ETV Bharat / state

Partha Chatterjee: জেলে ধমক খেয়েছেন, এক বছরেও জামিন পেলেন না 'হেভিওয়েট' পার্থ

Partha Chatterjee One Year in Presidency Correctional Home: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর গ্রেফতারির এক বছর পূর্ণ হল আজ ৷ এই এক বছরে কতটা বদলাল ‘হেভিওয়েট’ পার্থর জীবন ? সেই নিয়েই এই বিশেষ প্রতিবেদন ৷

Partha Chatterjee ETV BHARAT
Partha Chatterjee
author img

By

Published : Jul 22, 2023, 7:02 PM IST

Updated : Jul 22, 2023, 10:59 PM IST

কলকাতা, 22 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়, এক বছর আগেও যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী ৷ আর এক বছর পর তিনি শুধুই মাত্র বিচারাধীন একজন বন্দি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা ৷ যাঁর বর্তমান ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ 2022 সালের 23 জুলাইয়ের ভোররাতে যাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ টানা 27 ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলেছিল নাকতলার বাড়িতে ৷ সঙ্গে চলেছিল চিরুনি তল্লাশি ৷

সেই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির আজ এক বছর হয়ে গেল ৷ গত বছর এই সময় দিনভর ইডি আধিকারিকদের প্রশ্নবাণে জেরবার হচ্ছিলেন তিনি ৷ আর তার কয়েকঘণ্টা পরেই 23 জুলাই ভোররাতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা ৷ সেই পার্থর জীবন এক বছরে আমূল বদলে গিয়েছে ৷ ছুটির দিনে বেলা করে ঘুম থেকে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের আজ সাতসকালে ঘুম ভাঙে ৷ গ্রেফতারির পর তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ৷ ভুবনেশ্বর এইএমসের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন 108 কেজি ৷ না-কমাতে পারলে সমূহ বিপদ !

এক বছরের বন্দিদশায় সেই ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন ৷ এর সময়ের মধ্যে অগণিতবার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আপত্তি এবং প্রভাবশালীর তত্ত্ব তাঁর জামিনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার ৷ তার উপর দোসর হয়েছিল, পার্থর সূত্র ধরে শিক্ষা দফতরের একের পর এক উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতারি এবং তৃণমূলের একাংশ শীর্ষনেতাদের বয়ান ৷ যা তদন্তকারীদের হাতে জামিনের বিরোধিতার অস্ত্র তুলে দেয় ৷

আরও পড়ুন: জেলবন্দি বিধায়কের ভোট বৈধ নয় ! পার্থদের বাইরে রেখেই রাজ্যসভা নির্বাচনের অংক সাজাচ্ছে তৃণমূল

প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রথমদিকে শৌচকর্মে সমস্যা হত পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শরীরের অত্যধিক ওজনের কারণে সংশোধনাগারের শৌচালয়ে বসতে পারতেন না তিনি ৷ তাই সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কোমডের আবদার করেছিলেন ৷ এমনকি আদালতেও এ নিয়ে আবেদন করেছিলেন ৷ যাতে সংশোধনাগারে তাঁকে একটি কোমডের ব্যবস্থা করে দেওয়া হয় ৷ এই সব তথ্য প্রকাশ্যে আসার পর রীতিমতো সমালোচনা শুরু হয়েছিল বিরোধী শিবিরে ৷ যার পরে জীবনযাপনে ঢের বদল এসেছে পার্থর ৷ কিন্তু, তাঁর বন্দিদশা থেকে মুক্তির এক বছরের অপেক্ষায় কোনও বদল আসেনি ৷

আরও পড়ুন: ছল ছল চোখে জেলের টিভিতেই তৃণমূলের মেগা ইভেন্ট দেখছেন 'হেভিওয়েট' পার্থ

উল্লেখ্য, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের বিলাসবহুল ফ্ল্যাট থেকে প্রায় 20 কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনা ও বিদেশিমুদ্রা বাজেয়াপ্ত করে ইডি ৷ সেই ঘটনায় অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি ৷ এর পর পার্থ এবং অর্পিতার সম্পর্ক নিয়ে নানান খবর রটতে থাকে ৷ এরই মধ্যে বেলঘড়িয়ার একটি ফ্ল্যাট থেকে ফের নগদ টাকা উদ্ধার হয় ৷ সেখানে 20 কোটি বেশি নগদ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ এমনকি শান্তিনিকেতন, বারুইপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে সম্পত্তির হদিশ পায় ইডি ৷ অর্পিতা মুখোপাধ্যায় বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারের আবাসিক ৷

