ETV Bharat / state

PPE কিটের বদলে রেইনকোট, মেডিকেলে পরিষেবা দেবেন না জুনিয়র ডাক্তাররা - করোনা

কোরোনার চিকিৎসায় PPE কিটের বদলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে রেইনকোট, অভিযোগ কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 27, 2020, 1:41 PM IST

কলকাতা, ২৭ মার্চ : নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এ কোনও আক্রান্তের চিকিৎসার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) কিটের বদলে রেইনকোট দেওয়া হচ্ছে । এমন অভিযোগ উঠেছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । সূত্রের খবর, বিষয়টি ইতিমধ্যেই তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন । তাঁদেরকে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ । তবে, এই কিট না দেওয়া হলে, COVID-19 আক্রান্ত অথবা, সন্দেহের রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা দেবেন না বলে সিদ্ধান্তে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা।

কোনও COVID-19 আক্রান্তের চিকিৎসার সময় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় PPE কিট ব‍্যবহার করা হয় । শুধুমাত্র তাই নয়, এই রোগের সন্দেহের রোগীদের চিকিৎসার সময়ও এই কিট ব্যবহারের কথা । সেখানেই ID&BG হাসপাতালের চিকিৎসকদের জন্য এই কিটের বদলে রেইন কোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে । তবে, শুধুমাত্র বেলেঘাটার এই হাসপাতাল নয়। কলকাতা সহ রাজ্যের অন্য হাসপাতালগুলিতেও PPE কিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে । এদিকে, COVID-19-এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । শীঘ্রই এখানে পরিষেবা চালু হওয়ার কথা । সূত্রের খবর , এই ধরনের পরিস্থিতির মধ্যে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে এখানকার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, PPE কিট দেওয়া না হলে তাঁরা পরিষেবা দেবেন না । এই বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " প্রপার প্রোটেকশনের ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।"

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে রেইন কোট এর বিষয়টি ঠিক নয় জানিয়ে তিনি বলেন, "এটা পলিথিন মেটেরিয়াল, রিইউজ় করা যাবে ।"

ছবি
PPE কিটের বদলে রেইনকোট

কিন্তু COVID-19 আক্রান্তদের যাঁরা চিকিৎসা করবেন, তাঁদের ক্ষেত্রে?

স্বাস্থ্য অধিকর্তা বলেন, " যাঁরা চিকিৎসা করতে যাবেন তাঁদেরকে PPE কিট দেওয়ার জন্য বা যেখানে যেখানে যেটা প্রয়োজন লাগবে, সব জায়গায় তার থেকে একটু বেশি দিচ্ছি আমরা ।" বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ছবি সহ ছড়িয়ে পড়ে যে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার সময়, চিকিৎসকদের সুরক্ষায় PPE কিটের বদলে দেওয়া হচ্ছে রেইনকোট । ছবিতে দেখা যায় এই রেইনকোটটিও ছেঁড়া-ফাটা রয়েছে । অন্য হাসপাতালগুলিতেও একই ধরনের অবস্থা বলে অভিযোগ উঠতে থাকে। পরিস্থিতি সামাল দিতে গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বেলেঘাটার ওই হাসপাতালে যান । তবে, শুধুমাত্র বেলেঘাটার এই হাসপাতালে নয়,অভিযোগ উঠছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না ।

এ দিকে, সূত্রের খবর, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্তে অনড় রয়েছেন । COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসা সময় তাঁদেরকে PPE কিট দেওয়া না হলে তাঁরা পরিষেবা দেবেন না । এই হাসপাতালে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার জন্য বৃহত্তর পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । আগামী শনিবার না হলেও সোমবারের মধ‍্যে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার জন্য পরিষেবা চালুর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে । শুধুমাত্র চিকিৎসকরা নন, COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের সকলের সুরক্ষার আদর্শ উপায় PPE কিটের ব‍্যবহার ।

এর পাশাপাশি COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবেন, তাঁদেরকে সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হয় । নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নির্দিষ্ট সময়ের কাজের শেষে এই সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখতে হয়। এ সব ব্যবস্থাও যাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকে, সূত্রের খবর, তা নিশ্চিতের জন্য দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ।

