ETV Bharat / state

আগামীকাল পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর - শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষকদের

গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন । তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে ।

partha
পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠক
author img

By

Published : Dec 10, 2019, 5:38 PM IST

Updated : Dec 10, 2019, 6:54 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : প্রতীক্ষার অবসান । পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তবে, শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন না তিনি । সেই মতোই শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ নয়, পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী । স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কাল দুপুর একটায় বিকাশ ভবনে এই বৈঠক হবে । মূলত, বেতন সংক্রান্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন । তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে । কিন্তু, আন্দোলনের প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেনি পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । অবশেষে আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন । যদিও এই বৈঠকে শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ ডাকা হয়নি । ডাকা হয়েছে পার্শ্বশিক্ষকদের অন্য সংগঠনকেও ।

আগামীকালের বৈঠক নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আজ বিকেল চারটে নাগাদ শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি কাছ থেকে ফোন আসে আমাদের কাছে । আগামীকাল বেলা একটায় আমাদের ডাকা হয়েছে বিকাশ ভবনে । আমাদের চারজন প্রতিনিধি যাবেন । ফলপ্রসূ হবে এই আশা নিয়েই যাচ্ছি ।"

প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে আন্দোলনের । আগামীকাল প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষকরা । কোন কোন বিষয় তুলে ধরবেন বৈঠকে? ভগীরথ ঘোষ বলেন, "আমাদের মূল দাবি বেতন কাঠামো ৷ সেই সঙ্গে যে সকল পার্শ্বশিক্ষক কর্মরত অবস্থায় মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দিতে হবে । এছাড়াও কিছু দাবি আছে সেগুলোও তুলে ধরা হবে ।" দাবি নিয়ে কালকের আলোচনায় কোনওরকম মধ্যস্থতা তাঁরা মেনে নেবেন না বলেই জানাচ্ছেন ভগীরথ ঘোষ । তিনি বলেন, "বেতন কাঠামো ছাড়া আমরা আমাদের কর্মসূচি কোনওভাবেই প্রত্যাহার করব না । আমরা কোনও ধরনের নেগোসিয়েশনে যাচ্ছি না । ন‍্যূনতম বেতন কাঠামো দিলেই আমরা খুশি । গ্রুপ-ডির বেতন কাঠামোর থেকে নিচে কিছু যদি ওঁরা খুঁজে পান সেটা দিলেও আমরা খুশি । কিন্তু, বেতন কাঠামো আমাদের চাই ।"

কলকাতা, 10 ডিসেম্বর : প্রতীক্ষার অবসান । পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তবে, শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন না তিনি । সেই মতোই শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ নয়, পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী । স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কাল দুপুর একটায় বিকাশ ভবনে এই বৈঠক হবে । মূলত, বেতন সংক্রান্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।

গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন । তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে । কিন্তু, আন্দোলনের প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেনি পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । অবশেষে আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন । যদিও এই বৈঠকে শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ ডাকা হয়নি । ডাকা হয়েছে পার্শ্বশিক্ষকদের অন্য সংগঠনকেও ।

আগামীকালের বৈঠক নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আজ বিকেল চারটে নাগাদ শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি কাছ থেকে ফোন আসে আমাদের কাছে । আগামীকাল বেলা একটায় আমাদের ডাকা হয়েছে বিকাশ ভবনে । আমাদের চারজন প্রতিনিধি যাবেন । ফলপ্রসূ হবে এই আশা নিয়েই যাচ্ছি ।"

প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে আন্দোলনের । আগামীকাল প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষকরা । কোন কোন বিষয় তুলে ধরবেন বৈঠকে? ভগীরথ ঘোষ বলেন, "আমাদের মূল দাবি বেতন কাঠামো ৷ সেই সঙ্গে যে সকল পার্শ্বশিক্ষক কর্মরত অবস্থায় মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দিতে হবে । এছাড়াও কিছু দাবি আছে সেগুলোও তুলে ধরা হবে ।" দাবি নিয়ে কালকের আলোচনায় কোনওরকম মধ্যস্থতা তাঁরা মেনে নেবেন না বলেই জানাচ্ছেন ভগীরথ ঘোষ । তিনি বলেন, "বেতন কাঠামো ছাড়া আমরা আমাদের কর্মসূচি কোনওভাবেই প্রত্যাহার করব না । আমরা কোনও ধরনের নেগোসিয়েশনে যাচ্ছি না । ন‍্যূনতম বেতন কাঠামো দিলেই আমরা খুশি । গ্রুপ-ডির বেতন কাঠামোর থেকে নিচে কিছু যদি ওঁরা খুঁজে পান সেটা দিলেও আমরা খুশি । কিন্তু, বেতন কাঠামো আমাদের চাই ।"

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: বহু প্রতীক্ষার অবসান। অবশেষে পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে, শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন না তিনি। সেই মতোই শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ নয়, পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর 1টায় বিকাশ ভবনে এই বৈঠক হবে। মূলত, বেতন সংক্রান্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


Body:গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করেন পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন। তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে। কিন্তু, আন্দোলনের প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেনি পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। অবশেষে আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন। যদিও এই বৈঠকে শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ ডাকা হয়নি। ডাকা হয়েছে পার্শ্বশিক্ষকদের অন‍্যান‍্য সংগঠনকেও।

আগামীকালের বৈঠক নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আজ বিকেল চারটে নাগাদ শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি কাছ থেকে ফোন আসে আমাদের কাছে। আগামীকাল বেলা 1টায় আমাদের ডাকা হয়েছে বিকাশ ভবনে। আমাদের চারজন প্রতিনিধি যাবেন। ফলপ্রসূ হবে এই আশা নিয়েই যাচ্ছি।"

প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে আন্দোলনের। আগামীকাল প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। কোন কোন বিষয় তুলে ধরবেন বৈঠকে? ভগীরথ ঘোষ বলেন, "আমাদের মূল দাবি বেতন কাঠামো। সেই সঙ্গে যে সকল পার্শ্বশিক্ষক কর্মরত অবস্থায় মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে ও অনুকম্পাজনিত চাকরি দিতে হবে। এ ছাড়া, আনুসঙ্গিক কিছু দাবি আছে সেগুলোও তুলে ধরা হবে।" দাবি নিয়ে কালকের আলোচনায় কোনও রকম মধ‍্যস্থতা তাঁরা মেনে নেবেন না বলেই জানাচ্ছেন ভগীরথ ঘোষ। তিনি বলেন, "বেতন কাঠামো ছাড়া আমরা আমাদের কর্মসূচি কোনওভাবেই প্রত্যাহার করব না। আমরা কোনও ধরনের নেগোসিয়েশনে যাচ্ছি না। ন‍্যূনতম বেতন কাঠামো দিলেই আমরা খুশি। গ্রুপ-ডির বেতন কাঠামোর থেকে নিচে কিছু যদি ওনারা খুঁজে পান সেটা দিলেও আমরা খুশি। কিন্তু, বেতন কাঠামো আমাদের চাই।"


Conclusion:
Last Updated : Dec 10, 2019, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.