কলকাতা, 2 মার্চ : সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হল মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট । বদলে ফেলা হল খোলনলচে । যুক্ত করা হল একাধিক অনলাইন পরিষেবা । নতুন আপডেটেড ওয়েবসাইটে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাওয়া পরিষেবাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য। এমনকি বদলে ফেলা হয়েছে ওয়েবসাইট অ্যাড্রেসও। সবমিলিয়ে এবার থেকে যে কোনও প্রয়োজনে আর মধ্যশিক্ষা পর্ষদের দফতরে ছুটতে হবে না প্রাক্তন বা বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষকে ।
ওয়েবসাইটের খোলনলচে বদলে ফেলা ও তার প্রয়োজনীতা নিয়ে ওয়েবসাইটে বার্তা দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ভারপ্রাপ্ত সচিব ও সহ-সচিব (প্রশাসন) পারমিতা রায়, সহ-সচিব (শিক্ষা) পার্থ কর্মকার ও সহ-সচিব (পরীক্ষা) মৌসুমি বন্দ্যোপাধ্যায় ভদ্র। কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, ‘‘এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পড়ুয়াদের সর্বপ্রথম কেরিয়ার লিপের জন্য ত্রুটিহীন বোর্ড পরীক্ষার ব্যবস্থা করা এবং গুণগত শিক্ষা দেওয়াতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আধুনিক সময়ে দ্রুতগতির জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পর্ষদ তার পুরনো ওয়েবসাইট আপডেট করার কথা ভেবেছে । যাতে সব তথ্য প্লেটে সাজিয়ে দেওয়া যায় এবং অনলাইন ডেলিভারির মতো দ্রুত পরিষেবা দেওয়া যায়।’’
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আগের স্ট্যাটিক ওয়েবসাইটিকে ডায়ানামিক করে তোলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সচিব পারমিতা রায় বলেন, ‘‘আমাদের লক্ষ্য মধ্যশিক্ষা পর্ষদের পরিষেবা এবং সমাধান সম্পর্কে সহজ উপায়ে আমাদের ভিজিটরদের জানানো ৷ তাদের নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী তথ্য খুঁজতে দেওয়া । নতুন ওয়েবসাইটটি ইন্টারাক্টিভ ৷ আমাদের সম্পর্কে, ভিশন এবং মিশন, মধ্যশিক্ষা পর্ষদের বিভাগ, পাঠ্যক্রম, মডেল প্রশ্নপত্র, মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশনা, সার্কুলার এবং মেমো, বিজ্ঞপ্তি এবং ঘোষণা, অ্যাপয়েন্টমেন্ট সেল এবং মধ্যশিক্ষা পর্ষদের পরিষেবা সম্পর্কে বেশি ভালো উপলব্ধি করতে দেয়।’’
বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস wbbse.wb.gov.in । সেখানে ঢুকলে সংশ্লিষ্ট যে কেউ মধ্যশিক্ষা পর্ষদের থেকে পাওয়া পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন । রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পিপিআর, পিপিএস, ডুপ্লিকেট, মাইগ্রেশন, কারেকশন, ভেরিফিকেশন, মাধ্যমিকের জন্য আরটিআই, বোর্ডের রেকগনিজেশন, পরীক্ষায় অতিরিক্ত সময় ইত্যাদি সকল পরিষেবার বিষয়ে তথ্য রয়েছে । যেখানে প্রযোজ্য সেখানে অনলাইন ফর্ম ফিলাপের লিঙ্কও দেওয়া হয়েছে। যেখান থেকে প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়ারা । তৈরি করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলির একটি ডাইরেক্টরি । যেখানে গিয়ে জ়োন, জেলা এবং সাব-ডিভিশন অনুযায়ী স্কুলের তালিকা খুঁজে পাবেন ইচ্ছুকরা ।
প্রথম ধাপে ওয়েবসাইটটিকে নতুন চেহারা দেওয়া ও বিভিন্ন তথ্য সহজেই জানতে পারার সুবিধা দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে ধীরে ধীরে বিভিন্ন অনলাইন পরিষেবা যুক্ত করা হবে। পারমিতা রায় বলেন, ‘‘আমাদের লক্ষ্য পরিষেবাগুলিকে অফলাইন থেকে অনলাইনে আপগ্রেড করা । এখনও পর্যন্ত যে কোনও আবেদন তা পিপিআর, পিপিএস, আরটিআই হোক বা রেকর্ড সংশোধন, ভেরিফিকেশন, ডুপ্লিকেট হোক বা বোর্ড পরীক্ষার জন্য পড়ুয়াদের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট হোক, সবই ম্যানুয়ালি হত । আবেদনকারীদের নিজে বা স্কুলের মাধ্যমে পর্ষদের অফিসে আসতে হত ৷ এমনকি ফি জমা করতে এবং পরিষেবা পেতে অপেক্ষা করতে হত । এবার থেকে যে কেউ পোর্টালে দেওয়া পরিষেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ অনলাইনে ফি জমা দেওয়া যাবে এবং কয়েকটি বাদে বেশিরভাগ পরিষেবা অনলাইনে হবে।’’
আরও পড়ুন : জুন মাসে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
পরের ধাপে অনলাইনে পড়ুয়াদের রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট, শিক্ষকদের তথ্য অনলাইনে আপলোড করা ৷ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের অনলাইন রিভিউ এবং স্ক্রুটিনি, অনলাইনে আরটিআই-র আবেদন, রেকর্ড সংশোধনের জন্য অনলাইন আবেদন, ডুপ্লিকেট রেকর্ড, মাইগ্রেশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপশন ইশু করার মতো একাধিক অনলাইন আবেদনের পরিষেবা চালু করা হবে ৷ এ ছাড়াও আরও বহু পরিষেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের । শিক্ষক ও পড়ুয়াদের থেকে পরামর্শ, ফিডব্যাকও চাওয়া হয়েছে পর্ষদের তরফে । বল হয়েছে, পরামর্শ, ফিডব্যাক বা সমালোচনামূলক মূল্যায়ণের জন্য তাঁরা চাইলে ই-মেইল করতে পারে পর্ষদকে ।