কলকাতা, 30 এপ্রিল : করোনায় আক্রান্ত পূর্ব রেলের প্রায় 750 কর্মী । আজ পূর্ব রেলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে ।
জানা গিয়েছে, শিয়ালদা সেকশনের চালক, কর্মী ও গার্ড সহ প্রায় 750 জনেরও বেশি কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই কারণে আজ প্রায় 70 টির বেশি লোকাল ট্রেনই বাতিল হয়ে যায় । তবে শিয়ালদা থেকে হাওড়া সেকশনে সংক্রমণের হার কিছুটা কম বলে জানা গিয়েছে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চৌধুরী এ বিষয়ে বলেন, "আমরা বারবার সমস্ত যাত্রীদের অনুরোধ করছি তাঁরা যেন অপ্রয়োজনে ট্রেনে যাতায়াত না করেন । খুব প্রয়োজন না পড়লে তাঁরা যেন বাড়ি থেকে না বেরোন । কারণ যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে । এর ফলে যাত্রী সংখ্যা বেশ কিছুটা কম হয়েছে ।"
পাশাপাশি তিনি আরও জানান, " আমরা একটি বিষয় নিশ্চিত করেছি তা হল, যেহেতু দূরপাল্লা বা মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে চার-পাঁচ মাসের একটা বুকিংয়ের ব্যাপার থাকে, সেই জন্য কোনও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়নি । কম সংখ্যক কর্মী দিয়ে দূরপাল্লার ট্রেন চলবে ৷ সেই কারণে কিছু নন পিক আওয়ারে লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে । তবে শিয়ালদা সেকশনের তুলনায় হাওড়া সেকশনে সংক্রমণের হার অনেকটাই কম।
আরও পড়ুন : আংশিক লকডাউনের পথে রাজ্য, জারি নয়া নির্দেশিকা
হাওড়া সেকশনের যেহেতু একটি ইন্টারলকিং এর কাজ চলছে তাই 20 টির মতো লোকাল ট্রেন বাতিল হয়েছে । শিয়ালদা সেকশনে আজ বাতিল হয়েছে প্রায় 54 টি লোকাল ট্রেন । হাওড়া সেকশনে বাতিল হয়েছে প্রায় 25 টি লোকাল ট্রেন । মাস্ক না পড়লে যাত্রীদের থেকে 500 টাকা জরিমানা করা হচ্ছে ৷ এ ছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ হচ্ছে ৷ দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, দক্ষিণ-পূর্ব রেলের কোনও ট্রেন বাতিল হয়নি । তবে এ দিকে এই বিভাগে সংক্রমণের সংখ্যাও নেহাত কম নয় ।