কলকাতা, 17 অগাস্ট : গাড়ির ধাক্কায় গতরাতে মৃত্যু হয় দুই বাংলাদেশির ৷ আহত হন আরও একজন ৷ ঘটনার তদন্তে নেমে আজ আরসালানের রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয় । নাম আরসালান পারভেজ । ধৃতকে কাল আদালতে তোলা হবে ৷
গতরাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ তারপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা মারে ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের নাম হয় মইনুল আলম (36) ও ফারহানা ইসলাম তানিয়া (30) ৷ বাংলাদেশের ঝিনাইদহে থাকতেন মইনুল ৷ তানিয়া ঢাকার বাসিন্দা ছিলেন ৷ দুজনেই টুরিস্ট ভিসায় কলকাতা এসেছিলেন ৷ তৃতীয় ব্যক্তি কাজি মহম্মদ সফি রহমতউল্লাহ বর্তমানে সুস্থ রয়েছেন ৷ মার্সিডিজ় গাড়িতে থাকা ড্রাইভার ও যাত্রীরাও আহত হয়েছেন । তাদের নাম অমিত কাজারিয়া ও কণিকা কাজারিয়া । পরিবারের লোকজন এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায় । পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁদের ।
রাতেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ । তবে কোন গাড়িটি পথচারীদের ধাক্কা দিয়েছে, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ সেই সূত্রে জানা যায়, গাড়িটি আরসালান পারভেজের । এরপরই বছর বাইশের পারভেজকে গ্রেপ্তার করে শেক্সপিয়র থানার পুলিশ । এই পারভেজের হাতেই রয়েছে পার্কসার্কাসের সবচেয়ে পুরোনো দোকানের মালিকানা । সে থাকে সায়েন্স সিটি এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে । বিলেতের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক । গতরাতে তিনি ওই গাড়ি চালিয়ে বেকবাগানে তাদের আদি বাড়িতে যাচ্ছিল ।
পারভেজ মদ্যপ অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । তার বিরুদ্ধে জামিন অযোগ্য 304 এর 2 নম্বর ধারায় মামলা করা হয়েছে ৷ গাড়িটি পরীক্ষা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ।