ETV Bharat / state

আপনি একটু রং মেখে মার খান না দেখি ; দিলীপকে কটাক্ষ পার্থর

দেশজুড়ে JNU-র ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে । ঠিক এইসময়ে দিলীপ ঘোষ পুরো ঘটনাটিকে গট আপ গেম বলে মন্তব্য করেছেন । একইসঙ্গে তাঁর মন্তব্য, ঐশীর মাথা থেকে রক্ত পড়ছে না রং তা এখনও পরীক্ষা হয়নি । দিলীপের এই মন্তব্যের পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় ।

author img

By

Published : Jan 7, 2020, 11:29 PM IST

Dilip Partha
দিলীপ পার্থ

কলকাতা, 7 জানুয়ারি : মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি নিয়ে রবিবার রাতে JNU-তে ঢুকে পড়ুয়াদের উপর হামলা করে দুষ্কৃতীরা । পড়ুয়াদের সাহায্য করতে এসে আক্রান্ত হন অধ্যাপকরাও । দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটে JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের । এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে । অন্যদিকে ঘটনাটিকে গট আপ গেম বলে আজ মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুধু তাই নয়, তিনি বলেন, "একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷ " দিলীপ ঘোষের এই মন্তব্যের পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খায়নি ।"

আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "ছাত্রী ঐশী ঘোষের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেখানো হচ্ছে যে ভয়ঙ্কর আঘাত পেয়েছেন ৷ কিন্তু কে বা কারা মেরেছে তা এখনও জানা যায়নি ৷ JNU-র এই ঘটনা সাজানো বলে জানা গেছে ৷ এই আন্দোলনকে (CAA বিরোধী আন্দোলন) হাওয়া দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ সত্য সামনে আসবে ৷ একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷"

JNU নিয়ে কী বললেন দিলীপ-পার্থ ? ভিডিয়োয় শুনুন...

দিলীপ ঘোষের এই মন্তব্যেরই পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় । কটাক্ষ করে বলেন, "ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে অপমান করছে ? রং মেখে তারা আন্দোলন করছে ? আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খায়নি ।"

BJP-কে আক্রমণ করে পার্থ বলেন, " আমরা এতই ভালো যে প্রতিহিংসা পরায়ণ নই । মারতে পারি না । মারি না । কিন্তু যারা প্রতিবার বলছে, পুঁতে দেব, মেরে দেব, শ্মশানে পাঠিয়ে দেব তাদের বলছি, এইসব সিনেমার ডায়ালগ দিয়ে রাজনীতি চলে না । মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা নেই । আন্দোলন আলাদা লোক করতেই পারে । কিন্তু তাকে ছোটো করে দেখানো ? তেল মাখা, রং মাখা আপনার দলেই বেশি চলে । এত তাড়াতাড়ি এসব বিষয়ে কথা বলেন কেন ? ভাষাটা কেন খারাপ করছেন ? আপনার মনে হয়েছে পুলিশ দিয়ে ঠেঙিয়ে দিয়েছেন । আর আমাদের মনে হয়েছে, আপনি ঠ্যাঙান । মানুষ প্রতিবাদে গর্জে উঠবে । সমাজে এমন কোনও জায়গা নেই যেখানে আপনারা সমালোচিত হচ্ছেন না । আত্মবিশ্লেষণটা আপনাদেরই দরকার । আত্মসমীক্ষা আপনারাই করুন । জিভকে যদি সংযত না করেন তাহলে আগামী দিনে মানুষ আপনাদের সংযত করবে ।"

কলকাতা, 7 জানুয়ারি : মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি নিয়ে রবিবার রাতে JNU-তে ঢুকে পড়ুয়াদের উপর হামলা করে দুষ্কৃতীরা । পড়ুয়াদের সাহায্য করতে এসে আক্রান্ত হন অধ্যাপকরাও । দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটে JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের । এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে । অন্যদিকে ঘটনাটিকে গট আপ গেম বলে আজ মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুধু তাই নয়, তিনি বলেন, "একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷ " দিলীপ ঘোষের এই মন্তব্যের পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খায়নি ।"

আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "ছাত্রী ঐশী ঘোষের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেখানো হচ্ছে যে ভয়ঙ্কর আঘাত পেয়েছেন ৷ কিন্তু কে বা কারা মেরেছে তা এখনও জানা যায়নি ৷ JNU-র এই ঘটনা সাজানো বলে জানা গেছে ৷ এই আন্দোলনকে (CAA বিরোধী আন্দোলন) হাওয়া দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ সত্য সামনে আসবে ৷ একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷"

JNU নিয়ে কী বললেন দিলীপ-পার্থ ? ভিডিয়োয় শুনুন...

