ETV Bharat / state

ম্যাজিক নয়, হল ট্র্যাজিক; গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর ম্যানড্রেক

ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান । নাম চঞ্চল লাহিড়ী ওরফে জাদুকর ম্যানড্রেক (40) ।

গঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর
author img

By

Published : Jun 16, 2019, 9:02 PM IST

Updated : Jun 17, 2019, 9:40 AM IST

হাওড়া, 16 জুন : গঙ্গার বুকে ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান । নাম চঞ্চল লাহিড়ী ওরফে জাদুকর ম্যানড্রেক (40) । জানা যায়, আজ তিনি তাঁর সঙ্গীদের নিয়ে লঞ্চে করে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে আসেন । সেখানেই হাত পা বেঁধে গঙ্গায় ঝাপ মারেন । এর কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় তলিয়ে যান ম্যানড্রেক । ঘটনার খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

এদিকে, আজ হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারার পরিকল্পনা ছিল চঞ্চলের । পুলিশের অনুমতি পাননি । তাই একটি লঞ্চ ভাড়া করে হাওড়া ব্রিজের কাছে আসেন । লোহার চেন দিয়ে হাত বাঁধেন । লক দেন । এই অবস্থায় লাফ দেন গঙ্গায় । লক খুলে সুস্থ অবস্থায় মিলেনিয়াম পার্কে ফিরে যাওয়ার কথা ছিল । কিন্তু, দীর্ঘক্ষণ পরেও তিনি ফিরছেন না দেখে, রিভার ট্র্যাফিক পুলিশ ও নর্থ পোর্ট থানার পুলিশের তরফে খোঁজাখুঁজি শুরু হয় । সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি । নর্থ পোর্ট থানার তরফে জানানো হয়েছে, অন্ধকারের কারণে তল্লাশি বন্ধ রাখা হয়েছে । কাল আলো ফুটলেই ফের তল্লাশি শুরু হবে ।

21 বছর আগে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মেরে খেলা দেখিয়েছিলেন চঞ্চল । তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "সেসময় বুলেট প্রুফ কাচের জারে চেন দিয়ে বাঁধা হয়েছিল । তারপর জার লক করে তা হাওড়া ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল । আমি মাত্র 29 সেকেন্ডে বেরিয়ে এসেছিলাম ।"

এই ধরনের স্টান্ট যে কতটা কঠিন তা চঞ্চলের বক্তব্য থেকেই পরিষ্কার । বলেছিলেন, "যদি আমি চাবি খুলে বেরিয়ে আসতে পারি, তাহলে সেটা ম্যাজিক । আর না বেরোতে পারলে তা ট্র্যাজিক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

চঞ্চলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকায় । দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই উৎকণ্ঠায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । চঞ্চলের মা উমা লাহিড়ী বলেন, "ছোটো থেকেই ম্যাজিক দেখিয়ে সকলের মনজয় করেছে ছেলে । গোটা দেশে ওর সুনাম ছড়িয়ে পড়েছে । আমার ছেলের সাথে বউমা ঋতা ও নাতি রুদ্রপ্রসাদও বিভিন্ন জায়গায় যেত । এর আগেও এমন অনেক ম্যাজিক দেখিয়েছে চঞ্চল । এমন দুর্ঘটনা ঘটে গেছে ভাবতে পারছি না ।"

চঞ্চলের প্রতিবেশী সুতপা লাহিড়ী বলেন, "উনি খুব মিশুকে । ওঁর জন্য আমাদের পাড়াকে অনেকেই ম্যাজিসিয়ানের পাড়া নামে চেনে ।" অন্য এক প্রতিবেশী সুদীপ ভাণ্ডারি বলেন, "দুর্ঘটনা যদি ঘটেই থাকে তবে পুলিশের উচিত দ্রুত উদ্ধারকাজ চালানো ।"

হাওড়া, 16 জুন : গঙ্গার বুকে ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান । নাম চঞ্চল লাহিড়ী ওরফে জাদুকর ম্যানড্রেক (40) । জানা যায়, আজ তিনি তাঁর সঙ্গীদের নিয়ে লঞ্চে করে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে আসেন । সেখানেই হাত পা বেঁধে গঙ্গায় ঝাপ মারেন । এর কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় তলিয়ে যান ম্যানড্রেক । ঘটনার খবর পেয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ও রিভার ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

