ETV Bharat / state

KMC on New Home: ফ্ল্যাট বা বাড়ির সিসি না হলে পজেশন নয়, নয়া আইনের ভাবনা কলকাতা পৌরনিগমের - no possession without cc of new flat or home

বিল্ডিং আইনে এবার কড়া হল কলকাতা পৌরনিগম ৷ সিসি না দেওয়া পর্যন্ত বাড়ি বা ফ্ল্যাটের পজেশন মিলবে না বলে জানিয়ে দিল পৌরনিগম ৷

Etv Bharat
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 19, 2023, 2:15 PM IST

কলকাতা, 19 জুন: কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনের সবটা মেনে নির্মাণ কাজ করলে আবেদন করার 15 দিনের মধ্যেই মিলবে সিসি বা কমপ্লেশন সার্টিফিকেট । তা অনলাইন মারফতই পাওয়া যাবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগমের অধীন বিল্ডিং বিভাগ । পাশাপশি এই সিসি যেমন না মিললে পাবে না পজেশন তেমনই আইনের ভাবনাচিন্তাও চলছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পৌরনিগমের ওয়েবসাইটে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের জন্য নকশা অনুমোদন হয় সেখানেই পাওয়া যাবে । কলকাতায় প্রায় এদিক ওদিক কান পাতলেই শোনা যায় বেআইনি নির্মাণের কথা । আর তার থেকে বড় বিষয় প্রোমোটারদের কৌশলে দুর্নীতি করা । যেমন কোনও ফ্ল্যাটের টাকা নিয়ে কাজ ধীরে করা । ক্রেতার উপর চাপ তৈরি হয় কারণ তিনি যেখানে থাকেন সেখানেও ভাড়া গুনতে হয় আবার ধার দেনা করে ফ্ল্যাট নিলেও ফ্ল্যাটে ঢুকতে পারেন না অথচ ধারের টাকা মেটাতে হয় । তাই অনেকেই ফ্ল্যাটের সিসি না নিয়েই ঢুকে পড়েন । আর সিসি ছাড়া ঢুকে ক্রেতারা সমস্যায় পড়েন । নানা আইনি জটিলতা তৈরি হয় ।

আরও পড়ুন: বাড়ছে কলকাতা পৌরনিগমের বিনোদন কর, বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়

তাই এবার থেকে যারা আইন মেনে সবটা করবে তাদের আবেদন করার মাত্র 15 দিনের মধ্যেই সিসি দিয়ে দেবে কলকাতা পৌরনিগম । পাশাপশি সিসি ছাড়া পজেশন দেওয়া যাবে না সেই আইনও আনছে । এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "আইন হয়ে গিয়েছে । বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বেআইনি নির্মাণ না করলে 15 দিনের মধ্যে সিসি পাবেন আবেদনকারী । না পেলেও কেন পেলেন না সেই বিষয় স্পষ্ট অনলাইনে উল্লেখ থাকবে । আমরা চেষ্টা করছি একটা আইন করার যেখানে সিসি না পেলে পজেশন দেওয়া যাবে না ।" উল্লেখ্য, সম্প্রতি বিল্ডিং সংক্রান্ত বেশ কিছু আইন সংশোধন হয়েছে । সিসি না নিলে বাড়ির নিকাশি বা পানীয় জলের সংযোগও দেওয়া যায় না ।

কলকাতা, 19 জুন: কলকাতা পৌরনিগমের বিল্ডিং আইনের সবটা মেনে নির্মাণ কাজ করলে আবেদন করার 15 দিনের মধ্যেই মিলবে সিসি বা কমপ্লেশন সার্টিফিকেট । তা অনলাইন মারফতই পাওয়া যাবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগমের অধীন বিল্ডিং বিভাগ । পাশাপশি এই সিসি যেমন না মিললে পাবে না পজেশন তেমনই আইনের ভাবনাচিন্তাও চলছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, পৌরনিগমের ওয়েবসাইটে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের জন্য নকশা অনুমোদন হয় সেখানেই পাওয়া যাবে । কলকাতায় প্রায় এদিক ওদিক কান পাতলেই শোনা যায় বেআইনি নির্মাণের কথা । আর তার থেকে বড় বিষয় প্রোমোটারদের কৌশলে দুর্নীতি করা । যেমন কোনও ফ্ল্যাটের টাকা নিয়ে কাজ ধীরে করা । ক্রেতার উপর চাপ তৈরি হয় কারণ তিনি যেখানে থাকেন সেখানেও ভাড়া গুনতে হয় আবার ধার দেনা করে ফ্ল্যাট নিলেও ফ্ল্যাটে ঢুকতে পারেন না অথচ ধারের টাকা মেটাতে হয় । তাই অনেকেই ফ্ল্যাটের সিসি না নিয়েই ঢুকে পড়েন । আর সিসি ছাড়া ঢুকে ক্রেতারা সমস্যায় পড়েন । নানা আইনি জটিলতা তৈরি হয় ।

আরও পড়ুন: বাড়ছে কলকাতা পৌরনিগমের বিনোদন কর, বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়

তাই এবার থেকে যারা আইন মেনে সবটা করবে তাদের আবেদন করার মাত্র 15 দিনের মধ্যেই সিসি দিয়ে দেবে কলকাতা পৌরনিগম । পাশাপশি সিসি ছাড়া পজেশন দেওয়া যাবে না সেই আইনও আনছে । এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, "আইন হয়ে গিয়েছে । বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বেআইনি নির্মাণ না করলে 15 দিনের মধ্যে সিসি পাবেন আবেদনকারী । না পেলেও কেন পেলেন না সেই বিষয় স্পষ্ট অনলাইনে উল্লেখ থাকবে । আমরা চেষ্টা করছি একটা আইন করার যেখানে সিসি না পেলে পজেশন দেওয়া যাবে না ।" উল্লেখ্য, সম্প্রতি বিল্ডিং সংক্রান্ত বেশ কিছু আইন সংশোধন হয়েছে । সিসি না নিলে বাড়ির নিকাশি বা পানীয় জলের সংযোগও দেওয়া যায় না ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.