ETV Bharat / state

পুজোর জন্য প্রস্তুত পরিবহন দপ্তর, চলবে অতিরিক্ত বাস

কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দুর্গাপুজোয় চলবে 1600 টি বাস । জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

পথে নামবে প্রায় 1600 বাস
author img

By

Published : Sep 17, 2019, 11:30 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : দুর্গাপুজোর সময় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় 1600টি বাস চালাবে পরিবহন দপ্তর । রাতেও চলবে অতিরিক্ত বাস ৷ জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গতকাল ময়দানে WBTC(ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর অফিসে "পুজো পরিক্রমা" বুকলেটটি প্রকাশ করেন পরিবহনমন্ত্রী । বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন । অনুষ্ঠানে ছিলেন পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যরা ।

শুভেন্দুবাবু বলেন, "বনেদিবাড়ির পুজো, গ্রামের পুজো, হেরিটেজ ট্রামে যাত্রা, জলপথে পুজো, জয়রামবাটি-কামারপুকুর দর্শন, সর্বজনীন পুজোর পাশাপাশি এবারের নতুন সংযোজন হুগলির বিশিষ্ট বাড়ির পুজো । সল্টলেক ও নিউটাউনের পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে । নিউটাউনের প্রবীণ নাগরিকদের আবাসন "স্নেহদিয়া"র প্রতিমাও এবার পুজো পরিক্রমায় দেখানো হবে ।"

এবার পরিবহন দপ্তর শহরের পাশাপাশি গ্রামের পুজো দেখানোরও আয়োজন করেছে । একটি টিকিটেই মিলবে দিনভর ঠাকুর দেখার সুযোগ । অনলাইনের পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন ডিপো, টার্মিনাস ও স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে টিকিট বুক করা যাবে ।

জেলায় কোথায় কোথায় পুজো পরিক্রমা-

দক্ষিণবঙ্গ পরিবহন নিগম পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, আরামবাগ ও ঝাড়গ্রামের বিভিন্ন পুজোমণ্ডপ দেখানো হবে । দুর্গাপুরে দামোদর ও কালনায় গঙ্গায় প্রতিমা নিরঞ্জন দেখানো হবে ।

পুজোর দিন ছাড়াও কলকাতা থেকে মাইথন, শান্তিনিকেতন, ঝারগ্রাম, দিঘা ও মুকুটমণিপুর যাওয়ার দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ।

কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও উত্তরবঙ্গের একাধিক শহরে বাস পরিষেবা বাড়ানো হয়েছে ।

পুজোর সময়ে গঙ্গায় ভেসেলের সংখ্যা বাড়ানো হবে । বেলুড়, দক্ষিণেশ্বর ও বাগবাজারে পর্যাপ্ত ভেসেল পরিষেবা থাকবে । কন্ট্রোলরুমের মাধ্যমে বিশেষ নজরদারি চালাবে পরিবহন দপ্তর ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : দুর্গাপুজোর সময় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় 1600টি বাস চালাবে পরিবহন দপ্তর । রাতেও চলবে অতিরিক্ত বাস ৷ জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গতকাল ময়দানে WBTC(ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এর অফিসে "পুজো পরিক্রমা" বুকলেটটি প্রকাশ করেন পরিবহনমন্ত্রী । বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন । অনুষ্ঠানে ছিলেন পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যরা ।

শুভেন্দুবাবু বলেন, "বনেদিবাড়ির পুজো, গ্রামের পুজো, হেরিটেজ ট্রামে যাত্রা, জলপথে পুজো, জয়রামবাটি-কামারপুকুর দর্শন, সর্বজনীন পুজোর পাশাপাশি এবারের নতুন সংযোজন হুগলির বিশিষ্ট বাড়ির পুজো । সল্টলেক ও নিউটাউনের পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে । নিউটাউনের প্রবীণ নাগরিকদের আবাসন "স্নেহদিয়া"র প্রতিমাও এবার পুজো পরিক্রমায় দেখানো হবে ।"

এবার পরিবহন দপ্তর শহরের পাশাপাশি গ্রামের পুজো দেখানোরও আয়োজন করেছে । একটি টিকিটেই মিলবে দিনভর ঠাকুর দেখার সুযোগ । অনলাইনের পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন ডিপো, টার্মিনাস ও স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে টিকিট বুক করা যাবে ।