এদিকে, আজ হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারার পরিকল্পনা ছিল চঞ্চলের । পুলিশের অনুমতি পাননি । তাই একটি লঞ্চ ভাড়া করে হাওড়া ব্রিজের কাছে আসেন । লোহার চেন দিয়ে হাত বাঁধেন । লক দেন । এই অবস্থায় লাফ দেন গঙ্গায় । লক খুলে সুস্থ অবস্থায় মিলেনিয়াম পার্কে ফিরে যাওয়ার কথা ছিল । কিন্তু, দীর্ঘক্ষণ পরেও তিনি ফিরছেন না দেখে, রিভার ট্র্যাফিক পুলিশ ও নর্থ পোর্ট থানার পুলিশের তরফে খোঁজাখুঁজি শুরু হয় । সন্ধ্যা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি । নর্থ পোর্ট থানার তরফে জানানো হয়েছে, অন্ধকারের কারণে তল্লাশি বন্ধ রাখা হয়েছে । কাল আলো ফুটলেই ফের তল্লাশি শুরু হবে ।

21 বছর আগে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মেরে খেলা দেখিয়েছিলেন চঞ্চল । তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "সেসময় বুলেট প্রুফ কাচের জারে চেন দিয়ে বাঁধা হয়েছিল । তারপর জার লক করে তা হাওড়া ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল । আমি মাত্র 29 সেকেন্ডে বেরিয়ে এসেছিলাম ।"

এই ধরনের স্টান্ট যে কতটা কঠিন তা চঞ্চলের বক্তব্য থেকেই পরিষ্কার । বলেছিলেন, "যদি আমি চাবি খুলে বেরিয়ে আসতে পারি, তাহলে সেটা ম্যাজিক । আর না বেরোতে পারলে তা ট্র্যাজিক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

চঞ্চলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকায় । দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই উৎকণ্ঠায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা । চঞ্চলের মা উমা লাহিড়ী বলেন, "ছোটো থেকেই ম্যাজিক দেখিয়ে সকলের মনজয় করেছে ছেলে । গোটা দেশে ওর সুনাম ছড়িয়ে পড়েছে । আমার ছেলের সাথে বউমা ঋতা ও নাতি রুদ্রপ্রসাদও বিভিন্ন জায়গায় যেত । এর আগেও এমন অনেক ম্যাজিক দেখিয়েছে চঞ্চল । এমন দুর্ঘটনা ঘটে গেছে ভাবতে পারছি না ।"

চঞ্চলের প্রতিবেশী সুতপা লাহিড়ী বলেন, "উনি খুব মিশুকে । ওঁর জন্য আমাদের পাড়াকে অনেকেই ম্যাজিসিয়ানের পাড়া নামে চেনে ।" অন্য এক প্রতিবেশী সুদীপ ভাণ্ডারি বলেন, "দুর্ঘটনা যদি ঘটেই থাকে তবে পুলিশের উচিত দ্রুত উদ্ধারকাজ চালানো ।"

Intro:গঙ্গার বুকে ম্যাজিক দেখতে গিয়ে তলিয়ে গেলেন এক ম্যাজিশিয়ান। আজ দুপুরে চঞ্চল লাহিড়ী ওরফে জাদুকর ম্যান্ডরেক তার বেশকিছু সঙ্গীকে সঙ্গে নিয়ে লঞ্চে চেপে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের দিকে আসেন। তারপর হাত পা বাঁধা অবস্থায় গঙ্গায় ঝাঁপ মারেন। কিছুক্ষনের মধ্যে সে তলিয়ে যায়। এরপরে নর্থ পোর্ট থানা ও রিভার ট্রাফিক পুলিশের কাছে খবর গেলে তারা তল্লাশি শুরু করে। বিকেল পর্যন্ত তল্লাশি চললেও তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের লোকজন ও তার সঙ্গীরা এবিষয়ে ক্যামেরার সামনা কিছু বলতে চান নি। তবে জানা গিয়েছে, এর আগেও সোনারপুরের বাসিন্দা চঞ্চলবাবু হেটে গঙ্গা নদী পার হওয়ার চেষ্টা করেন। যদিও তিনি সফল হন নি।Body:হConclusion:
Last Updated : Jun 17, 2019, 9:40 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.