ETV Bharat / state

শেষ দফায় রাজ্যে প্রচারের সময়সীমা কমাল নির্বাচন কমিশন - kolkata

কমিশনের তরফে জানানো হয়েছে, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ ও উত্তর কলকাতার কেন্দ্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলি কোনও রকম প্রচার চালাতে পারবেন না ।

ফাইল ফোটো
author img

By

Published : May 15, 2019, 8:00 PM IST

Updated : May 15, 2019, 10:42 PM IST

কলকাতা, 15 মে : আগামীকাল রাত 10 টার পর আর কোনও প্রচার করা যাবে না । এই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন । কমিশনের তরফে জানানো হয়েছে, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলি কোনও রকম প্রচার চালাতে পারবেন না ।

সাধারণত ভোট শুরু হওয়ার 48 ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ করতে হয় রাজনৈতিক দল ও প্রার্থীদের । এর আগের ছয়দফায় তাই হয়ে এসেছে । কিন্তু এক্ষেত্রে কমিশন সময়সীমা কমিয়ে দিল ।

কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ?

সংবিধানের 324 ধারা প্রয়োগ করে এই বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । সংবিধানের 324 ধারা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠভাবে ভোটপ্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব দিয়েছে । এবার লোকসভা ভোটে প্রথম থেকেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা । রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার 13 মে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন । তিনি পরিস্থিতি খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, "রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ সহ অন্যান্য কাজ ঠিকঠাক চললেও দেখা গেছে যে, অবাধ নির্বাচন করার ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পুলিশ অসহযোগিতা করছে । উপর থেকে দেখে সবকিছু ঠিক মনে হলেও সাধারণ ভোটরদের অনেকেই খোলাখুলি জানিয়েছেন তাঁরা আতঙ্কিত বোধ করছেন । "

এখনও পর্যন্ত রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে । এছাড়া বিরোধীদের অভিযোগ, গত ছয় দফার ভোটে রাজ্যের একাধিক জায়গায় শাসকদলের তরফে বুথ জ্যাম, ছাপ্পা ভোট হয়েছে । আরও অভিযোগ, ভোট চলাকালীন ভারতী ঘোষ, অর্জুন সিং সহ বিরোধী দলের একাধিক প্রার্থীকে হেনস্থা করা হয়েছে ।

গতকাল কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন কলেজ স্ট্রিটে তুমুল গোলমাল হয় । বাইক পোড়ানো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর, ইটবৃষ্টি ও পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । এরপরই আজ কমিশন 324 ধারা প্রয়োগ করে সপ্তম দফার নির্বাচনের আগে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয় । বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত এই প্রথম দেশে নির্বাচন কমিশন 324 ধারা প্রয়োগ করে ভোটের প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল ।

কলকাতা, 15 মে : আগামীকাল রাত 10 টার পর আর কোনও প্রচার করা যাবে না । এই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন । কমিশনের তরফে জানানো হয়েছে, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলি কোনও রকম প্রচার চালাতে পারবেন না ।

সাধারণত ভোট শুরু হওয়ার 48 ঘণ্টা আগে থেকে প্রচার বন্ধ করতে হয় রাজনৈতিক দল ও প্রার্থীদের । এর আগের ছয়দফায় তাই হয়ে এসেছে । কিন্তু এক্ষেত্রে কমিশন সময়সীমা কমিয়ে দিল ।

কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ?

সংবিধানের 324 ধারা প্রয়োগ করে এই বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । সংবিধানের 324 ধারা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠভাবে ভোটপ্রক্রিয়া পরিচালনা করার দায়িত্ব দিয়েছে । এবার লোকসভা ভোটে প্রথম থেকেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা । রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার 13 মে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন । তিনি পরিস্থিতি খতিয়ে দেখে যে রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে, "রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ সহ অন্যান্য কাজ ঠিকঠাক চললেও দেখা গেছে যে, অবাধ নির্বাচন করার ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পুলিশ অসহযোগিতা করছে । উপর থেকে দেখে সবকিছু ঠিক মনে হলেও সাধারণ ভোটরদের অনেকেই খোলাখুলি জানিয়েছেন তাঁরা আতঙ্কিত বোধ করছেন । "

