ETV Bharat / state

শিশুমৃত্যুকে কেন্দ্র করে বি সি রায় হাসপাতালে উত্তেজনা - B C roy

বি সি রায় হাসপাতালে শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।

মৃত শিশুটি
author img

By

Published : Mar 12, 2019, 2:20 PM IST

কলকাতা, ১২ মার্চ : এক শিশুরমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বি সি রায় হাসপাতালে। তার নাম অঙ্কন তরফদার। বয়স ৪ মাস। গতরাতের ঘটনা। শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে আরও পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে গতরাত দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ৫০-৬০ জনের একটি দল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার অঙ্কনকে জ্বর নিয়ে হাসপাতালে ভরতি করা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ICU -তে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে শিশুটিকে PICU-তে নিয়ে যাওয়া হয়। গতরাতে শিশুটির মৃত্যু হয়।

কলকাতা, ১২ মার্চ : এক শিশুরমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বি সি রায় হাসপাতালে। তার নাম অঙ্কন তরফদার। বয়স ৪ মাস। গতরাতের ঘটনা। শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে আরও পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুটির পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে গতরাত দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ৫০-৬০ জনের একটি দল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার অঙ্কনকে জ্বর নিয়ে হাসপাতালে ভরতি করা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ICU -তে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে শিশুটিকে PICU-তে নিয়ে যাওয়া হয়। গতরাতে শিশুটির মৃত্যু হয়।

Intro:কলকাতা, ১১ মার্চ: সাত সকালে ধূমায়িত চায়ের ভাঁড় হাতে তর্কের তুফান। শ্যামবাজারের দেশবন্ধু পার্ক ফি রোজ দেখে সেই ছবি। আবার মানিকতলা কিংবা শ্যামপুকুরের রক স্মৃতিমেদুর করে তোলে অনেককেই। উত্তর কলকাতার কৃষ্ঠির সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে যেন আড্ডা আর রকবাজি। আবার উত্তর কলকাতা বলতেই যেন বোঝায় বাগবাজার-আহিরীটোলার গঙ্গার ঘাট। হুগলি নদীর বহমানতার কুল কুল শব্দ যেন শুনিয়ে যায় কত শত ইতিহাস। ভিক্টোরিয়া রেড রোডে দর্শনার্থীর মনোরঞ্জন করে এক্কা গাড়িতে চড়েই ঘরে ফেরা রমজান মিঞারাও তো উত্তরেরই। রাজাবাজারের। উত্তর কলকাতাতেই রয়েছে বাঙালির গর্বের জোড়াসাঁকো।

উত্তর কলকাতার মানুষের জীবন কাহিনী, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে এবার শর্ট ফিল্ম তৈরি করতে চলেছে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের(DEO) দপ্তর। যেখানে থাকবে উত্তরের রকবাজি থেকে কলেজ স্ট্রিটের বইপাড়া, এক্কা গাড়ি থেকে ডেকার্স লেনের স্ট্রিট ফুড। ভাবছেন নির্বাচনের ভরা বাজারে নির্বাচন কমিশনের ভোট মেশিনারির অংশ হঠাৎ শর্ট ফিল্ম বানাতে ঝুকল কেন?


Body:উত্তর কলকাতা নির্বাচনী জেলার DEO দিব্যেন্দু সরকার জানিয়েছেন পরিকল্পনার কথা। আসলে স্বল্প দৈর্ঘ্যের এই ছবিগুলো তৈরি করা হবে ভোটার টানতে। দিব্যেন্দু বলেন, “ অন্যান্য অনেক জায়গা থেকে উত্তর কলকাতায় ভোটদানের প্রবণতা অনেকটাই কম। এ রাজ্যের আর পাঁচটা লোকসভা থেকে চরিত্রগতভাবে উত্তর কলকাতা অনেকটাই আলাদা। বিগত দিনে দেখা গেছে যেসব এলাকায় মানুষজন বসবাস করেন সেখানে ভোটদানের হার কিছুটা বেশি। আবার যে অংশগুলোকে অফিস কাছারি রয়েছে সেখানে ভোটদানের হার খুবই কম। আমরা চাইছি বেশি সংখ্যায় মানুষ ভোটের দিন বুথে আসুন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোট দানের কথা প্রচার করতেই ব্যবহার করা হবে ওই শর্ট ফিল্ম গুলি। এটি নিয়ে চলছে ভাবনাচিন্তা। আশা করি খুব শীঘ্রই বাস্তবে রূপ দেখতে পাবে এই ভাবনা।"

দিব্যেন্দু আরো বলেন, “শুধুই ভোটার টানা উদ্দেশ্য নয়। ঐতিহ্যের উত্তর কলকাতার নানা মুডকে ধরতে চাই আমরা।"


Conclusion:এমনিতে নির্বাচনের প্রস্তুতির দিক থেকে তৈরি উত্তর কলকাতা নির্বাচনী জেলা। সব ধরনের ট্রেনিং প্রায় শেষ। বিভিন্ন বিধানসভার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসাররা শুরু করে দিয়েছেন কাজ। এখন বাকি শুধুই ভোট কর্মীদের ট্রেনিং। এ বিষয়েও অভিনব ভাবনা রয়েছে DEO অফিসের। এর জন্য তৈরি করা হয়েছে একটি ওয়েব টিউটোরিয়াল। দিব্যেন্দু বলেন, “ আমরা প্রিসাইডিং অফিসারসহ অন্য ভোট কর্মীদের ট্রেনিংয়ের জন্য তৈরি করেছি একটি ওয়েব টিউটরিয়াল। যেটির মাধ্যমে একেবারে হাতে-কলমে দেখানোর হয়েছে পুরো প্রক্রিয়া। এই ওয়েব টিউটরিয়ালের ব্যবহার ভোট কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়নি এখনও পর্যন্ত। তবে তা করার চেষ্টা করছি। এই টিউটোরিয়াল ভোট কর্মীরা ছাড়াও যে কেউ ব্যবহার করতে পারবেন। অন্য জেলার ভোট কর্মীরাও এর মাধ্যমে পেয়ে যাবেন অনেক কিছু। আবার সাধারণ মানুষ যেন জানার আগ্রহ থাকলে এই ওয়েব টিউটরিয়াল থেকে জানতে পারবেন ভোট কর্মীদের দায়িত্ব সংক্রান্ত বিষয়। আমরা এটিকে মডেল হিসেবে গড়ে তুলতে চেয়েছি। আশা করি আমাদের চেষ্টা সফল হবে। ভবিষ্যতে এটিকে মডেল হিসেবে মেনে নেবে মোটা রাজ্য কিংবা দেশ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.