দিলীপ ঘোষের এই মন্তব্যেরই পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় । কটাক্ষ করে বলেন, "ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে অপমান করছে ? রং মেখে তারা আন্দোলন করছে ? আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খায়নি ।"

BJP-কে আক্রমণ করে পার্থ বলেন, " আমরা এতই ভালো যে প্রতিহিংসা পরায়ণ নই । মারতে পারি না । মারি না । কিন্তু যারা প্রতিবার বলছে, পুঁতে দেব, মেরে দেব, শ্মশানে পাঠিয়ে দেব তাদের বলছি, এইসব সিনেমার ডায়ালগ দিয়ে রাজনীতি চলে না । মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা নেই । আন্দোলন আলাদা লোক করতেই পারে । কিন্তু তাকে ছোটো করে দেখানো ? তেল মাখা, রং মাখা আপনার দলেই বেশি চলে । এত তাড়াতাড়ি এসব বিষয়ে কথা বলেন কেন ? ভাষাটা কেন খারাপ করছেন ? আপনার মনে হয়েছে পুলিশ দিয়ে ঠেঙিয়ে দিয়েছেন । আর আমাদের মনে হয়েছে, আপনি ঠ্যাঙান । মানুষ প্রতিবাদে গর্জে উঠবে । সমাজে এমন কোনও জায়গা নেই যেখানে আপনারা সমালোচিত হচ্ছেন না । আত্মবিশ্লেষণটা আপনাদেরই দরকার । আত্মসমীক্ষা আপনারাই করুন । জিভকে যদি সংযত না করেন তাহলে আগামী দিনে মানুষ আপনাদের সংযত করবে ।"

Intro:কলকাতা, ৭ জানুয়ারি: "আপনি একটু রং মেখে মার খান দেখি। এখনো তো কোথাও মার খাননি। " ঠিক এভাবেই বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষকে পাল্টা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জেএনইউতে আক্রান্ত ঐশী মাথায় রং মেখেছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তার এই বক্তব্যে বেজায় চটেছেন তৃণমূলের মহাসচিব। এ প্রসঙ্গে রীতিমতো চাঁচাছোলা ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "ছাত্র -ছাত্রীদের আন্দোলনকে অপমান করছেন । তারা রঙ মেখে আন্দোলন করছে। আপনি একটু রং মেখে মার খান না দেখি। এখনও তো কোথাও মার খাননি‌। আমরা এতই ভালো যে আমরা প্রতিহিংসাপরায়ণ হয়ে মারতে পারি না। মারিনা। যে প্রতিবার বলছে মেরে দেবো, পুতে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো। সিনেমার ডায়লগ দিয়ে রাজনীতি চলে না।"


Body:জেএনইউতে ছাত্র ছাত্রীদের ওপরে হামলার প্রতিবাদে রাজ্য তথা গোটা দেশের ছাত্র সমাজ আন্দোলনে পথে নেমেছে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির আচরণের বিরুদ্ধে সরব সব মহল। এমন সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন দিলীপ ঘোষ। গতকাল তিনি বলেছিলেন, "কমিউনিস্টদের মার খাওয়ার প্রয়োজন। আজ বললেন আক্রান্ত ঐশী মাথায় রেখেছে।" দিলীপ ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ছাত্র ছাত্রীদের আন্দোলনকে অপমান করছেন । তারা রঙ মেখে আন্দোলন করছে । আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খাননি‌।। আমরা এতই ভালো যে আমরা প্রতিহিংসাপরায়ণ হয়ে মারতে পারি না। মারিনা । যে প্রতিবার বলছে মেরে দেবো, পুতে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, এসব সিনেমার ডায়লগ দিয়ে কিন্তু রাজনীতি চলে না। মানুষের প্রতি ভালোবাসা যার নেই। মানবিকতা যার নেই । আন্দোলন আলাদা করতেই পারে, তাবলে তাকে ছোট করে দেখানো। তেল মাখা রং মাখা আপনাদের দলে বেশি চলে। এত তাড়াতাড়ি কেনও এসব ব্যাপারে কথা বলেন। কেন ভাষাটা কেন খারাপ করছেন?" দিলীপ ঘোষদের উদ্দেশ্যে তৃণমূলের মহাসচিবের সতর্ক বার্তা, 'আপনার মনে হয়েছে পুলিশ দিয়ে ঠেঙিয়ে দিয়েছেন, আমাদের মনে হচ্ছে আপনি ঠেঙালে মানুষ প্রতিবাদে গর্জে উঠবে‌। সমাজের এমন জায়গায় নেই যে আপনারা সমালোচিত হচ্ছেন না, সেদিকে দেখুন আত্মবিশ্লেষণটা আপনাদের দরকার। জিহ্বাকে যদি সংযত না করেন আগামী দিন আসছে মানুষ আপনাদের সংযত করে দেবে।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.