ETV Bharat / state

রাজ্যপাল সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন, আক্রমণ পার্থর - Jagdeep Dhankar

জিয়াগঞ্জ খুনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের মন্তব্যের পালটা পার্থ চট্টোপাধ্যায় বলেন, " আমরা তৃণমূলের পক্ষ থেকে সব লক্ষ্য রাখছি । রাজ্যপালকে বলব, তিনি যেন সাংবিধানিক সীমা লঙ্ঘন না করেন । "

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Oct 10, 2019, 10:59 PM IST

কলকাতা, 10 অক্টোবর : জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও আট বছরের সন্তানকে খুনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আজ প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । খুনিদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সে নিয়েও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি । স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই মন্তব্য ভালোভাবে নেয়নি শাসকদল । রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে এ দিন মুখ খোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, বলেন, " আমরা তৃণমূলের পক্ষ থেকে সব লক্ষ্য রাখছি । রাজ্যপাল প্রায় প্রতিদিনই সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক বিভিন্ন মন্তব্য করে তাঁর সাংবিধানিক পদের সীমারেখা লঙ্ঘন করছেন । আইনশৃঙ্খলা নিয়ে তাঁর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক ।"

দশমীর দিন জিয়াগঞ্জের এক পরিবারের তিনজন খুন হন । রাজ্য প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব গিয়ে দেখে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে, আজ সেই আবেদন জানান রাজ্যপাল । পাশাপাশি খুনের ঘটনায় যে তিনি গভীরভাবে মর্মাহত সেকথাও বলেন । এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব বলেন, "যখন এ রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে বিশ্বের মেগা উৎসব নির্বিঘ্নে পালিত হয়, তখন রাজ্যপাল দেখতে পান না ।"

গোটা ঘটনা নিয়ে BJP-র দিকেই অভিযোগের আঙুল তোলেন পার্থ । বলেন, "মুর্শিদাবাদের একটি পারিবারিক ঘটনা নিয়ে এত অপপ্রচার কেন BJP-র? যে খবর পাওয়া যাচ্ছে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ধামা চাপা দেওয়ার জন্য রাজ্যপালকে মঞ্চে নামানো হয়েছে । এটা কখনোই বাংলার মানুষ মেনে নেবে না । রাজ্যপালকে বলব, তিনি যেন সাংবিধানিক সীমা লঙ্ঘন না করেন । রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তাঁদের উপরে বাংলার মানুষের আস্থা রয়েছে ।"

:

কলকাতা, 10 অক্টোবর : জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও আট বছরের সন্তানকে খুনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আজ প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । খুনিদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সে নিয়েও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি । স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই মন্তব্য ভালোভাবে নেয়নি শাসকদল । রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে এ দিন মুখ খোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, বলেন, " আমরা তৃণমূলের পক্ষ থেকে সব লক্ষ্য রাখছি । রাজ্যপাল প্রায় প্রতিদিনই সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক বিভিন্ন মন্তব্য করে তাঁর সাংবিধানিক পদের সীমারেখা লঙ্ঘন করছেন । আইনশৃঙ্খলা নিয়ে তাঁর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক ।"

দশমীর দিন জিয়াগঞ্জের এক পরিবারের তিনজন খুন হন । রাজ্য প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব গিয়ে দেখে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে, আজ সেই আবেদন জানান রাজ্যপাল । পাশাপাশি খুনের ঘটনায় যে তিনি গভীরভাবে মর্মাহত সেকথাও বলেন । এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব বলেন, "যখন এ রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে বিশ্বের মেগা উৎসব নির্বিঘ্নে পালিত হয়, তখন রাজ্যপাল দেখতে পান না ।"

গোটা ঘটনা নিয়ে BJP-র দিকেই অভিযোগের আঙুল তোলেন পার্থ । বলেন, "মুর্শিদাবাদের একটি পারিবারিক ঘটনা নিয়ে এত অপপ্রচার কেন BJP-র? যে খবর পাওয়া যাচ্ছে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব ধামা চাপা দেওয়ার জন্য রাজ্যপালকে মঞ্চে নামানো হয়েছে । এটা কখনোই বাংলার মানুষ মেনে নেবে না । রাজ্যপালকে বলব, তিনি যেন সাংবিধানিক সীমা লঙ্ঘন না করেন । রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তাঁদের উপরে বাংলার মানুষের আস্থা রয়েছে ।"

:

Intro:

কলকাতা, ১০ অক্টোবর: ফের রাজ্যপালের সঙ্গে সংঘাত পার্থ চট্টোপাধ্যায়ের। এবারে জিয়াগঞ্জের ঘটনা নিয়ে সম্মুখ সমরে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা তৃণমূলের পক্ষ থেকে সব লক্ষ্য রাখছি। রাজ্যের রাজ্যপাল প্রায় প্রতিদিনই সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক বক্তব্য করে নিজেই তার সাংবিধানিক পদের সীমারেখা লঙ্ঘন করছেন। আইনশৃঙ্খলা নিয়ে তার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধি মূলক।'Body:প্রাথমিক কপি ইন্ট্রোতেConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.