কলকাতা, 3 জানুয়ারি : পথ নিরাপত্তায় কিছুটা হলেও উন্নতি হয়েছে । 2018 সালের তুলনায় 2019-এ পথ দুর্ঘটনা কমেছে কলকাতায় । কমেছে মৃত্যুর সংখ্যাও । আপাতত সেকথাই বলছে কলকাতা পুলিশের পরিসংখ্যান । তবে 2019-এ পথচারীদের মৃত্যু ও বাস দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ।
2018 সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 294 জনের । সেখানে 2019 সালে মৃত্যু হয়েছে 267 জনের । সংখ্যাটা একটু কমেছে । পরিসংখ্যান বলছে, শুধুমাত্র বাস দুর্ঘটনায় আহত এবং মৃতের সংখ্যা বেড়েছে আগের তুলনায় । 2018 সালে বাস দুর্ঘটনায় আহত এবং মৃতের সংখ্যা ছিল 470 । সেখানে এবার সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 497 -এ । এই বিষয়টি ভাবাচ্ছে কলকাতা পুলিশকে । পাশাপাশি, 2018 সালের তুলনায় দুর্ঘটনার কবলে পড়া পথচারীর সংখ্যা কিছুটা বেড়েছে 2019 সালে । 2018 সালে পথচারীর মৃত্যু সংখ্যা ছিল 146, সেটা 2019 সালে বের হয়েছে 151 । 2018 সালের তুলনায় 2019 সালে মানুষের হেলমেট পড়ার প্রবণতা অনেকটাই বেড়েছে । এটা সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সাফল্য বলে মনে করছেন পুলিশের একাংশ । 2018 সালে বিনা হেলমেটে মৃত্যুর সংখ্যা ছিল 50, 2019 এ সেটা কমে হয়েছে 20 । অন্যদিকে, 2018 সালে হেলমেট পরার পরও 32 জন বাইক আরোহীর মৃত্যু হয় । অন্যদিকে 38 জনের মৃত্যু হয়েছে 2019 সালে ।
কলকাতা পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার ধরন বিচার করে বেশ কিছু ব্লগস্পট চিহ্নিত করা হয়েছে । বাসন্তী হাইওয়ে সহ কয়েকটি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে । এই মুহূর্তে শহরে 25 টি ব্ল্যাক স্পট রয়েছে । লালবাজার সূত্রের খবর, সেই এলাকাগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি বাসের দুর্ঘটনা কমাতে বিশেষ ধরনের স্টিকার আনতে চলেছে পুলিশ । সেগুলি কলকাতা শহরে চলা সব বাসে লাগানো হবে বলে পুলিশ সূত্রে খবর । এই বিষয়ে, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে বলেন, " এবছর দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে । তবে, সব থেকে বেশি বাস দুর্ঘটনা ঘটেছে । সেটা নিয়ে কাজ করব আমরা ।"