কলকাতা, 10 ডিসেম্বর : প্রতীক্ষার অবসান । পার্শ্বশিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তবে, শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, শুধু আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন না তিনি । সেই মতোই শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ নয়, পার্শ্বশিক্ষকদের প্রায় চারটি সংগঠনের সঙ্গে বৈঠক করতে চলেছেন শিক্ষামন্ত্রী । স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কাল দুপুর একটায় বিকাশ ভবনে এই বৈঠক হবে । মূলত, বেতন সংক্রান্ত বিষয়েই এই বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
গত 11 নভেম্বর থেকে বেতন কাঠামোর দাবিতে অবস্থান ও তার কয়েকদিন পর থেকেই অনশন শুরু করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । আজ তাঁদের অবস্থানের 30 দিন ও অনশনের 26 দিন । তাঁদের প্রধান দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করতে হবে । কিন্তু, আন্দোলনের প্রায় একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিজেদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেনি পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ । অবশেষে আগামীকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই সংগঠন । যদিও এই বৈঠকে শুধু পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ ডাকা হয়নি । ডাকা হয়েছে পার্শ্বশিক্ষকদের অন্য সংগঠনকেও ।
আগামীকালের বৈঠক নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আজ বিকেল চারটে নাগাদ শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি কাছ থেকে ফোন আসে আমাদের কাছে । আগামীকাল বেলা একটায় আমাদের ডাকা হয়েছে বিকাশ ভবনে । আমাদের চারজন প্রতিনিধি যাবেন । ফলপ্রসূ হবে এই আশা নিয়েই যাচ্ছি ।"
প্রায় এক মাস অতিক্রান্ত হয়ে গেছে আন্দোলনের । আগামীকাল প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শিক্ষকরা । কোন কোন বিষয় তুলে ধরবেন বৈঠকে? ভগীরথ ঘোষ বলেন, "আমাদের মূল দাবি বেতন কাঠামো ৷ সেই সঙ্গে যে সকল পার্শ্বশিক্ষক কর্মরত অবস্থায় মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরি দিতে হবে । এছাড়াও কিছু দাবি আছে সেগুলোও তুলে ধরা হবে ।" দাবি নিয়ে কালকের আলোচনায় কোনওরকম মধ্যস্থতা তাঁরা মেনে নেবেন না বলেই জানাচ্ছেন ভগীরথ ঘোষ । তিনি বলেন, "বেতন কাঠামো ছাড়া আমরা আমাদের কর্মসূচি কোনওভাবেই প্রত্যাহার করব না । আমরা কোনও ধরনের নেগোসিয়েশনে যাচ্ছি না । ন্যূনতম বেতন কাঠামো দিলেই আমরা খুশি । গ্রুপ-ডির বেতন কাঠামোর থেকে নিচে কিছু যদি ওঁরা খুঁজে পান সেটা দিলেও আমরা খুশি । কিন্তু, বেতন কাঠামো আমাদের চাই ।"