ETV Bharat / state

Biman Banerjee: সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিনে বিরোধীদের গরহাজিরা নিয়ে উষ্মা বিমানের - সিদ্ধার্থশংকর রায়

সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিনে (SS Ray birth anniversary) বিধানসভায় বিরোধীদের গরহাজিরা নিয়ে উষ্মা প্রকাশ করলেন অধ্যক্ষ (Assembly speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)৷ আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর 102তম জন্মদিন ।

Opposition MLAs skip SS Ray birth anniversary celebration in Assembly; speaker angry
সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিনে বিরোধীদের গড়হাজিরা নিয়ে উষ্মা বিমানের
author img

By

Published : Oct 20, 2022, 5:11 PM IST

Updated : Oct 20, 2022, 6:34 PM IST

কলকাতা, 20 অক্টোবর: সিদ্ধার্থশংকর রায়ের জন্মবার্ষিকীতে (SS Ray birth anniversary) বিধানসভায় অনুপস্থিত বিরোধীরা । বৃহস্পতিবার তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর 102তম জন্মদিন । এই উপলক্ষে বিধানসভায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অধ্যক্ষ ।

প্রসঙ্গত, এখন বিরোধী দলকে রাজ্য বিধানসভার (Assembly speaker) আয়োজিত অধিকাংশ অনুষ্ঠানেই দেখতে পাওয়া যায় না । আগেও এই নিয়ে কখনও অধ্যক্ষকে, কখনও পরিষদীয় মন্ত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে । বৃহস্পতিবার আর একবার তারই পুনরাবৃত্তি দেখল রাজ্য বিধানসভা । এ দিন সেখানে বিজেপির প্রতিনিধিত্ব দেখতে না পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন অধ্যক্ষ ।

ঠিক কী বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ? তিনি বলেন, "সিদ্ধার্থশংকরের (Siddhartha Shankar Ray) জন্মদিনে কোনও বিরোধী দলই আগে এমনটা করেনি । বাম ও কংগ্রেসের প্রতিনিধি নেই, আমার খারাপ লাগছে । মানুষ তাদের উপর ভরসা রাখতে পারেনি । তাদের প্রতিনিধিত্ব থাকলে ভালো হত । গত বছর বিধানসভা ভোট হয়েছিল সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে । তা সত্ত্বেও বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি আসেননি বিধানসভায় । কিন্তু যাঁরা আছেন, তাঁরা কেন এলেন না বুঝতে পারছি না ।"

আরও পড়ুন: কটূ কথার প্রতিযোগিতা ভালো হচ্ছে না, নাম না করে তাপস-সুদীপ দ্বন্দ্ব নিয়ে সরব বিমান

এরপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, "আগেও যাঁরা বিরোধী ছিলেন তাঁদের সঙ্গে বিধানসভার অন্দরে আমাদের সঙ্গে অনেক মতপার্থক্য হয়েছে । তাঁরা আমার অনেক সিদ্ধান্ত মানতে পেরেছেন, আবার অনেক সিদ্ধান্ত মানতে পারেননি । তা বলে কাউকে শ্রদ্ধা ও সম্মান জানানোর অনুষ্ঠানে এ ভাবে অসহযোগিতা করেনি তারা । পরিষদীয় গণতন্ত্রে এটা চলে না ।"

সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিনে বিরোধীদের গরহাজিরা নিয়ে উষ্মা বিমানের

প্রসঙ্গত, জনতার রায়ে এই মুহূর্তে রাজ্য বিধানসভায় শূন্য বাম-কংগ্রেস ৷ কাজেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের আসার সম্ভাবনা ছিল না । কিন্তু যাঁরা আছেন অর্থাৎ বিরোধী বিধায়কেরা কেন এলেন না ? এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি যা বলেছেন তা নিয়ে কিছু বলতে চাই না । প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা আলাদা ভাবে শ্রদ্ধা জানিয়েছি । অধ্যক্ষের সঙ্গে শ্রদ্ধা না জানানোর পেছনেও একটা কারণ রয়েছে । আমাদের মনে হয়েছে শাসক এবং বিরোধী দুয়ের মধ্যে বৈষম্য করছেন তিনি । এই বৈষম্য যেদিন দূর হবে সেদিন আবার একসঙ্গে মাল্যদান করব আমরা ।"