জেলায় কোথায় কোথায় পুজো পরিক্রমা-

দক্ষিণবঙ্গ পরিবহন নিগম পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, আরামবাগ ও ঝাড়গ্রামের বিভিন্ন পুজোমণ্ডপ দেখানো হবে । দুর্গাপুরে দামোদর ও কালনায় গঙ্গায় প্রতিমা নিরঞ্জন দেখানো হবে ।

পুজোর দিন ছাড়াও কলকাতা থেকে মাইথন, শান্তিনিকেতন, ঝারগ্রাম, দিঘা ও মুকুটমণিপুর যাওয়ার দূরপাল্লার বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ।

কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও উত্তরবঙ্গের একাধিক শহরে বাস পরিষেবা বাড়ানো হয়েছে ।

পুজোর সময়ে গঙ্গায় ভেসেলের সংখ্যা বাড়ানো হবে । বেলুড়, দক্ষিণেশ্বর ও বাগবাজারে পর্যাপ্ত ভেসেল পরিষেবা থাকবে । কন্ট্রোলরুমের মাধ্যমে বিশেষ নজরদারি চালাবে পরিবহন দপ্তর ।

Intro:দুর্গা পুজো উপলক্ষে প্রায় 1600 বাস পথে নামবে।পাশাপাশি নাইট সার্ভিস বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে জানালো পরিবহন দপ্তর।




Body:প্রতিবছরের মতো পরিবহণ দফতরের উদ্যোগে দুর্গাপূজোর সময় একাধিক পরিক্রমা কর্মসূচীর আয়োজন করা হয়। এবারও পুজোয় যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার ময়দান টেন্টে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডাবলু বি ডি সি) অফিসে 'পুজো পরিক্রমা' বুকলেটটি প্রকাশ করার অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন।

মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যান্যরা।

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বনেদি পুজো, গ্রামের পুজো, হেরিটেজ ট্রামে যাত্রা, জলপথে পুজো, জয়রামবাটি-কামারপুকুর দর্শন সর্বজনীন পূজা এবং বিসর্জন দর্শন তো আছেই, এবারের নতুন সংযোজন হল হুগলির বিশিষ্ট বাড়ির পুজো। বেশ কিছু দ্রষ্টব্য স্থান জামিন টাকির ইছামতীতে রো রো ভেসেল নিরঞ্জন দেখা। আরও একটি নতুন উদ্যোগ হল সল্টলেক ও নিউটাউনের পুজো দেখা। নিউটাউনের প্রবীণ নাগরিকদের আবাসন 'স্নেহদিয়া'র প্রতিমা দেখান হবে।

এবার পরিবহন দপ্তর গ্রামের পুজো দেখানোর আয়োজন করেছে। এবার একটি টিকিট কেটেই সারাদিন পরিষেবা পাওয়া যাবে। অনলাইনের পাশাপাশি পরিসেবাগুলি শহর ও শহরতলীর বিভিন্ন ডিপো টার্মিনাস ও স্মার্ট কার্ড বুকিং কাউন্টারে পাওয়া যাবে।

এছাড়াও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি,আরামবাগ ও ঝারগ্রামের বিভিন্ন পুজো দেখানো হবে। এর সাথে দুর্গাপুরে দামোদর ও কালনায় গঙ্গায় নিরঞ্জন দেখানোর সুযোগ রয়েছে।

শুধু পুজোর দিনগুলিতেই নয় কলকাতা থেকে মাইথন, শান্তিনিকেতন, ঝারগ্রাম, দীঘা ও মুকুটমণিপুর যাওয়ার নিয়মিত দূরপাল্লার বাস পরিষেবা রয়েছে। এই পরিষেবাগুলির টিকিট অনলাইনে উপলব্ধ।

উত্তরবঙ্গ পরিবহণ নিগম কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও উত্তরবঙ্গের একাধিক শহরে বাস পরিষেবা বাড়ানো হয়েছে। পাশাপশি দার্জিলিং, ডুয়ার্স, সিকিম ও ভুটান ঘুরে আসার সুযোগ রয়েছে।




Conclusion:পূজোর দিনগুলি কথা মাথায় রেখে ভেসেলের সংখ্যাও বারানো হবে বকে জানান মন্ত্রী। বেলুড়, দক্ষিণেশ্বর ও বাগবাজারে পর্যাপ্ত পরিমাণে ভেসেল দেওয়া হচ্ছে। এছাড়াও পরিবহন দপ্তরের নিজস্ব কন্ট্রোলরুমের মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.