ETV Bharat / state

কোরোনার মতো ব্রিজ-আতঙ্ক চলছে, রাজ্যকে কটাক্ষ বিরোধীদের - CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য

17 ফেব্রুয়ারি নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের 1 এবং 2 নম্বর পিলারের মাঝের গার্ডার লাগানোর সময় অংশটি ভেঙে পড়ে । দুই ইঞ্জিনিয়ার সহ মৃত্যু হয়েছে মোট তিনজনের । জখম অনেকেই । ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা । চলছে চাপানউতোর । ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা ।

biplab
biplab
author img

By

Published : Feb 19, 2020, 2:35 AM IST

Updated : Feb 19, 2020, 4:26 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : নতুন ফরাক্কা ব্রিজের অংশ ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । রাজ্য সরকারের দিকে অভিযোগের তির বিরোধীদের । প্রশ্ন তুলছে বাম দলগুলি, অভিযোগ রয়েছে BJP-র । এই প্রসঙ্গে CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ''যে ব্রিজ তৈরি করতে যাচ্ছে সেই ব্রিজই ভাঙছে । কোরোনা আতঙ্কের মতো আমাদের ব্রিজ আতঙ্ক চলছে । BJP-র বিধায়ক মনোজ টিগ্গা বলেন এই ধরনের ঘটনা তদন্তসাপেক্ষ ।''

17 ফেব্রুয়ারি নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের 1 এবং 2 নম্বর পিলারের মাঝের গার্ডার লাগানোর সময় অংশটি ভেঙে পড়ে । দুই ইঞ্জিনিয়ারসহ মৃত্যু হয়েছে মোট তিনজনের । জখম অনেকেই । ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা । চলছে চাপানউতোর । ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা ।

CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, "চিনে কোরোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে মানুষ । আমাদের রাজ্যে চলছে ব্রিজ আতঙ্ক । একটার পর একটা ব্রিজ ভাঙছে । যে ব্রিজ তৈরি করতে যাচ্ছে সেই ব্রিজই ভাঙছে । ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে তা ভাঙছে । ওয়াটার ট্যাঙ্ক যিনি তৈরি করেছেন তিনি 12 কোটি টাকার নতুন অর্ডার পাচ্ছেন । কেন্দ্র ও রাজ্য সরকার এক । তাদের পূর্ব পরিকল্পিত আলাপ-আলোচনা রয়েছে । দুটোই অপদার্থ সরকার । এরা উন্নয়ন খরচের থেকে কাটমানি বেশি তোলে ।"

BJP বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "এই ঘটনায় যারা দায়ি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি । কেন্দ্রীয় সরকারের রাস্তা হলেও মনিটরিংয়ের দায়িত্ব থাকে রাজ্য সরকারের । রাজ্য সরকার মনিটরিং করেছে কি না সবকিছু তদন্তসাপেক্ষ ।"

কলকাতা, 19 ফেব্রুয়ারি : নতুন ফরাক্কা ব্রিজের অংশ ভাঙাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । রাজ্য সরকারের দিকে অভিযোগের তির বিরোধীদের । প্রশ্ন তুলছে বাম দলগুলি, অভিযোগ রয়েছে BJP-র । এই প্রসঙ্গে CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ''যে ব্রিজ তৈরি করতে যাচ্ছে সেই ব্রিজই ভাঙছে । কোরোনা আতঙ্কের মতো আমাদের ব্রিজ আতঙ্ক চলছে । BJP-র বিধায়ক মনোজ টিগ্গা বলেন এই ধরনের ঘটনা তদন্তসাপেক্ষ ।''

17 ফেব্রুয়ারি নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের 1 এবং 2 নম্বর পিলারের মাঝের গার্ডার লাগানোর সময় অংশটি ভেঙে পড়ে । দুই ইঞ্জিনিয়ারসহ মৃত্যু হয়েছে মোট তিনজনের । জখম অনেকেই । ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা । চলছে চাপানউতোর । ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা ।

CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, "চিনে কোরোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে মানুষ । আমাদের রাজ্যে চলছে ব্রিজ আতঙ্ক । একটার পর একটা ব্রিজ ভাঙছে । যে ব্রিজ তৈরি করতে যাচ্ছে সেই ব্রিজই ভাঙছে । ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে তা ভাঙছে । ওয়াটার ট্যাঙ্ক যিনি তৈরি করেছেন তিনি 12 কোটি টাকার নতুন অর্ডার পাচ্ছেন । কেন্দ্র ও রাজ্য সরকার এক । তাদের পূর্ব পরিকল্পিত আলাপ-আলোচনা রয়েছে । দুটোই অপদার্থ সরকার । এরা উন্নয়ন খরচের থেকে কাটমানি বেশি তোলে ।"

BJP বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "এই ঘটনায় যারা দায়ি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি । কেন্দ্রীয় সরকারের রাস্তা হলেও মনিটরিংয়ের দায়িত্ব থাকে রাজ্য সরকারের । রাজ্য সরকার মনিটরিং করেছে কি না সবকিছু তদন্তসাপেক্ষ ।"

Last Updated : Feb 19, 2020, 4:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.