এখনও পর্যন্ত রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে । এছাড়া বিরোধীদের অভিযোগ, গত ছয় দফার ভোটে রাজ্যের একাধিক জায়গায় শাসকদলের তরফে বুথ জ্যাম, ছাপ্পা ভোট হয়েছে । আরও অভিযোগ, ভোট চলাকালীন ভারতী ঘোষ, অর্জুন সিং সহ বিরোধী দলের একাধিক প্রার্থীকে হেনস্থা করা হয়েছে ।

গতকাল কলকাতায় অমিত শাহর রোড শো চলাকালীন কলেজ স্ট্রিটে তুমুল গোলমাল হয় । বাইক পোড়ানো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর, ইটবৃষ্টি ও পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । এরপরই আজ কমিশন 324 ধারা প্রয়োগ করে সপ্তম দফার নির্বাচনের আগে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়ার নির্দেশ দেয় । বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত এই প্রথম দেশে নির্বাচন কমিশন 324 ধারা প্রয়োগ করে ভোটের প্রচারের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল ।

WORLD CLIMATE EDUCATION
SOURCE: ASSOCIATED PRESS/VIDEO - MUST CREDIT MELISSA LAU
RESTRICTIONS: PART MELISSA LAU - MUST CREDIT; AP CLIENTS ONLY
LENGTH: 4:40
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Oakland, California - 8 May 2019
1. Various of student activists at climate change block party
2. SOUNDBITE (English) Angelika Foriano, youth climate activist:
"I don't want to live in a messed up planet when it's already really messed up right now."
3. SOUNDBITE (English) Santiago Preciado-Cruz, youth climate activist:
"I'm pretty worried about global warming because it doesn't seem that many people are doing anything."
ASSOCIATED PRESS
Archive: Kostolac, Serbia - 3 October 2018
4. Smoke coming out of chimney
5. Open pit mine near Kostolac power plant
6. Bulldozer on coal field  
ASSOCIATED PRESS
Archive: : Katowice, Poland - 5 December 2018
7. "Warszawa" former mine shaft, now an observation tower and part of the Silesian museum
8. Power plant chimneys between high-rise buildings
ASSOCIATED PRESS
Archive: Zenica, Bosnia - 2 June 2017
9. Various of the chimneys and flames of the "Mittal Steel" factory
ASSOCIATED PRESS
Archive: Northwest Passage, Canada - 21 July 2017
10. Wide of polar bear on ice flow, seen from Finnish icebreaker MSV Nordica
11. Wide of ice collapsing under weight of polar bear
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Durant, Mississippi - 23 October 2015
12. Still photo of old textbooks
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Dalton, Georgia - 25 April 2019
13. Medium of teacher in classroom
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
13 May 2019
14. Screen capture of Climate Literacy & Energy Awareness Network
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
13 May 2019
15. Screen capture of Google search
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Dalton, Georgia - 25 April 2019
16. Various tight shots of classroom materials
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
13 May 2019
17. Screen capture of OERB website
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Phoenix - 13 May 2019
18. Still of oil industry educational materials
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
13 May 2019
19. Screen capture of OERB website
VIDEO - MUST CREDIT MELISSA LAU
Piedmont, Oklahoma - 25 April 2019
20. SOUNDBITE (English) Melissa Lau, sixth-grade teacher:
"It's not pro-petroleum. It's not anti-petroleum. It does not definitely address climate change in any way. But it's just that it just shows that in a very positive light they even have a little cartoonish kind of mascot Petrol Pete. You get a little children's book that comes with that too."
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
13 May 2019
21. Screen capture images of OERB website
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Dalton, Georgia - 25 April 2019
22. Various of Sarah Ott teaching
23 Various of students in class
24. SOUNDBITE (English) Sarah Ott, eighth-grade physics teacher:
"If you were to just do a Google search I would say a lot of the stuff. It would be difficult to filter through that stuff. There is a lot of information worksheets materials out there that have been crafted specifically to misinform people."
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Oakland, California - 8 May 2019
25. Medium of students protesting
VIDEO - MUST CREDIT MELISSA LAU
Piedmont, Oklahoma - 25 April 2019
26. SOUNDBITE (English) Melissa Lau, Sixth-grade teacher:
"You have to make sure that you end with hope. You can't leave them feeling like all hope is lost. When people feel like all hope is lost then that leads to further inaction "
ASSOCIATED PRESS – AP CLIENTS ONLY
East Lansing, Michigan – 29 April 2019
27. Wide, medium and tight shot of professor Charles Anderson in his office.
28. SOUNDBITE (English) Professor Charles Anderson, Michigan State University:
"I don't think that climate change denial is the main problem. The problem that teachers face around this topic is that it's complicated, it's hard to teach, It's hard to learn and it's not part of the curriculum that they're accustomed to teaching."
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Oakland, California - 8 May 2019
29. Various of students protesting
ASSOCIATED PRESS
