কলকাতা, 17 ডিসেম্বর : 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পার্থ সরকারের হয়ে আজ শেষবেলায় প্রচারে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee on KMC Election 2021) । নতুনপাড়া এলাকায় প্রচারে এসে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পার্থ বলেন, "আমাদের লক্ষ্য 144 এ 144 । জনস্রোতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে উচ্ছ্বাস ও উদ্দীপনা কলকাতা জুড়ে তা চোখে পড়ার মতো ।’’ পার্থ সরকারের পক্ষে 128 নম্বর ওয়ার্ডে যে জনসমুদ্র দেখছেন, তাতে এটা স্পষ্ট যে তাঁর প্রতি মানুষের ভরসা রয়েছে ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতা অচল করার বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আগে কলকাতার ভোটার হিসাবে শুভেন্দুবাবু আসুন । গরম গরম কথা অনেকেই বলেন । আসলে এখানে কোনও জনভিত্তি নেই ৷ বিজেপির উপর মানুষের কোনও প্রত্যাশা নেই । তাই সংবাদমাধ্যমে থাকার জন্য এসব কথা বলছেন শুভেন্দুবাবু ।’’
আরও পড়ুন : KMC election 2021: শেষবেলায় নজর কাড়ল তৃণমূলের রঙিন প্রচার
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বহিরাগত তত্ত্ব সম্পর্কে এদিনের পার্থ বলেন, "সুকান্তবাবু নিজেই বহিরাগতর মতো আচরণ করছেন । তিনি তো কলকাতা পৌরনিগমের ভোটার নন । ওঁরা হতাশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে । কচ্ছপকে উল্টে দিলে যেমন হাত পা ছোড়ে তেমনি হাত পা ছুড়ছে ওঁরা । বাংলা ওঁদের পরিত্যাগ করেছে ।"
অভিষেকের মিছিলে বহিরাগত নিয়ে সুকান্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে এখন আতঙ্কে পরিণত হয়েছেন । তার যে জনসমর্থন, তা বিজেপির কাছে আতঙ্কের ।"
আরও পড়ুন : KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে লড়াইয়ে মুখোমুখি দুই ভাই, রাজনীতি ছায়া ফেলেনি সম্পর্কে