কলকাতা, 20 অক্টোবর: সিদ্ধার্থশংকর রায়ের জন্মবার্ষিকীতে (SS Ray birth anniversary) বিধানসভায় অনুপস্থিত বিরোধীরা । বৃহস্পতিবার তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এদিন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর 102তম জন্মদিন । এই উপলক্ষে বিধানসভায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অধ্যক্ষ ।

প্রসঙ্গত, এখন বিরোধী দলকে রাজ্য বিধানসভার (Assembly speaker) আয়োজিত অধিকাংশ অনুষ্ঠানেই দেখতে পাওয়া যায় না । আগেও এই নিয়ে কখনও অধ্যক্ষকে, কখনও পরিষদীয় মন্ত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে । বৃহস্পতিবার আর একবার তারই পুনরাবৃত্তি দেখল রাজ্য বিধানসভা । এ দিন সেখানে বিজেপির প্রতিনিধিত্ব দেখতে না পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন অধ্যক্ষ ।

ঠিক কী বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ? তিনি বলেন, "সিদ্ধার্থশংকরের (Siddhartha Shankar Ray) জন্মদিনে কোনও বিরোধী দলই আগে এমনটা করেনি । বাম ও কংগ্রেসের প্রতিনিধি নেই, আমার খারাপ লাগছে । মানুষ তাদের উপর ভরসা রাখতে পারেনি । তাদের প্রতিনিধিত্ব থাকলে ভালো হত । গত বছর বিধানসভা ভোট হয়েছিল সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে । তা সত্ত্বেও বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি আসেননি বিধানসভায় । কিন্তু যাঁরা আছেন, তাঁরা কেন এলেন না বুঝতে পারছি না ।"

আরও পড়ুন: কটূ কথার প্রতিযোগিতা ভালো হচ্ছে না, নাম না করে তাপস-সুদীপ দ্বন্দ্ব নিয়ে সরব বিমান

এরপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, "আগেও যাঁরা বিরোধী ছিলেন তাঁদের সঙ্গে বিধানসভার অন্দরে আমাদের সঙ্গে অনেক মতপার্থক্য হয়েছে । তাঁরা আমার অনেক সিদ্ধান্ত মানতে পেরেছেন, আবার অনেক সিদ্ধান্ত মানতে পারেননি । তা বলে কাউকে শ্রদ্ধা ও সম্মান জানানোর অনুষ্ঠানে এ ভাবে অসহযোগিতা করেনি তারা । পরিষদীয় গণতন্ত্রে এটা চলে না ।"

সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিনে বিরোধীদের গরহাজিরা নিয়ে উষ্মা বিমানের

প্রসঙ্গত, জনতার রায়ে এই মুহূর্তে রাজ্য বিধানসভায় শূন্য বাম-কংগ্রেস ৷ কাজেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাদের আসার সম্ভাবনা ছিল না । কিন্তু যাঁরা আছেন অর্থাৎ বিরোধী বিধায়কেরা কেন এলেন না ? এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি যা বলেছেন তা নিয়ে কিছু বলতে চাই না । প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা আলাদা ভাবে শ্রদ্ধা জানিয়েছি । অধ্যক্ষের সঙ্গে শ্রদ্ধা না জানানোর পেছনেও একটা কারণ রয়েছে । আমাদের মনে হয়েছে শাসক এবং বিরোধী দুয়ের মধ্যে বৈষম্য করছেন তিনি । এই বৈষম্য যেদিন দূর হবে সেদিন আবার একসঙ্গে মাল্যদান করব আমরা ।"

Last Updated : Oct 20, 2022, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.