কলকাতা, 11 জুলাই: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের ৷ গুরুতর আহত স্কুটিতে থাকা আরও এক আরোহী ৷ এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুর এলাকার কম্যান্ড হাসপাতাল এলাকায় ৷ প্রথামিকভাবে পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় স্কুটি চালানোর কারণেই এই দুর্ঘটনা ৷
দুর্ঘটনা প্রসঙ্গেই প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুটিতে করে দু'জন ব্যক্তি মদ্যপ অবস্থায় যাচ্ছিলেন ৷ তাঁরা চিড়িয়াখানার দিক থেকে আলিপুরের দিকে যাচ্ছিলেন ৷ স্কুটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল ৷ সেই সময়েই উলটো দিক থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি লরিতে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের ৷ গুরুতর জখম হন পিছনে থাকা আরোহী ৷
দুর্ঘটনার খবর পেয়েই উপস্থিত হয় আলিপুর থানার পুলিশ ৷ পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় জখম ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় ৷ দুর্ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ৷ তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি ৷ আলিপুর থানার পুলিশ গাড়ির রেজিস্ট্রেশন বুক দেখে পরিচয় জানার চেষ্টা করছে ৷ পাশাপাশি দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ ৷
আরও পড়ুন: বীরভূমে বাইক ও ডাম্পারের সংঘর্ষ, মৃত 3 যুবক
প্রসঙ্গত, সোমবারই বীরভূমের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে ৷ তাতেই প্রাণ হারান 3 যুবক ৷ ঘটনার পর থেকেই থমথমে এলাকা ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয় যান চলাচল ৷