কলকাতা, 15 জুন: পূর্ব ভারতে এই প্রথম কলকাতা কর্পোরেশন বন্ড আনছে বাজার থেকে টাকা তোলার লক্ষ্যে । সেই টাকা দিয়ে হবে উন্নয়নের কাজ । এই খবর প্রকাশিত হয়েছে ইটিভি ভারতে । আর সেই প্রতিবেদন দেখে এবার কলকাতা কর্পোরেশনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব কর্পোরেশনের অর্থ বিভাগের কাছে এই বন্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি দিলেন । এই প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ দাবি করেন, বন্ড আনা আসলে কালো টাকা সাদা করার নয়া মাধ্যম ।
আয় বাড়লেও ব্যয় ভারে নুইয়ে পড়েছে কর্পোরেশনের কোষাগার । আর্থিক কষ্ট চরমে থাকায় এবার নয়া পরিকল্পনা নিয়েছে কলকাতা কর্পোরেশন । তারা চিন্তাভাবনা শুরু করেছে বাজারে বন্ড ছেড়ে টাকা তুলে সেই টাকায় উন্নয়নমূলক কাজ করার । যদিও মিউনসিপ্যাল কর্পোরেশনের তরফে বাজারের বন্ড ছাড়ার বিষয়টি দেশে নতুন নয় । এই পথে ইতিমধ্যেই ইন্দোর মিউনসিপ্যাল কর্পোরেশন-সহ 9টি মিউনসিপ্যাল কর্পোরেশন এই পথে হেঁটেছে । এবার কলকাতা কর্পোরেশন তিন ধাপে তুলবে 1 হাজার 50 কোটি টাকা ।
5, 7, 10 বছর মেয়াদি হতে পারে এই বন্ডগুলো । ইতিমধ্যে কর্পোরেশনের ক্রেডিট রেটিং করানো হয়েছে । আরবিআই, সেবির সঙ্গে কথা চলছে । রাজ্যের অর্থ দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে । এদিন কলকাতা কর্পোরেশনের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব জানান, আমি গোটা বিষয়টি সংবাদমাধ্যম দ্বারা জানতে পারলাম । এটা বড় পদক্ষেপ । কর্পোরেশন তো কোনও প্রতিষ্ঠান নয়, তাহলে জনগণের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে সুদ সহ ? কীভাবে তোলা হবে ? বন্ড সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে কর্পোরেশনের অর্থ বিভাগের কাছে চিঠি দিয়েছি । কর্পোরেশনের কোষাগারের অবস্থা এত বেহাল যে বাজার থেকে টাকা তুলতে হবে ?
বিজেপি কাউন্সিলর সজল ঘোষও এই বিষয় চাঁচাছোলা ভাষায় পৌরবোর্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । তাঁর বক্তব্য, সাধারণ মানুষ বোকা নয় যে সংস্থার দেউলিয়া অবস্থা সেই সংস্থার বন্ড কিনবেন । আবার একটা বড় ঘোটালা হবে । বন্ডের মাধ্যমে আসলে কালো টাকা সাদা করবে ।
আরও পড়ুন : হাজার কোটি তোলার লক্ষ্য নিয়ে বাজারে আসছে কলকাতা কর্পোরেশনের বন্ড