কলকাতা, 22 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়, এক বছর আগেও যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী ৷ আর এক বছর পর তিনি শুধুই মাত্র বিচারাধীন একজন বন্দি ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা ৷ যাঁর বর্তমান ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ 2022 সালের 23 জুলাইয়ের ভোররাতে যাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ টানা 27 ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলেছিল নাকতলার বাড়িতে ৷ সঙ্গে চলেছিল চিরুনি তল্লাশি ৷

সেই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির আজ এক বছর হয়ে গেল ৷ গত বছর এই সময় দিনভর ইডি আধিকারিকদের প্রশ্নবাণে জেরবার হচ্ছিলেন তিনি ৷ আর তার কয়েকঘণ্টা পরেই 23 জুলাই ভোররাতে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসাররা ৷ সেই পার্থর জীবন এক বছরে আমূল বদলে গিয়েছে ৷ ছুটির দিনে বেলা করে ঘুম থেকে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের আজ সাতসকালে ঘুম ভাঙে ৷ গ্রেফতারির পর তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ৷ ভুবনেশ্বর এইএমসের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন 108 কেজি ৷ না-কমাতে পারলে সমূহ বিপদ !

এক বছরের বন্দিদশায় সেই ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন ৷ এর সময়ের মধ্যে অগণিতবার জামিনের আবেদন করেছেন ৷ কিন্তু, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আপত্তি এবং প্রভাবশালীর তত্ত্ব তাঁর জামিনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার ৷ তার উপর দোসর হয়েছিল, পার্থর সূত্র ধরে শিক্ষা দফতরের একের পর এক উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতারি এবং তৃণমূলের একাংশ শীর্ষনেতাদের বয়ান ৷ যা তদন্তকারীদের হাতে জামিনের বিরোধিতার অস্ত্র তুলে দেয় ৷

আরও পড়ুন: জেলবন্দি বিধায়কের ভোট বৈধ নয় ! পার্থদের বাইরে রেখেই রাজ্যসভা নির্বাচনের অংক সাজাচ্ছে তৃণমূল

প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রথমদিকে শৌচকর্মে সমস্যা হত পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শরীরের অত্যধিক ওজনের কারণে সংশোধনাগারের শৌচালয়ে বসতে পারতেন না তিনি ৷ তাই সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কোমডের আবদার করেছিলেন ৷ এমনকি আদালতেও এ নিয়ে আবেদন করেছিলেন ৷ যাতে সংশোধনাগারে তাঁকে একটি কোমডের ব্যবস্থা করে দেওয়া হয় ৷ এই সব তথ্য প্রকাশ্যে আসার পর রীতিমতো সমালোচনা শুরু হয়েছিল বিরোধী শিবিরে ৷ যার পরে জীবনযাপনে ঢের বদল এসেছে পার্থর ৷ কিন্তু, তাঁর বন্দিদশা থেকে মুক্তির এক বছরের অপেক্ষায় কোনও বদল আসেনি ৷

আরও পড়ুন: ছল ছল চোখে জেলের টিভিতেই তৃণমূলের মেগা ইভেন্ট দেখছেন 'হেভিওয়েট' পার্থ

উল্লেখ্য, সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের বিলাসবহুল ফ্ল্যাট থেকে প্রায় 20 কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনা ও বিদেশিমুদ্রা বাজেয়াপ্ত করে ইডি ৷ সেই ঘটনায় অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি ৷ এর পর পার্থ এবং অর্পিতার সম্পর্ক নিয়ে নানান খবর রটতে থাকে ৷ এরই মধ্যে বেলঘড়িয়ার একটি ফ্ল্যাট থেকে ফের নগদ টাকা উদ্ধার হয় ৷ সেখানে 20 কোটি বেশি নগদ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা ৷ এমনকি শান্তিনিকেতন, বারুইপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে সম্পত্তির হদিশ পায় ইডি ৷ অর্পিতা মুখোপাধ্যায় বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারের আবাসিক ৷

Last Updated : Jul 22, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.