ETV Bharat / state

Shoot out at Lake Town: লেকটাউনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু এক দমকলকর্মীর

দিনে দুপুরে লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লীতে চললো গুলি। এক দমকল কর্মীকে গুলি করে খুন দুষ্কৃতীদের। ঘটনার তদন্তে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 13, 2023, 8:33 PM IST

Updated : Jul 13, 2023, 8:49 PM IST

কলকাতা, 13 জুলাই: বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা ৷ লেকটাউনের গ্রিনপার্কের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ মৃতের নাম স্নেহাশিস রায় ৷ জানা গিয়েছে, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যখন ফিরছিলেন ওই ব্যক্তি, তখন তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরে তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পেশায় দমকল কর্মী ছিলেন ওই ব্যক্তি ৷

নিহতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে যথা সময়ে মেয়েকে নিয়ে অফিসে বেরোন স্নেহাশিস। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তাঁর স্বামী অফিসে গিয়েছিলেন। বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে তিনি অফিস থেকে বাড়ি ফিরে আসেন। মোটর সাইকেল থেকে মেয়েকে নামিয়ে দিলে সে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে ৷ এরপরেই দমকল কর্মী স্নেহাশিস রায়কে একা পেয়ে দুষ্কৃতীরা গুলি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বিকট আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁরা স্নেহাশিসকে পড়ে থাকতে দেখেন ৷ এরপর তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি বিশপ সরকার বলেন,"কে বা কারা কী উদ্দেশ্যে খুন করল তা পুলিশ তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্ত্রীকে।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ দমদম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত ৷ তিনি বলেন, " এই ধরণের ঘটনা অনভিপ্রেত ৷"

আরও পড়ুন: ভাঙড়ের চালতাবেড়িয়ায় আবার বোমা বিস্ফোরণ, জখম তিন

উল্লেখ্য, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, 2022 সালের জুন মাসে নাগেরবাজার এলাকার পুলিশ ফাঁড়ি নিকটবর্তী এলাকায় স্নেহাশিসের উপরে একবার হামলা হয়েছিল। তাঁকে গুলি ছুঁড়ে খুন করার চেষ্টা হয়েছিল। গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি। সেই ঘটনায় মামলা চলছে। প্রকাশ্য দিবালোকে দমকল কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লেকটাউনের গ্রিন পার্ক এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী ৷

কলকাতা, 13 জুলাই: বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা ৷ লেকটাউনের গ্রিনপার্কের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷ মৃতের নাম স্নেহাশিস রায় ৷ জানা গিয়েছে, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যখন ফিরছিলেন ওই ব্যক্তি, তখন তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এরপরে তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পেশায় দমকল কর্মী ছিলেন ওই ব্যক্তি ৷

নিহতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে যথা সময়ে মেয়েকে নিয়ে অফিসে বেরোন স্নেহাশিস। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তাঁর স্বামী অফিসে গিয়েছিলেন। বিকেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে তিনি অফিস থেকে বাড়ি ফিরে আসেন। মোটর সাইকেল থেকে মেয়েকে নামিয়ে দিলে সে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে ৷ এরপরেই দমকল কর্মী স্নেহাশিস রায়কে একা পেয়ে দুষ্কৃতীরা গুলি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই বিকট আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁরা স্নেহাশিসকে পড়ে থাকতে দেখেন ৷ এরপর তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি বিশপ সরকার বলেন,"কে বা কারা কী উদ্দেশ্যে খুন করল তা পুলিশ তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্ত্রীকে।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ দমদম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত ৷ তিনি বলেন, " এই ধরণের ঘটনা অনভিপ্রেত ৷"

আরও পড়ুন: ভাঙড়ের চালতাবেড়িয়ায় আবার বোমা বিস্ফোরণ, জখম তিন

উল্লেখ্য, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, 2022 সালের জুন মাসে নাগেরবাজার এলাকার পুলিশ ফাঁড়ি নিকটবর্তী এলাকায় স্নেহাশিসের উপরে একবার হামলা হয়েছিল। তাঁকে গুলি ছুঁড়ে খুন করার চেষ্টা হয়েছিল। গুলি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি। সেই ঘটনায় মামলা চলছে। প্রকাশ্য দিবালোকে দমকল কর্মীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে লেকটাউনের গ্রিন পার্ক এলাকায়। আতঙ্কিত এলাকাবাসী ৷

Last Updated : Jul 13, 2023, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.