা মকুবের ব্যবস্থা করেছি । ব‍্যবস্থা করেছি মিউটেশন মকুবেরও । কৃষকের আয় ৩ গুণ বেড়েছে । মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে ।

ETV ভারত : সোশাল মিডিয়ায় আপনাকে জড়িয়ে কুরুচিকর পোস্ট করা হয়েছে, এটা নিয়ে কী বলবেন ?

পার্থ চট্টোপাধ্যায় : BJP করেছে না CPI(M), তা জানি না । ওরা সবাই এক । আমার কোনও পুত্রসন্তান নেই । আমার একমাত্র কন্যা । সে চাকরি সূত্রে বিদেশে থাকে । একটি বাচ্চা ছেলের ছবি দিয়ে বলা হল, পার্থর ছেলে। ভাবুন কীভাবে মিথ্যাচার করছে বিরোধীরা । সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছি । কঠোর শাস্তির দাবি করেছি।

সাক্ষাৎকারের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে.........

এই সংক্রান্ত খবর : আঞ্চলিক দলগুলিকে একজোট করে সরকার গড়াটাই লক্ষ্য : পার্থ

Intro:ফণীর দাপট মোকাবিলা করতে বাংলাকে অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জন্য ২৩৫ কোটির অর্থ বরাদ্দ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তিনটি রাজ্যর জন‍্যও হল অর্থ বরাদ্দ। এই রাজ্য গুলি হল ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। মোট চার সমুদ্র উপকূলবর্তী রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ হলো ১০৮৬ কোটি টাকা।Body:ভোট প্রক্রিয়া চললেও দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবিলা করতে তৎপর কেন্দ্রীয় প্রশাসন। সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল মোদি সরকার। রাজনৈতিক অবস্থান ভুলে চার রাজ্যকে আর্থিক সাহায্য দিল কেন্দ্র। তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য মোট ১০৮৬ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ২৩৫ কোটি টাকা শুধুমাত্র বাংলার জন্য। ফণীর তান্ডবে সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, এটা বিবেচনা করেই আগাম আর্থিক সাহায্য দিল কেন্দ্র। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ঘণ্টায়‌ ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে । সম্ভবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও । পর্যটকদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সমুদ্রে নামতে ইতিমধ্যেই কড়া সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। ভোট প্রক্রিয়া চলার মধ্যেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি রুখতে একযোগে তৎপর কেন্দ্র ও রাজ্যগুলি । কেন্দ্রের আর্থিক সাহায্যের ফলে কৃষির ক্ষতি , সাধারণ মানুষের ঘরবাড়ি নষ্ট সহ নানান ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে সচেষ্ট হবে রাজ্য গুলি।
Conclusion:
Last Updated : May 8, 2019, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.