ETV Bharat / state

আচমকা শারীরিক অবস্থার দ্রুত অবনতি, ID হাসপাতালে মৃত্যু কোরোনা রোগীর - covid 19

ID & BG হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে মধ্যমগ্রামের বাসিন্দা তথা COVID-19-এ আক্রান্ত 78 বছর বয়সি বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করানো হয়েছিল । তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিল না, স্থিতিশীলই ছিল । তবে গতকাল আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

aa
মৃত্যু
author img

By

Published : May 15, 2020, 9:30 AM IST

কলকাতা, 15 মে: COVID-19-এর একের পর এক রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে এতদিন বাড়ি ফিরেছেন । তবে, গতকাল আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না এক রোগীর । 78 বছর বয়সি এক বৃদ্ধা রোগীকে বাঁচানোর জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগও পেলেন না চিকিৎসকরা । মৃত এই রোগী মধ্যমগ্রামের বাসিন্দা । ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের ঘটনা ।

ID & BG হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে মধ্যমগ্রামের বাসিন্দা COVID-19-এ আক্রান্ত 78 বছর বয়সি বৃদ্ধাকে এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল । তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিল না, স্থিতিশীলই ছিল । তবে গতকাল আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, রোগীকে বাঁচানোর জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগও পাননি এখানকার চিকিৎসকরা । বেলেঘাটার এই হাসপাতালে এই প্রথম কোনও COVID-19 আক্রান্তের মৃত্যু হল । গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ এই রোগীর মৃত্যু হয় । কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বুধবার এই হাসপাতাল পরিদর্শনের পরে, এখানকার COVID-19-এর ব্যবস্থা পর্যালোচনার নিরিখে এই হাসপাতালকে প্রশংসা করেছে বলে জানা গেছে ।

গতকাল এই রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, এই রোগী ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যায় আক্রান্ত ছিলেন । রোগীর বেশি বয়সও একটি কারণ । সব মিলিয়ে আচমকা রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে । যার জেরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি । ডায়াবেটিসের কারণে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গেছে । রোগীর মৃত্যুর ঘটনায় এই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে কতজনকে কোয়ারানটিনে রাখা হবে, কতজনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে, এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । হাসপাতাল সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই হাসপাতালে 17জন COVID-19 রোগীর চিকিৎসা চলছে।

কলকাতা, 15 মে: COVID-19-এর একের পর এক রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে এতদিন বাড়ি ফিরেছেন । তবে, গতকাল আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না এক রোগীর । 78 বছর বয়সি এক বৃদ্ধা রোগীকে বাঁচানোর জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগও পেলেন না চিকিৎসকরা । মৃত এই রোগী মধ্যমগ্রামের বাসিন্দা । ইনফেকশাস ডিজ়িজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের ঘটনা ।

ID & BG হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগে মধ্যমগ্রামের বাসিন্দা COVID-19-এ আক্রান্ত 78 বছর বয়সি বৃদ্ধাকে এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল । তাঁর শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিল না, স্থিতিশীলই ছিল । তবে গতকাল আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, রোগীকে বাঁচানোর জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের সুযোগও পাননি এখানকার চিকিৎসকরা । বেলেঘাটার এই হাসপাতালে এই প্রথম কোনও COVID-19 আক্রান্তের মৃত্যু হল । গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ এই রোগীর মৃত্যু হয় । কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বুধবার এই হাসপাতাল পরিদর্শনের পরে, এখানকার COVID-19-এর ব্যবস্থা পর্যালোচনার নিরিখে এই হাসপাতালকে প্রশংসা করেছে বলে জানা গেছে ।

গতকাল এই রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, এই রোগী ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যায় আক্রান্ত ছিলেন । রোগীর বেশি বয়সও একটি কারণ । সব মিলিয়ে আচমকা রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে । যার জেরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি । ডায়াবেটিসের কারণে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গেছে । রোগীর মৃত্যুর ঘটনায় এই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে কতজনকে কোয়ারানটিনে রাখা হবে, কতজনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে, এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । হাসপাতাল সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই হাসপাতালে 17জন COVID-19 রোগীর চিকিৎসা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.