ETV Bharat / state

Onion Price Hike: বাজারে দাম ঊর্ধ্বমুখী, সুফল বাংলায় 55 টাকায় মিলছে পেঁয়াজ - সুফল বাংলা কাউন্টার

Onion Price in Sufal Bangla Stall: বাজারে গেলেই পেঁয়াজের ছ্যাঁকা ৷ মানুষকে স্বস্তি দিতে সুফল বাংলায় ভর্তুকিমূল্য 55 টাকায় পেঁয়াজ দিচ্ছে রাজ্য সরকার ৷

Onion Price
পেঁয়াজের দাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 3:15 PM IST

কলকাতা, 5 নভেম্বর: বাংলায় চলছে উৎসবের মরশুম । আগামী সপ্তাহেই কালীপুজো ৷ আর তারপরেই ভাতৃদ্বিতীয়া । এই অবস্থাতে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম । খোলাবাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার ৷ তবে দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের অধীনে থাকা সুফল বাংলা কাউন্টারগুলিতে 55 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গোটা রাজ্যে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 487টা সুফল বাংলা স্টল ৷ এই স্টলগুলিতেই সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে । এ বিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, প্রথম দিন অর্থাৎ শনিবারই সস্তায় পেঁয়াজ পেয়েছে গোটা রাজ্য ৷ এ দিন প্রায় 12000 পেঁয়াজের বিক্রি হয়েছে । গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে পেঁয়াজের দাম । এমতাবস্থায় যে সুফল বাংলা রাজ্যের মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করছে, তাতে কোনও সন্দেহ নেই ।

রাজ্যে সুফল বাংলা প্রকল্পের ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায় এই পেঁয়াজ বিক্রি নিয়ে যথেষ্ট আশাবাদী । তিনি বলেন, "পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম এখন শুধু বাংলার নয়, গোটা দেশের একটা জ্বলন্ত সমস্যা । এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্যা সমাধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সুফল বাংলা থেকে 55 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির । আর তাঁর নির্দেশকে প্রাধান্য দিয়ে প্রথম দিন 12 হাজার পেঁয়াজ বিক্রি হয়েছে । তবে এমনটা ভাবার কারণ নেই যে দু-একদিন পরিষেবা দিয়েই আগামিদিনে আবার দাম বেড়ে যাবে । আমাদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে । সেই মতো সুফল বাংলায় আমরা এই নির্দিষ্ট দামে পেঁয়াজ বিক্রিতে প্রস্তুত ।"

আরও পড়ুন: পেঁয়াজের দাম চড়তেই ময়দানে টাস্ক ফোর্স, শহরের একাধিক বাজারে পরিদর্শন

মূলত ভর্তুকি দিয়ে এই পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বাজারে একটা স্থিতাবস্থা তৈরি করার জন্য । সেই জায়গা থেকে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 5 নভেম্বর: বাংলায় চলছে উৎসবের মরশুম । আগামী সপ্তাহেই কালীপুজো ৷ আর তারপরেই ভাতৃদ্বিতীয়া । এই অবস্থাতে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম । খোলাবাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার ৷ তবে দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের অধীনে থাকা সুফল বাংলা কাউন্টারগুলিতে 55 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গোটা রাজ্যে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 487টা সুফল বাংলা স্টল ৷ এই স্টলগুলিতেই সরকার নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে । এ বিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, প্রথম দিন অর্থাৎ শনিবারই সস্তায় পেঁয়াজ পেয়েছে গোটা রাজ্য ৷ এ দিন প্রায় 12000 পেঁয়াজের বিক্রি হয়েছে । গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে পেঁয়াজের দাম । এমতাবস্থায় যে সুফল বাংলা রাজ্যের মানুষের জন্য সহায়ক ভূমিকা পালন করছে, তাতে কোনও সন্দেহ নেই ।

রাজ্যে সুফল বাংলা প্রকল্পের ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায় এই পেঁয়াজ বিক্রি নিয়ে যথেষ্ট আশাবাদী । তিনি বলেন, "পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম এখন শুধু বাংলার নয়, গোটা দেশের একটা জ্বলন্ত সমস্যা । এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্যা সমাধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সুফল বাংলা থেকে 55 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির । আর তাঁর নির্দেশকে প্রাধান্য দিয়ে প্রথম দিন 12 হাজার পেঁয়াজ বিক্রি হয়েছে । তবে এমনটা ভাবার কারণ নেই যে দু-একদিন পরিষেবা দিয়েই আগামিদিনে আবার দাম বেড়ে যাবে । আমাদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে । সেই মতো সুফল বাংলায় আমরা এই নির্দিষ্ট দামে পেঁয়াজ বিক্রিতে প্রস্তুত ।"

আরও পড়ুন: পেঁয়াজের দাম চড়তেই ময়দানে টাস্ক ফোর্স, শহরের একাধিক বাজারে পরিদর্শন

মূলত ভর্তুকি দিয়ে এই পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বাজারে একটা স্থিতাবস্থা তৈরি করার জন্য । সেই জায়গা থেকে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.