ETV Bharat / state

দরজায় আটকে হাত, চলল মেট্রো ; মৃত্যু যাত্রীর - metro fire

ওই মেট্রোয় উপস্থিত সঞ্জীব চৌধুরি নামে এক ব্যক্তি বলেন, "পার্কস্ট্রিট স্টেশন থেকে মেট্রো ছেড়ে দিয়েছিল । একজন মেট্রোতে উঠতে পারেননি । তাঁর হাত দরজায় আটকে যায় । কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তি থার্ড লাইনে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁর দেহ জ্বলে যায় । পরে জানতে পারি সেই ভদ্রলোক মারা গেছেন । "

ছবি
author img

By

Published : Jul 13, 2019, 7:19 PM IST

Updated : Jul 13, 2019, 11:12 PM IST

কলকাতা, 13 জুলাই : কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু । মৃতের নাম সজল কাঞ্জিলাল । বাড়ি কসবা এলাকায় । আজ সন্ধে ছ'টা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে । প্রাথমিকভাবে জানা গেছে, পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় উঠতে যাচ্ছিলেন ওই যাত্রী । তাঁর হাত আটকে যায় দরজায় । তিনি বাইরেই ঝুলছিলেন । সেই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো । এরই মধ্যে টানেলে ধাক্কা খান সজল । মৃতদেহ SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল । আটটা নাগাদ ফের চলাচল শুরু হয় ।

সন্ধে ছ'টা চল্লিশ মিনিট নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী ওই মেট্রো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । থামানো হয় মেট্রো । সেই স্টেশনের বাইরের গেট দিয়ে যাত্রীদের নিরাপদে বাইরে বের করা হয় । প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শর্ট সার্কিটের কারণে ধোঁয়া বেরিয়েছিল । কিন্তু পরে জানা যায়, এক যাত্রীর হাত মেট্রোর দরজায় আটকানোর কারণে কামরায় ধোঁয়া দেখা যায় ।

metro
মৃতদেহ পড়ে আছে লাইনে

ওই মেট্রোয় উপস্থিত সঞ্জীব চৌধুরি নামে এক ব্যক্তি বলেন, "পার্কস্ট্রিট স্টেশন থেকে মেট্রো ছেড়ে দিয়েছিল । একজন মেট্রোতে উঠতে পারেননি । তাঁর হাত দরজায় আটকে যায় । কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তি থার্ড লাইনে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁর দেহ জ্বলে যায় । পরে জানতে পারি সেই ভদ্রলোক মারা গেছেন । "

এদিকে ঘটনার পর মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা । তারা বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা । মেট্রো এর দায় এড়াতে পারে না । ডোর সেন্সর কাজ করেনি বলে বিপত্তি । তাদের আরও অভিযোগ, মেট্রোর কামরা থেকে কন্ট্রোল রুম থেকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি ।

death
মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে

মেট্রো সূত্রে খবর, রেকের মোটরম্যান ও গার্ডকে সাসপেন্ড করা হতে পারে । এদিকে, ঘটনাস্থানে যান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, "পুলিশ তদন্ত করে দেখছে ।"

দেখুন ভিডিয়ো

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । 6:45 নাগাদ ঘটনাটি ঘটে । কবি সুভাষগামী ট্রেনের দরজা বন্ধ হওয়ার সময় একজন যাত্রী আচমকাই রেকে দৌড়ে ঢুকতে যান । তাঁর শরীর রেকের ভেতরে ঢুকে গেলেও হাতটা বাইরেই থেকে যায় । চালক বুঝতে না পেরে কিছুটা গাড়ি চালিয়ে ব্যাপারটা বুঝেই থামিয়ে দেন । হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তি মারা যান। তারপরেই গাড়ির পেছনের অংশ দিয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়।" মেট্রোর জেনেরাল ম্যানেজার পি সি শর্মা উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

কলকাতা, 13 জুলাই : কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু । মৃতের নাম সজল কাঞ্জিলাল । বাড়ি কসবা এলাকায় । আজ সন্ধে ছ'টা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে । প্রাথমিকভাবে জানা গেছে, পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোয় উঠতে যাচ্ছিলেন ওই যাত্রী । তাঁর হাত আটকে যায় দরজায় । তিনি বাইরেই ঝুলছিলেন । সেই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো । এরই মধ্যে টানেলে ধাক্কা খান সজল । মৃতদেহ SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল । আটটা নাগাদ ফের চলাচল শুরু হয় ।

সন্ধে ছ'টা চল্লিশ মিনিট নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী ওই মেট্রো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । থামানো হয় মেট্রো । সেই স্টেশনের বাইরের গেট দিয়ে যাত্রীদের নিরাপদে বাইরে বের করা হয় । প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, শর্ট সার্কিটের কারণে ধোঁয়া বেরিয়েছিল । কিন্তু পরে জানা যায়, এক যাত্রীর হাত মেট্রোর দরজায় আটকানোর কারণে কামরায় ধোঁয়া দেখা যায় ।

metro
মৃতদেহ পড়ে আছে লাইনে

ওই মেট্রোয় উপস্থিত সঞ্জীব চৌধুরি নামে এক ব্যক্তি বলেন, "পার্কস্ট্রিট স্টেশন থেকে মেট্রো ছেড়ে দিয়েছিল । একজন মেট্রোতে উঠতে পারেননি । তাঁর হাত দরজায় আটকে যায় । কিছুদূর যাওয়ার পর সেই ব্যক্তি থার্ড লাইনে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁর দেহ জ্বলে যায় । পরে জানতে পারি সেই ভদ্রলোক মারা গেছেন । "

এদিকে ঘটনার পর মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা । তারা বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা । মেট্রো এর দায় এড়াতে পারে না । ডোর সেন্সর কাজ করেনি বলে বিপত্তি । তাদের আরও অভিযোগ, মেট্রোর কামরা থেকে কন্ট্রোল রুম থেকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি ।

death
মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে

মেট্রো সূত্রে খবর, রেকের মোটরম্যান ও গার্ডকে সাসপেন্ড করা হতে পারে । এদিকে, ঘটনাস্থানে যান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি বলেন, "পুলিশ তদন্ত করে দেখছে ।"

দেখুন ভিডিয়ো

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । 6:45 নাগাদ ঘটনাটি ঘটে । কবি সুভাষগামী ট্রেনের দরজা বন্ধ হওয়ার সময় একজন যাত্রী আচমকাই রেকে দৌড়ে ঢুকতে যান । তাঁর শরীর রেকের ভেতরে ঢুকে গেলেও হাতটা বাইরেই থেকে যায় । চালক বুঝতে না পেরে কিছুটা গাড়ি চালিয়ে ব্যাপারটা বুঝেই থামিয়ে দেন । হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তি মারা যান। তারপরেই গাড়ির পেছনের অংশ দিয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়।" মেট্রোর জেনেরাল ম্যানেজার পি সি শর্মা উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

Last Updated : Jul 13, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.