কলকাতা, ২৭ মার্চ : নভেল কোরোনা ভাইরাস ডিজিজ (COVID-19)-এ কোনও আক্রান্তের চিকিৎসার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) কিটের বদলে রেইনকোট দেওয়া হচ্ছে । এমন অভিযোগ উঠেছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । এই ধরনের পরিস্থিতির মধ্যে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । সূত্রের খবর, বিষয়টি ইতিমধ্যেই তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন । তাঁদেরকে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ । তবে, এই কিট না দেওয়া হলে, COVID-19 আক্রান্ত অথবা, সন্দেহের রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা দেবেন না বলে সিদ্ধান্তে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা।

কোনও COVID-19 আক্রান্তের চিকিৎসার সময় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় PPE কিট ব‍্যবহার করা হয় । শুধুমাত্র তাই নয়, এই রোগের সন্দেহের রোগীদের চিকিৎসার সময়ও এই কিট ব্যবহারের কথা । সেখানেই ID&BG হাসপাতালের চিকিৎসকদের জন্য এই কিটের বদলে রেইন কোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে । তবে, শুধুমাত্র বেলেঘাটার এই হাসপাতাল নয়। কলকাতা সহ রাজ্যের অন্য হাসপাতালগুলিতেও PPE কিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে । এদিকে, COVID-19-এ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । শীঘ্রই এখানে পরিষেবা চালু হওয়ার কথা । সূত্রের খবর , এই ধরনের পরিস্থিতির মধ্যে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে এখানকার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, PPE কিট দেওয়া না হলে তাঁরা পরিষেবা দেবেন না । এই বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " প্রপার প্রোটেকশনের ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।"

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে রেইন কোট এর বিষয়টি ঠিক নয় জানিয়ে তিনি বলেন, "এটা পলিথিন মেটেরিয়াল, রিইউজ় করা যাবে ।"

ছবি
PPE কিটের বদলে রেইনকোট

কিন্তু COVID-19 আক্রান্তদের যাঁরা চিকিৎসা করবেন, তাঁদের ক্ষেত্রে?

স্বাস্থ্য অধিকর্তা বলেন, " যাঁরা চিকিৎসা করতে যাবেন তাঁদেরকে PPE কিট দেওয়ার জন্য বা যেখানে যেখানে যেটা প্রয়োজন লাগবে, সব জায়গায় তার থেকে একটু বেশি দিচ্ছি আমরা ।" বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ছবি সহ ছড়িয়ে পড়ে যে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার সময়, চিকিৎসকদের সুরক্ষায় PPE কিটের বদলে দেওয়া হচ্ছে রেইনকোট । ছবিতে দেখা যায় এই রেইনকোটটিও ছেঁড়া-ফাটা রয়েছে । অন্য হাসপাতালগুলিতেও একই ধরনের অবস্থা বলে অভিযোগ উঠতে থাকে। পরিস্থিতি সামাল দিতে গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বেলেঘাটার ওই হাসপাতালে যান । তবে, শুধুমাত্র বেলেঘাটার এই হাসপাতালে নয়,অভিযোগ উঠছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না ।

এ দিকে, সূত্রের খবর, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্তে অনড় রয়েছেন । COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসা সময় তাঁদেরকে PPE কিট দেওয়া না হলে তাঁরা পরিষেবা দেবেন না । এই হাসপাতালে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার জন্য বৃহত্তর পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । আগামী শনিবার না হলেও সোমবারের মধ‍্যে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে COVID-19-এ আক্রান্তদের চিকিৎসার জন্য পরিষেবা চালুর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে । শুধুমাত্র চিকিৎসকরা নন, COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের সকলের সুরক্ষার আদর্শ উপায় PPE কিটের ব‍্যবহার ।

এর পাশাপাশি COVID-19-এ আক্রান্ত এবং সন্দেহের রোগীদের চিকিৎসার সঙ্গে যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যুক্ত থাকবেন, তাঁদেরকে সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হয় । নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নির্দিষ্ট সময়ের কাজের শেষে এই সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখতে হয়। এ সব ব্যবস্থাও যাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকে, সূত্রের খবর, তা নিশ্চিতের জন্য দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.