ETV Bharat / state

ফের কোরোনার থাবা ভারতীয় জাদুঘরে

ইতিমধ্যেই কোরোনার সংক্রমণ রুখতে জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ হয়েছে একাধিকবার। গত কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক অর্থাৎ জাদুঘরের কর্মীদের মধ্যে সংক্রমণের কোনও খবর ছিল না। নতুন করে একজন চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জাদুঘরে।

author img

By

Published : Sep 28, 2020, 11:30 PM IST

Indian Museum
Indian Museum

কলকাতা, 28 সেপ্টেম্বর : আগামী মাসে ভারতীয় জাদুঘরের অফিস খোলার কথা ছিল । কিন্তু ফের নতুন করে এক কর্মীর কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় জাদুঘরের অফিস খোলার সময়। এর আগেও ভারতীয় জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে লাগাতার একের পর এক সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ভারতীয় জাদুঘরে। সংশ্লিষ্ট জওয়ানের মৃত্যুর পর ৩৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের কোরোনার সংক্রমণ হওয়ার খবর ৷

ইতিমধ্যেই কোরোনার সংক্রমণ রুখতে জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ হয়েছে একাধিকবার। গত কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক অর্থাৎ জাদুঘরের কর্মীদের মধ্যে সংক্রমণের কোন খবর ছিল না। নতুন করে একজন চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জাদুঘরে। সংশ্লিষ্ট কোরোনা আক্রান্ত মহিলাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। গত কয়েক দিন ধরে প্রবল বুকে ব‍্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন ওই মহিলা। এরপর তাঁর কোরোনা টেস্ট হয়। সংক্রমণের উপস্থিতি স্পষ্ট হয় ।

জাদুঘরের প্রদর্শনশালা সাময়িকভাবে বন্ধ। অফিস বন্ধ ছিল না। কেরোনার ভাইরাসের সংক্রমণ না থাকায় পালা করে অফিস করছিলেন কর্মীরা। এবার নতুন করে এক মহিলা কর্মীর সংক্রমণের ঘটনায় পিছিয়ে গিয়েছে সব রকম পরিকল্পনা। নতুন কর্মী নিয়োগ থেকে শুরু করে জাদুঘরের অভ্যন্তরীণ কাজ বিঘ্নিত হচ্ছে। জাদুঘর সংস্কারের কাজও বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে ফের ভারতীয় জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ হবে। কলকাতা পৌরনিগম, দমকলের সহযোগিতায় ফের সমগ্র ভবনটিকে জীবাণুমুক্ত করা হবে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 28 সেপ্টেম্বর : আগামী মাসে ভারতীয় জাদুঘরের অফিস খোলার কথা ছিল । কিন্তু ফের নতুন করে এক কর্মীর কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় জাদুঘরের অফিস খোলার সময়। এর আগেও ভারতীয় জাদুঘরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে লাগাতার একের পর এক সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ভারতীয় জাদুঘরে। সংশ্লিষ্ট জওয়ানের মৃত্যুর পর ৩৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের কোরোনার সংক্রমণ হওয়ার খবর ৷

ইতিমধ্যেই কোরোনার সংক্রমণ রুখতে জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ হয়েছে একাধিকবার। গত কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক অর্থাৎ জাদুঘরের কর্মীদের মধ্যে সংক্রমণের কোন খবর ছিল না। নতুন করে একজন চতুর্থ শ্রেণির কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে জাদুঘরে। সংশ্লিষ্ট কোরোনা আক্রান্ত মহিলাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। গত কয়েক দিন ধরে প্রবল বুকে ব‍্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন ওই মহিলা। এরপর তাঁর কোরোনা টেস্ট হয়। সংক্রমণের উপস্থিতি স্পষ্ট হয় ।

জাদুঘরের প্রদর্শনশালা সাময়িকভাবে বন্ধ। অফিস বন্ধ ছিল না। কেরোনার ভাইরাসের সংক্রমণ না থাকায় পালা করে অফিস করছিলেন কর্মীরা। এবার নতুন করে এক মহিলা কর্মীর সংক্রমণের ঘটনায় পিছিয়ে গিয়েছে সব রকম পরিকল্পনা। নতুন কর্মী নিয়োগ থেকে শুরু করে জাদুঘরের অভ্যন্তরীণ কাজ বিঘ্নিত হচ্ছে। জাদুঘর সংস্কারের কাজও বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে ফের ভারতীয় জাদুঘর জীবাণুমুক্ত করার কাজ হবে। কলকাতা পৌরনিগম, দমকলের সহযোগিতায় ফের সমগ্র ভবনটিকে জীবাণুমুক্ত করা হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.