ETV Bharat / state

দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় ধৃত আরসালানের মালিকের ছেলে - লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার

গতরাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ তারপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা মারে ৷ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় ৷ তদন্তে নেমে আজ আরসালানের রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 17, 2019, 8:57 PM IST

কলকাতা, 17 অগাস্ট : গাড়ির ধাক্কায় গতরাতে মৃত্যু হয় দুই বাংলাদেশির ৷ আহত হন আরও একজন ৷ ঘটনার তদন্তে নেমে আজ আরসালানের রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয় । নাম আরসালান পারভেজ । ধৃতকে কাল আদালতে তোলা হবে ৷

গতরাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ তারপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা মারে ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের নাম হয় মইনুল আলম (36) ও ফারহানা ইসলাম তানিয়া (30) ৷ বাংলাদেশের ঝিনাইদহে থাকতেন মইনুল ৷ তানিয়া ঢাকার বাসিন্দা ছিলেন ৷ দুজনেই টুরিস্ট ভিসায় কলকাতা এসেছিলেন ৷ তৃতীয় ব্যক্তি কাজি মহম্মদ সফি রহমতউল্লাহ বর্তমানে সুস্থ রয়েছেন ৷ মার্সিডিজ় গাড়িতে থাকা ড্রাইভার ও যাত্রীরাও আহত হয়েছেন । তাদের নাম অমিত কাজারিয়া ও কণিকা কাজারিয়া । পরিবারের লোকজন এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায় । পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁদের ।

রাতেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ । তবে কোন গাড়িটি পথচারীদের ধাক্কা দিয়েছে, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ সেই সূত্রে জানা যায়, গাড়িটি আরসালান পারভেজের । এরপরই বছর বাইশের পারভেজকে গ্রেপ্তার করে শেক্সপিয়র থানার পুলিশ । এই পারভেজের হাতেই রয়েছে পার্কসার্কাসের সবচেয়ে পুরোনো দোকানের মালিকানা । সে থাকে সায়েন্স সিটি এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে । বিলেতের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক । গতরাতে তিনি ওই গাড়ি চালিয়ে বেকবাগানে তাদের আদি বাড়িতে যাচ্ছিল ।

পারভেজ মদ্যপ অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । তার বিরুদ্ধে জামিন অযোগ্য 304 এর 2 নম্বর ধারায় মামলা করা হয়েছে ৷ গাড়িটি পরীক্ষা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ।

কলকাতা, 17 অগাস্ট : গাড়ির ধাক্কায় গতরাতে মৃত্যু হয় দুই বাংলাদেশির ৷ আহত হন আরও একজন ৷ ঘটনার তদন্তে নেমে আজ আরসালানের রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয় । নাম আরসালান পারভেজ । ধৃতকে কাল আদালতে তোলা হবে ৷

গতরাতে লাউডন স্ট্রিটে একটি মার্সিডিজ়ে ধাক্কা মারে জাগুয়ার ৷ তারপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে ধাক্কা মারে ৷ তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের নাম হয় মইনুল আলম (36) ও ফারহানা ইসলাম তানিয়া (30) ৷ বাংলাদেশের ঝিনাইদহে থাকতেন মইনুল ৷ তানিয়া ঢাকার বাসিন্দা ছিলেন ৷ দুজনেই টুরিস্ট ভিসায় কলকাতা এসেছিলেন ৷ তৃতীয় ব্যক্তি কাজি মহম্মদ সফি রহমতউল্লাহ বর্তমানে সুস্থ রয়েছেন ৷ মার্সিডিজ় গাড়িতে থাকা ড্রাইভার ও যাত্রীরাও আহত হয়েছেন । তাদের নাম অমিত কাজারিয়া ও কণিকা কাজারিয়া । পরিবারের লোকজন এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায় । পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁদের ।

রাতেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ । তবে কোন গাড়িটি পথচারীদের ধাক্কা দিয়েছে, তা নিয়ে ধন্দে ছিল পুলিশ ৷ শুরু হয় তদন্ত ৷ সেই সূত্রে জানা যায়, গাড়িটি আরসালান পারভেজের । এরপরই বছর বাইশের পারভেজকে গ্রেপ্তার করে শেক্সপিয়র থানার পুলিশ । এই পারভেজের হাতেই রয়েছে পার্কসার্কাসের সবচেয়ে পুরোনো দোকানের মালিকানা । সে থাকে সায়েন্স সিটি এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে । বিলেতের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক । গতরাতে তিনি ওই গাড়ি চালিয়ে বেকবাগানে তাদের আদি বাড়িতে যাচ্ছিল ।

পারভেজ মদ্যপ অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । তার বিরুদ্ধে জামিন অযোগ্য 304 এর 2 নম্বর ধারায় মামলা করা হয়েছে ৷ গাড়িটি পরীক্ষা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা ।

Intro:কলকাতা, ১৭ অগাস্ট: রাতের কলকাতায় দুর্ঘটনা। এবার শেক্সপিয়ার সরণি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ল ওডন স্ট্রিটে একটি বেপরোয়া জাগুয়ার গাড়ি প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়িকে। তারপর ধাক্কা মারে 3 পথচারীকে। তাদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় আর্সেনাল রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলেকে। তার নাম আরসানাল পারভেজ। ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
Body:পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুজনের নাম মইনুল আলম এবং ফারহানা ইসলাম তানিয়া। মইনুলের বয়স 36। তিনি বাংলাদেশের ঝিনাইদহর বাসিন্দা ছিলেন।আর তানিয়ার বয়স তিরিশ। তিনি ঢাকাবাসী। তারা টুরিস্ট ভিসায় এদেশে এসেছিলেন। তৃতীয় ব্যক্তির অবশ্য তেমন বড় চোট লাগেনি। তাকে এসএসকেএম-এ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনিও বাংলাদেশের নাগরিক। নাম কাজী মহম্মদ সফি রহমতউল্লাহ। বয়স ৩৬। দুর্ঘটনাগ্রস্ত মার্সিডিজ গাড়িতে থাকা ড্রাইভার প্যাসেঞ্জাররাও আহত হয়েছেন। তাদের নাম অমিত কাজারিয়া এবং কণিকা কাজারিয়া। তাদের অবশ্য পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়।
Conclusion:রাতেই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। সেই সূত্রে জানা যায়, গাড়িটি আর্সেনাল পারভেজের। এর পরেই বছর বাইশের পারভেজকে গ্রেপ্তার করে শেকসপিয়র থানার পুলিশ। জানা গেছে, এই পারভেজের হাতেই রয়েছে পার্কসার্কাসের সবচেয়ে পুরনো আর্সেনালের মালিকানা। তিনি থাকেন সায়েন্স সিটি এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। তবে গতরাতে তিনি ওই গাড়ি চালিয়ে বেকবাগানে তাদের আদি বাড়িতে যাচ্ছিলেন। এই আর্সেনাল বিলেতের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের স্নাতক। তিনি মদ্যপ অবস্থায় ওই গাড়ি চালাচ্ছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতের মেডিকেল পরীক্ষা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ৩০৪ A ধারায় মামলা করা হলেও, পরে বদলানো হয় সেই ধারা। জামিন অযোগ্য ৩০৪ এর ২ নম্বর ধারায় মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে আজই গাড়িটি পরীক্ষা করতে যান ফরেনসিক বিশেষজ্ঞরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.