কলকাতা, 14 মে : "বিকাশ জিতে যদি সংসদে যায় তাহলে তাঁকে অধ্যক্ষ করার জন্য টানাটানি পড়তে পারে ।" গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ।
গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী, সৌরভ পালোধিরা । তাঁকে সমর্থন করার জন্য আবেদন জানালে তাতে সম্মতি দেন সাহিত্যিক নবনীতা দেব সেন, বাচিক শিল্পী উর্মিমালা বসু, নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিমল চট্টোপাধ্যায়, আইনজীবী অরুণাভ ঘোষ, দেবেশ রায়, সুজাত ভদ্ররা । তাঁদের একটাই কথা, নির্বাচনী রাজনীতি এখন প্রায় পুরোটাই দলসর্বস্ব । তার মধ্যে এই প্রার্থী ব্যতিক্রম । কারণ কোনও কোনও সময় এমন ঘটনা ঘটে যখন প্রার্থী হিসেবে ব্যক্তিবিশেষের গ্রহণযোগ্যতা দলীয় পরিচিতিকে অতিক্রম করে যায় ।
বিশিষ্টরা আবেদনে জানিয়েছেন, দলীয় পরিচিতির বাইরে ব্যক্তি হিসেবে কোনও উপযুক্ত প্রার্থী যেন সংসদে যায় । সেক্ষেত্রে সংক্ষেপে যদি বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে বিশ্লেষণ করা যায় তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় । বর্ষীয়ান আইনজীবী বিকাশবাবু । সাধারণের স্বার্থে আদালতে ও তার বাইরে লড়াইয়ে গত কয়েক বছরে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ । সে বেআইনি অর্থলগ্নি সংস্থায় সর্বস্ব খোয়ানো মানুষের আমানত ফিরে পাওয়ার লড়াই হোক বা উচ্ছেদ হওয়া হকারের পুনর্বাসনের দাবিই হোক । ভাঙড়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো থেকে ভাবাদিঘি রক্ষা, যশোর রোডে গাছ বাঁচানো বা বোলপুরে জমির অধিকার ফিরে পেতে কৃষকের লড়াইয়ে দরদি হয়ে হাজির হওয়া । অনেকেরই বক্তব্য, রাজনৈতিক স্বার্থ দূরে রেখেই তিনি এসব কাজ করে গেছেন । মানুষের পাশে থাকতে গিয়ে বহুবার আক্রমণের মুখে পড়েছেন । কিন্তু লড়াই থামেনি । PSC দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়েও তিনিই সওয়াল করেছেন । তাই এই বিষয়গুলি উল্লেখ করেই তাঁকে সমর্থনের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বিশিষ্টদের একাংশ । তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থরক্ষায় যোগ্য ও প্রকৃত মানুষ সংসদে দরকার ।
পবিত্রবাবু বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতে এই নির্বাচনে যত প্রার্থী নির্বাচিত হয়েছে তাঁদের মধ্যে বিকাশ অন্যতম শ্রেষ্ঠ প্রার্থী । তাঁর আইনের জ্ঞান, তাঁর সংবিধানের জ্ঞান, আদালতে তাঁর গরিব মানুষের হয়ে লড়াই করা, রাস্তায় দাঁড়িয়ে মার খেয়েও লড়াই করা, এই সমস্ত মিলিয়ে বিকাশের মতো প্রার্থী পাওয়া যাবে না । তাই আমি বিশেষভাবে চাই বিকাশ জিতুক । আমি জানি না ঠিক বলছি না ভুল । তবে আমার মনে হয় বিকাশ জিতে যদি পার্লামেন্টে যায় তাহলে হতে পারে তাঁকে স্পিকার করার জন্য টানাটানি পড়তে পারে ।" ছ'দফা তো দেখলেন, কী মনে হচ্ছে বিকাশবাবু জিতবেন ? উত্তরে তিনি বলেন, "দেখুন সন্ত্রাসের চেষ্টা তো হবেই । প্রতিরোধও সেভাবেই করতে হবে ।"