ETV Bharat / state

Amartya Sen on Solar Power: সৌর বিদ্যুৎ উৎপাদনে অবহেলা হয়েছে, এগিয়ে আছে চিন-বাংলাদেশ, মত অমর্ত্য সেনের

মঙ্গলবার প্রতীচী ট্রাস্টের উদ্যোগে অমর্ত্য সেন রিসার্চ সেন্টারে সৌর বিদ্যুৎ নিয়ে একটি অনুষ্ঠান হয় ৷ সেখানে নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) সৌর বিদ্যুৎ উৎপাদনে চিন ও বাংলাদেশকে এগিয়ে রাখলেন ৷

Amartya Sen on Solar Power
Amartya Sen on Solar Power
author img

By

Published : Jan 10, 2023, 7:58 PM IST

Updated : Jan 10, 2023, 8:43 PM IST

অমর্ত্য সেনের বক্তব্য

কলকাতা, 10 জানুয়ারি: সৌর বিদ্যুৎ উৎপাদনে চিন ও বাংলাদেশকে এগিয়ে রাখলেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) । তিনি বলেন, "সৌর বিদ্যুৎ (Solar Power) উৎপাদনে প্রথম থেকেই অবহেলা হয়েছে । আমরা পিছিয়ে আছি । এদিক থেকে অনেকটাই এগিয়ে চিন (China) এবং বাংলাদেশ (Bangladesh) ।" মঙ্গলবার প্রতীচী ট্রাস্টের উদ্যোগে অমর্ত্য সেন রিসার্চ সেন্টারে ‘সৌর বিদ্যুৎ ও ভারতের শক্তি বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় । যে আলোচনা অন্যতম বক্তা শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন । সেখানেই তিনি এই দাবি করেন ৷

এদিনের আলোচনা সভার প্রথম দিকে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি নিজেদের বক্তব্য পেশ করেন । সৌর শক্তির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিশ্লেষণ করেন । তারপরেই নিজের বক্তব্য রাখেন অমর্ত্য সেন । এদিন তিনি বলেন, "নানা দেশে ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম উৎপাদন হয় । সেই সুযোগ আমাদের নেই । তাতে দুঃখ করার কিছু নেই । আমাদের যা আছে, তা নিয়ে বিশাল কিছু করা যায় । সূর্যালোক নিয়েই অনেক কিছু করা যায় । যা প্রথম থেকেই অবহেলা হয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘বরং চিন প্রথম থেকেই সূর্যালোক নিয়ে নিজেদের কাজ শুরু করেছে । বাংলাদেশও কিছুটা । যে কারণে আমরা অনেকটাই পিছিয়ে । এখন আমাদের অনেক কিছুই করার আছে । তা নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন । কোন দেশ কি করছে তা দেখে অনুসরণ করতে হবে এমনটা নয় । বরং নতুন কী করা যায়, তা গবেষণা করা যেতে পারে ।"

অমর্ত্যবাবুর আরও বক্তব্য, "আমাদের দু’টো দিক আছে । একটা হল যে, গবেষণা করে আমাদের দেখতে হবে আমরা নতুন কী করতে পারি । অন্যদিকে, অন্যদের থেকে অনেক কিছু শেখার আছে । আমার খুব আশ্চর্য লেগেছিল, যখন শুনলাম চিনে প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া হয়েছে এবং আর্থিক সাহায্যও করা হয়েছে । এতে কী হল বিদ্যুতের দাম কমল ?’’

তিনি আরও বলেন, ‘‘চিনের খাতিরে আমাদের কিছুটা বিদ্যুতের দাম কমল । এতে আমাদের লজ্জার কিছু নেই । তেমনই আনন্দেরও কিছু নেই । কেন আমরা প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ তৈরি করতে পারব না, তা দেখতে হবে । পৃথিবীতে বৈজ্ঞানিক প্রগতি যে হয়েছে তার মধ্যে সর্বদাই মিশ্র প্রভাব রয়েছে । খানিকটা এক দেশে হল । আর খানিকটা সে দেশ থেকে জেনে অন্যরা উন্নতি করল । এভাবেই বিজ্ঞানের অগ্রগতি হয়েছে । এই ভাবেই আমাদের অগ্রগতি করা প্রয়োজন ।"

এরপরেই অমর্ত্য সেন বলেন, "প্রতিটি একটা ছোট প্রতিষ্ঠান । সেদিক থেকে আমাদের যদি ভাবতে হয়, তাহলে দেখতে হবে কার থেকে আমরা জ্ঞান পেতে পারি । কাদের থেকে খানিকটা জ্ঞান নিয়ে লাভবান হতে পারি । পৃথিবীর বৈজ্ঞানিক ইতিহাস সর্বদা এরকমই ।"

এদিনের আলোচনা সভায় সৌর বিদ্যুৎ নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং পরিবেশ কীভাবে ধ্বংস হচ্ছে, তা মোকাবিলায় নানা বক্তব্য এবং প্রশ্ন উঠে আসে । এই বিষয়ে বলতে গিয়ে স্মৃতিচারণা করেন অমর্ত্য সেন । ছোটবেলায় তিনি কলকাতায় সাইকেল চালিয়েছিলেন বলেও দাবি করেন । যা আজকের দিনে বন্ধ রয়েছে আইনি জটিলতার কারণে । পাশাপাশি বৈজ্ঞানিক প্রগতির নানাধারা নিয়েও তিনি নিজের মতামত রাখেন ।

