ETV Bharat / state

বড়বাজারে ফের উদ্ধার কোটি টাকা, ধৃত 1 - one arrested with 1 crore rupees from kolkata

বড় বাজার এলাকা থেকে উদ্ধার এক কোটি টাকা ।

উদ্ধার কোটি টাকা
author img

By

Published : Sep 10, 2019, 3:05 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের বড় অঙ্কের টাকা উদ্ধার হল শহরে । বড়বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে টাকা । এবার টাকার পরিমাণ এক কোটি । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে । পুলিশের সন্দেহ, ওই টাকা হাওয়ালার । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডে হানা দেয় পুলিশ । সেখানে আটক করা হয় সঞ্জিৎ সিং নামে এক ব্যক্তিকে । তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় এক কোটি টাকা । ওই টাকার উৎস সম্পর্কে তথ্য দিতে পারেনি সঞ্জিত । ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে । পুলিশের সন্দেহ, এই টাকা হাওয়ালার । ধৃতের বাড়ি বিহারের দানাপুরে ।

একের পর এক ধরপাকড় । মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় । কখনও আবার সেন্ট্রাল কলকাতার দুই-একটি জায়গায় । ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে । উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা । কিন্তু তারপরও হাওয়ালার কারবার বন্ধ হয়নি শহরে । নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । পাকিস্তান থেকে এদেশে নোট বাতিলের পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরমিয়ে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের । আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের বড় অঙ্কের টাকা উদ্ধার হল শহরে । বড়বাজার এলাকা থেকে উদ্ধার হয়েছে টাকা । এবার টাকার পরিমাণ এক কোটি । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে । পুলিশের সন্দেহ, ওই টাকা হাওয়ালার । ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডে হানা দেয় পুলিশ । সেখানে আটক করা হয় সঞ্জিৎ সিং নামে এক ব্যক্তিকে । তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় এক কোটি টাকা । ওই টাকার উৎস সম্পর্কে তথ্য দিতে পারেনি সঞ্জিত । ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে । পুলিশের সন্দেহ, এই টাকা হাওয়ালার । ধৃতের বাড়ি বিহারের দানাপুরে ।

একের পর এক ধরপাকড় । মূলত বড় বাজার, জোড়াসাঁকো, জোড়াবাগান এলাকায় । কখনও আবার সেন্ট্রাল কলকাতার দুই-একটি জায়গায় । ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে । উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা । কিন্তু তারপরও হাওয়ালার কারবার বন্ধ হয়নি শহরে । নোট বাতিলের পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার । কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয় । পাকিস্তান থেকে এদেশে নোট বাতিলের পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা । সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও । এই কারবার শহরে চলছে রমরমিয়ে । গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের । আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর ।

Intro:কলকাতা, ১০ সেপ্টেম্বর: ফের বড় অঙ্কের টাকা উদ্ধার শহরে। আবারও বড় বাজার এলাকা থেকে উদ্ধার হল টাকা। এবার অংকটা এক কোটি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পুলিশের সন্দেহ ওই টাকা হাওয়ালার। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।Body:পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে বড়বাজার থানা এলাকার স্ট্র্যান্ড রোডে হানা দেয় পুলিশ। সেখানে আটক করা হয় সঞ্জিৎ সিং নামে এক ব্যক্তিকে। তল্লাশি চালিয়ে তার কাছে উদ্ধার হয় এক কোটি টাকা। ওই টাকার উৎস কি সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি সঞ্জিত। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের সন্দেহ, এই টাকা হাওয়ালার। ধৃতের বাড়ি বিহারের দানাপুরে।
Conclusion:একের পর এক ধরপাকড়। মূলত বড় বাজার, জোঁড়াসাঁকো, জোড়াবাগান এলাকায়। কখনো-সখনো আবার সেন্ট্রাল কলকাতার দুই একটি জায়গায়। ধরপাকড়ে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। কিন্তু তার পরেও হাওয়ালা কারবার বন্ধ হয়নি শহরে। নোটবন্দির পর কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, ধসে গেছে হাওয়ালা কারবার। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA র রিপোর্ট বলছে, সেটা ঠিক নয়। পাকিস্তান থেকে এদেশে নোট বন্দির পরও হাওয়ালার মাধ্যমে ঢুকেছে বহু টাকা। সেই টাকার একটা বড় অংশ এসেছে কলকাতাতেও। এই কারবার শহরে চলছে রমরমিয়ে। গোয়েন্দাদের সন্দেহ, হাওয়ালার মাধ্যমে অর্থ জোগানো হচ্ছে জঙ্গিদের। আর তাই হাওয়ালা কারবারের উপর রাখা হচ্ছে কড়া নজর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.