কলকাতা, 31 অক্টোবর : অপারেশন থিয়েটার থেকে মাঝেমধ্যেই উধাও হয়ে যেত ওষুধ । পাওয়া যেত না চিকিৎসার সরঞ্জাম । বিষয়টি কিছুদিন ধরেই নজরে আসে CMRI হাসপাতাল কর্তৃপক্ষের । শুরু হয় নজরদারি । এরপর দেখা যায়, সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত । সেইমতো হাতেনাতে পাকড়াও করা হল OT টেকনিশিয়ানকে । পাকড়াও করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ৷
ওই অপারেশন থিয়েটারের টেকনিশয়ানের নাম অতনু শ্রী ৷ অতনু বহুদিন এই হাসপাতালে OT টেকনিশিয়ান হিসেবে কাজ করছে । এই মুহূর্তে সে সিনিয়র টেকনিশিয়ান । মোটা টাকা বেতন পায় ।
CMRI হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত কয়েকদিন ধরে বারবার অপারেশন থিয়েটার থেকে ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী চুরি যাওয়ার ঘটনা ঘটছিল । বিষয়টি নজরে আসার পর OT টেকনিশিয়ানদের উপর নজরদারি শুরু হয় । দেখা যায়, এই চুরির ঘটনায় যুক্ত অতনু । তাকে হাতেনাতে ধরে ফেলেন হাসপাতালের সিকিউরিটি ইন-চার্জ । তার কাছে উদ্ধার হয় 45 হাজার 951 টাকার সামগ্রী ।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুরো বিষয়টি জানানো হয় আলিপুর থানায় । লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই অতনুকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