ETV Bharat / state

মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 13

lockdown
lockdown
author img

By

Published : Jul 11, 2020, 6:38 AM IST

06:29 July 11

কলকাতা, 11 জুলাই : রাজ্য সরকার সাতদিনের জন্য রাজ্যের বিভিন্ন এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে লকডাউন জারি করেছে । আজ লকডাউনের তৃতীয় দিন ৷ সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত পাঁচজন ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 209 ৷

06:29 July 11

  • কোরোনায় সংক্রমিত রেল আধিকারিক, বন্ধ মালদা ডিভিশনের কমার্শিয়াল বিভাগ ৷

06:28 July 11

  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 13 ৷ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 285 ৷

06:06 July 11

রাজ্যের কোরোনা পরিস্থিতি একনজরে...

  • দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামকে কোরোনায় আক্রান্তদের জন্য দ্বিতীয় সেফ হাউস ঘোষণা স্বাস্থ্য বিভাগের ৷

06:29 July 11

কলকাতা, 11 জুলাই : রাজ্য সরকার সাতদিনের জন্য রাজ্যের বিভিন্ন এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে লকডাউন জারি করেছে । আজ লকডাউনের তৃতীয় দিন ৷ সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত পাঁচজন ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 209 ৷

06:29 July 11

  • কোরোনায় সংক্রমিত রেল আধিকারিক, বন্ধ মালদা ডিভিশনের কমার্শিয়াল বিভাগ ৷

06:28 July 11

  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 13 ৷ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 285 ৷

06:06 July 11

রাজ্যের কোরোনা পরিস্থিতি একনজরে...

  • দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামকে কোরোনায় আক্রান্তদের জন্য দ্বিতীয় সেফ হাউস ঘোষণা স্বাস্থ্য বিভাগের ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.