Archive : Rome, Italy  - 18 April 2019
30. Various of climate activist Greta Thunberg at protest
31. Various of protest
LEADIN
Teachers across the United States are struggling to find trustworthy materials to help them teach climate change.
There are materials produced by climate change doubters, lesson plans developed by the oil industry, and countless other sites with misleading or outdated information, but little in the way of balanced reading.
STORYLINE:
Teenagers in California protest against inaction on climate change.
However teachers across the United States say face challenges when looking for trustworthy materials to help them explain climate change to their students.
It's a chore for educators who often are learning about the topic alongside their students.
The Climate Literacy and Energy Awareness Network, funded by federal grants, reviewed more than 30,000 free online resources and found only 700 acceptable for use in schools.
Sarah Ott, who teaches physical science to eighth-graders in Dalton, Georgia, dedicates a section of her class to climate literacy.
"If you were to just do a google search I would say a lot of the stuff. It would be difficult to filter through that stuff. There is a lot of information worksheets materials out there that have been crafted specifically to misinform people," Ott explains.
Climate change education varies across states, and often from one classroom to the next.
Many teachers report that they shy away from the topic not only because of issues with materials but also the political sensitivities, and uncertainty over where to introduce an issue that crosses so many disciplines.
The Heartland Institute, an Illinois-based group that dismisses climate change, in 2017 sent thousands of science teachers copies of a book titled "Why Scientists Disagree About Global Warming".
The book, attributed to the group's Nongovernmental International Panel on Climate Change, misrepresents the near-universal consensus of scientists and the United Nations' Intergovernmental Panel on Climate Change that global warming is real and man-made.
Another resource, a set of six lesson plans on understanding climate change, is available online from the Canada-based Fraser Institute, which counts the Charles Koch Foundation among its financial supporters.
The lessons claim that mainstream climate scientists have made selective use of data and that it's a matter of debate whether human-generated carbon dioxide emissions have contributed to climate change, saying "the issues are far from settled."
Also vying for educators' attention are classroom-ready materials made available by the oil companies. ExxonMobil, Chevron, Shell and other companies have invested heavily in promoting science, technology, engineering and math education in K-12 schools.
Such materials are used widely to teach topics related to energy, but critics say they can mislead by not addressing the role of burning fossil fuels in global warming.
Melissa Lau, a sixth-grade teacher in Piedmont, Oklahoma, attended one of the training sessions put on regularly for teachers by the Oklahoma Energy Resource Bureau, which is funded by the oil and gas companies.
She kept the $50 stipend and the tub full of science equipment she got from the group but she threw away its illustrated lesson plans featuring the character "Petro Pete."
In a book available online, Petro Pete has a nightmare about everything that would be missing from his life if there were no petroleum products, from his toothbrush to his school bus.
A spokeswoman for the industry group, Dara McBee, said their materials align with Oklahoma standards, which do not reference climate change, and they are intended to supplement what students learn in school.
For teachers in cash-strapped schools, it can be hard to pass up the free handout materials.
The oil industry materials have the effect of pushing climate change to the periphery, Charles Anderson, a professor of science education at Michigan State University
However he says that lack of teacher training in this area is the main culprit.
"I don't think that climate change denial is the main problem. The problem that teachers face around this topic is that it's complicated, it's hard to teach, It's hard to learn and it's not part of the curriculum that they're accustomed to teaching."
Coordinated 'school strikes' have been held around the world, inspired by 16-year-old Swedish activist Greta Thunberg, who began holding solitary demonstrations outside the Swedish parliament last year.
Since then, the weekly protests have snowballed from a handful of cities to hundreds, fuelled by dramatic headlines about the impact of climate change during the students' lifetime.
Protests have taken place or are planned in cities in more than 100 countries, including Hong Kong, New Delhi, Wellington, New Zealand; and Oulu, Finland.
====
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com.
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : May 15, 2019, 10:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.