ETV Bharat / state

লকডাউন আপডেট : জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ - Corona situation during unlock

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jun 25, 2020, 6:59 AM IST

Updated : Jun 25, 2020, 8:18 AM IST

06:40 June 25

কলকাতা, 25 জুন : লকডাউনের আজ 93 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • বালুরঘাটে শুরু ধারাবাহিক সোয়াব টেস্ট
  • রাজ্যে 15 হাজার ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা
  • পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 150 ছাড়াল
  • বিধি নিয়ম মেনে আজ খুলছে তারকেশ্বর মন্দির । তবে এবছর বন্ধ থাকবে শ্রাবণী মেলা
  • পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত আরও সাত জন । তাঁদের চারজন কাঁথি মহকুমা ও তিনজন এগরা মহকুমার বাসিন্দা
  • রাজ্যে শর্তসাপেক্ষে বাড়ল লকডাউন । জারি থাকবে আগামী 31 জুলাই পর্যন্ত । বন্ধ থাকবে স্কুল, কলেজ । চালু হবে না লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা

06:40 June 25

কলকাতা, 25 জুন : লকডাউনের আজ 93 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • বালুরঘাটে শুরু ধারাবাহিক সোয়াব টেস্ট
  • রাজ্যে 15 হাজার ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা
  • পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 150 ছাড়াল
  • বিধি নিয়ম মেনে আজ খুলছে তারকেশ্বর মন্দির । তবে এবছর বন্ধ থাকবে শ্রাবণী মেলা
  • পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত আরও সাত জন । তাঁদের চারজন কাঁথি মহকুমা ও তিনজন এগরা মহকুমার বাসিন্দা
  • রাজ্যে শর্তসাপেক্ষে বাড়ল লকডাউন । জারি থাকবে আগামী 31 জুলাই পর্যন্ত । বন্ধ থাকবে স্কুল, কলেজ । চালু হবে না লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা
Last Updated : Jun 25, 2020, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.