ETV Bharat / state

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিলে অতিরিক্ত আলো জ্বাললেন রাজ্যের বিরোধীরা - বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী

সকাল থেকেই রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর অবৈজ্ঞানিক বার্তা তাঁরা কেউই মানছেন না । প্রধানমন্ত্রীর 9 মিনিটের আলো নেভানোর বিষয়টি যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সে কথা জানিয়ে দেন রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের নেতারা ।

Breaking News
author img

By

Published : Apr 5, 2020, 11:33 PM IST

কলকাতা, 5 এপ্রিল: রাত ন'টা থেকে অতিরিক্ত আলো জ্বালিয়ে দেওয়া হলো রাজ্যের বিরোধী দলের নেতাদের বাড়িতে । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সহ রাজ্যের বিরোধী দলের নেতাদের বাড়িতে রাত ন'টা থেকে অতিরিক্ত আলো জ্বালানো হল ।

সকাল থেকেই রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর অবৈজ্ঞানিক বার্তা তাঁরা কেউই মানছেন না । প্রধানমন্ত্রীর 9 মিনিটের আলো নেভানোর বিষয়টি যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সে কথা জানিয়ে দেন রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের নেতারা । 1980 সালের আজকের দিনেই সিদ্ধান্ত হয়েছিল BJP-র জন্মদিনের । "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৌশলের মাধ্যমে দেশবাসীকে দিয়ে BJP-র 40তম বর্ষপূর্তি পালন করাচ্ছেন", এমনই মন্তব্য করেছেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, "প্রদীপ বা মোমবাতির আলো জ্বালিয়ে বিদ্যুতের আলো বন্ধ করে মূর্খের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী ।" এসব না করে কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের সবকটি রাজ্যকে অর্থ সাহায্য করার পরামর্শ দিয়েছেন তিনি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "যাঁদের ঘরে আলো নেই, তাঁরা আলো নেভাবেন কীভাবে ? আসলে দেশের সরকার মানুষের ঘরে আলো দিতে ব্যর্থ ।" দেশটাকে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।

কলকাতা, 5 এপ্রিল: রাত ন'টা থেকে অতিরিক্ত আলো জ্বালিয়ে দেওয়া হলো রাজ্যের বিরোধী দলের নেতাদের বাড়িতে । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সহ রাজ্যের বিরোধী দলের নেতাদের বাড়িতে রাত ন'টা থেকে অতিরিক্ত আলো জ্বালানো হল ।

সকাল থেকেই রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর অবৈজ্ঞানিক বার্তা তাঁরা কেউই মানছেন না । প্রধানমন্ত্রীর 9 মিনিটের আলো নেভানোর বিষয়টি যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, সে কথা জানিয়ে দেন রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের নেতারা । 1980 সালের আজকের দিনেই সিদ্ধান্ত হয়েছিল BJP-র জন্মদিনের । "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৌশলের মাধ্যমে দেশবাসীকে দিয়ে BJP-র 40তম বর্ষপূর্তি পালন করাচ্ছেন", এমনই মন্তব্য করেছেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, "প্রদীপ বা মোমবাতির আলো জ্বালিয়ে বিদ্যুতের আলো বন্ধ করে মূর্খের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী ।" এসব না করে কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশের সবকটি রাজ্যকে অর্থ সাহায্য করার পরামর্শ দিয়েছেন তিনি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "যাঁদের ঘরে আলো নেই, তাঁরা আলো নেভাবেন কীভাবে ? আসলে দেশের সরকার মানুষের ঘরে আলো দিতে ব্যর্থ ।" দেশটাকে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.