আরও পড়ুন: বিভাজন-অসহিষ্ণুতা আর বেশি দিন নয়, দাবি অমর্ত্য সেনের

অমর্ত্য সেনের বক্তব্য

কলকাতা, 10 জানুয়ারি: সৌর বিদ্যুৎ উৎপাদনে চিন ও বাংলাদেশকে এগিয়ে রাখলেন নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) । তিনি বলেন, "সৌর বিদ্যুৎ (Solar Power) উৎপাদনে প্রথম থেকেই অবহেলা হয়েছে । আমরা পিছিয়ে আছি । এদিক থেকে অনেকটাই এগিয়ে চিন (China) এবং বাংলাদেশ (Bangladesh) ।" মঙ্গলবার প্রতীচী ট্রাস্টের উদ্যোগে অমর্ত্য সেন রিসার্চ সেন্টারে ‘সৌর বিদ্যুৎ ও ভারতের শক্তি বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় । যে আলোচনা অন্যতম বক্তা শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন । সেখানেই তিনি এই দাবি করেন ৷

এদিনের আলোচনা সভার প্রথম দিকে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি নিজেদের বক্তব্য পেশ করেন । সৌর শক্তির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিশ্লেষণ করেন । তারপরেই নিজের বক্তব্য রাখেন অমর্ত্য সেন । এদিন তিনি বলেন, "নানা দেশে ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম উৎপাদন হয় । সেই সুযোগ আমাদের নেই । তাতে দুঃখ করার কিছু নেই । আমাদের যা আছে, তা নিয়ে বিশাল কিছু করা যায় । সূর্যালোক নিয়েই অনেক কিছু করা যায় । যা প্রথম থেকেই অবহেলা হয়েছে ।’’

এর পর তাঁর সংযোজন, ‘‘বরং চিন প্রথম থেকেই সূর্যালোক নিয়ে নিজেদের কাজ শুরু করেছে । বাংলাদেশও কিছুটা । যে কারণে আমরা অনেকটাই পিছিয়ে । এখন আমাদের অনেক কিছুই করার আছে । তা নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন । কোন দেশ কি করছে তা দেখে অনুসরণ করতে হবে এমনটা নয় । বরং নতুন কী করা যায়, তা গবেষণা করা যেতে পারে ।"

অমর্ত্যবাবুর আরও বক্তব্য, "আমাদের দু’টো দিক আছে । একটা হল যে, গবেষণা করে আমাদের দেখতে হবে আমরা নতুন কী করতে পারি । অন্যদিকে, অন্যদের থেকে অনেক কিছু শেখার আছে । আমার খুব আশ্চর্য লেগেছিল, যখন শুনলাম চিনে প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া হয়েছে এবং আর্থিক সাহায্যও করা হয়েছে । এতে কী হল বিদ্যুতের দাম কমল ?’’

তিনি আরও বলেন, ‘‘চিনের খাতিরে আমাদের কিছুটা বিদ্যুতের দাম কমল । এতে আমাদের লজ্জার কিছু নেই । তেমনই আনন্দেরও কিছু নেই । কেন আমরা প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ তৈরি করতে পারব না, তা দেখতে হবে । পৃথিবীতে বৈজ্ঞানিক প্রগতি যে হয়েছে তার মধ্যে সর্বদাই মিশ্র প্রভাব রয়েছে । খানিকটা এক দেশে হল । আর খানিকটা সে দেশ থেকে জেনে অন্যরা উন্নতি করল । এভাবেই বিজ্ঞানের অগ্রগতি হয়েছে । এই ভাবেই আমাদের অগ্রগতি করা প্রয়োজন ।"

এরপরেই অমর্ত্য সেন বলেন, "প্রতিটি একটা ছোট প্রতিষ্ঠান । সেদিক থেকে আমাদের যদি ভাবতে হয়, তাহলে দেখতে হবে কার থেকে আমরা জ্ঞান পেতে পারি । কাদের থেকে খানিকটা জ্ঞান নিয়ে লাভবান হতে পারি । পৃথিবীর বৈজ্ঞানিক ইতিহাস সর্বদা এরকমই ।"

এদিনের আলোচনা সভায় সৌর বিদ্যুৎ নিয়ে আলোচনার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং পরিবেশ কীভাবে ধ্বংস হচ্ছে, তা মোকাবিলায় নানা বক্তব্য এবং প্রশ্ন উঠে আসে । এই বিষয়ে বলতে গিয়ে স্মৃতিচারণা করেন অমর্ত্য সেন । ছোটবেলায় তিনি কলকাতায় সাইকেল চালিয়েছিলেন বলেও দাবি করেন । যা আজকের দিনে বন্ধ রয়েছে আইনি জটিলতার কারণে । পাশাপাশি বৈজ্ঞানিক প্রগতির নানাধারা নিয়েও তিনি নিজের মতামত রাখেন ।

আরও পড়ুন: বিভাজন-অসহিষ্ণুতা আর বেশি দিন নয়, দাবি অমর্ত্য সেনের

Last Updated : Jan 10, 2023, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.