ETV Bharat / state

লেকগার্ডেন্সে প্রতিবেশীর গায়ে ও মুখে থুতু, বৃদ্ধা ও ছেলের বিরুদ্ধে মামলা

author img

By

Published : Apr 22, 2020, 2:19 PM IST

ভিনরাজ্যের হওয়া সত্ত্বেও কলকাতায় থাকেন ব্যক্তি । তাই নিয়ে বচসা বাঁধে প্রতিবেশী বৃদ্ধা ও তার ছেলের সঙ্গে । তখনই ওই ব্যক্তির গায়ে ও মুখে বৃদ্ধা ও তার ছেলে থুতু দেয় বলে অভিযোগ ।

Lake Police Station
লেক থানা

কলকাতা, 22 এপ্রিল : লালারসের মাধ্যমে কোরোনা ভাইরাস ছড়ায় । তাই স্বরাষ্ট্রমন্ত্রক রাস্তায় থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বার বার । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তাঘাটে থুতু ফেলতে নিষেধ করেছেন । লকডাউনের প্রোটোকলের মধ্যেই বিষয়টিকে রাখা হয়েছে । কলকাতা পুলিশের তরফেও বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে । এরপরেও লেকগার্ডেন্সের একটি আবাসনের বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে প্রতিবেশীর গায়ে ও মুখে থুতু ছেটানোর অভিযোগ উঠল । ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ । তদন্ত শুরু করেছে লেক থানা ।

ভিনরাজ্যের বাসিন্দা । লেকগার্ডেন্সের একটি চারতলা আবাসনের ফ্ল্যাটে থাকেন গত 22 বছর ধরে । প্রতিবেশী বৃদ্ধা ও তাঁর ছেলের সঙ্গে তাঁর বনিবনা হয় না খুব একটা । লকডাউনের পর ছোটোখাটো অশান্তি লেগেই ছিল । রবিবার বচসা চরমে ওঠে । পুলিশের কাছে ওই বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । পুলিশকে ওই ব্যক্তি জানান, "লকডাউন চলার পর থেকেই নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য ওই বৃদ্ধা ও তাঁর ছেলে আমাকে বলতে থাকেন । কেন কলকাতায় আছি তা নিয়ে প্রশ্ন করেন । অথচ আমি ওই ফ্ল্যাটে 22 বছর ধরে আছি । পেশায় একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার । আমাকে বারবার একইভাবে কথা শোনাতে থাকায় প্রতিবাদ করি । তখনই মা ও ছেলে আমার মুখ ও গায়ে থুতু দেন । এই থুতুর মাধ্যমেই কোরোনা সংক্রমণ হতে পারে । ফলে আতঙ্কে রয়েছি ।

এই ঘটনার জেরে ওই বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লেক থানার পুলিশ । 269 নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

কলকাতা, 22 এপ্রিল : লালারসের মাধ্যমে কোরোনা ভাইরাস ছড়ায় । তাই স্বরাষ্ট্রমন্ত্রক রাস্তায় থুতু ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বার বার । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তাঘাটে থুতু ফেলতে নিষেধ করেছেন । লকডাউনের প্রোটোকলের মধ্যেই বিষয়টিকে রাখা হয়েছে । কলকাতা পুলিশের তরফেও বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে । এরপরেও লেকগার্ডেন্সের একটি আবাসনের বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে প্রতিবেশীর গায়ে ও মুখে থুতু ছেটানোর অভিযোগ উঠল । ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ । তদন্ত শুরু করেছে লেক থানা ।

ভিনরাজ্যের বাসিন্দা । লেকগার্ডেন্সের একটি চারতলা আবাসনের ফ্ল্যাটে থাকেন গত 22 বছর ধরে । প্রতিবেশী বৃদ্ধা ও তাঁর ছেলের সঙ্গে তাঁর বনিবনা হয় না খুব একটা । লকডাউনের পর ছোটোখাটো অশান্তি লেগেই ছিল । রবিবার বচসা চরমে ওঠে । পুলিশের কাছে ওই বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । পুলিশকে ওই ব্যক্তি জানান, "লকডাউন চলার পর থেকেই নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য ওই বৃদ্ধা ও তাঁর ছেলে আমাকে বলতে থাকেন । কেন কলকাতায় আছি তা নিয়ে প্রশ্ন করেন । অথচ আমি ওই ফ্ল্যাটে 22 বছর ধরে আছি । পেশায় একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার । আমাকে বারবার একইভাবে কথা শোনাতে থাকায় প্রতিবাদ করি । তখনই মা ও ছেলে আমার মুখ ও গায়ে থুতু দেন । এই থুতুর মাধ্যমেই কোরোনা সংক্রমণ হতে পারে । ফলে আতঙ্কে রয়েছি ।

এই ঘটনার জেরে ওই বৃদ্ধা ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লেক থানার পুলিশ । 269 নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.