ETV Bharat / state

Nabanna on Strike: ধর্মঘট ব্যর্থ, ছাড় পাবেন না অনুপস্থিত কর্মীরা ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

সরকারি অফিসের কাজে কোনও প্রভাব ফেলেনি আজকের ধর্মঘট । প্রত্যেক দফতরেই 90 শতাংশের বেশি উপস্থিতি ছিল । যারা সঠিক কারণ ছাড়াই কামাই করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নবান্ন (No effect of Strike in attendance says Nabanna) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 10, 2023, 9:40 PM IST

কলকাতা, 10 মার্চ: 'ব্যর্থ সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট', বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন (Nabanna) । শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে বলা হয়েছে, সরকারি অফিসের কাজকর্মে আজকের ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি । এদিন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে হাজিরা ছিল 90 শতাংশ বা তার বেশি (No effect of Strike in attendance ) ।

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে যারা অনুপস্থিত ছিলেন তাঁদের বিরুদ্ধে সরকারি নির্দেশনামা অনুযায়ী কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার । এদিন হাজিরা নজরদারি করতে ঢোকা এবং বেরনো, দু'বার সইয়ের ব্যবস্থা করা হয়েছিল । দিনের শেষে জানা গিয়েছে, দফতর ভিত্তিতে এদিন গড়ে কর্মী উপস্থিতির হার ছিল 90 শতাংশ ।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের দফতরে ছিল 100 শতাংশ হাজিরা । স্বরাষ্ট্র দফতরে হাজিরা ছিল 95 শতাংশ, অর্থ দফতরের হাজিরা 90 শতাংশ, পর্যটনে হাজিরা ছিল 96.76 শতাংশ, কৃষিতে 94.2 শতাংশ, পঞ্চায়েতে 93.4 শতাংশ এবং স্বাস্থ্য দফতরে হাজিরা ছিল 82.21 শতাংশ ।

এদিকে একই সঙ্গে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশনামা অগ্রাহ্য করে এদিন যারা কাজে যোগ দেননি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ইতিমধ্যেই কারা এদিন ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন তা অনুসন্ধান শুরু হয়েছে বলে জানা গিয়েছে । কোন দফতরে কোন কর্মী শুক্রবার গরহাজির ছিলেন, তাঁদের নাম ও পদাধিকার-সহ তালিকা জমা দিতে হবে নবান্নে । এরপর পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের বেতন কাটা ও সার্ভিস ব্রেকের প্রক্রিয়া শুরু হবে ।

আরও পড়ুন: আটক ময়ূখ-দীপ্সিতা-সহ বামেদের ইয়ং ব্রিগেড, রাজ্য অচলের হুঁশিয়ারি এসএফআইয়ের

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের ধর্মঘট প্রসঙ্গে বলেন, "সরকারি কর্মচারীরা তাদের কাজ সম্পর্কে অনেক অবগত । ধর্মঘটের নাম করে উসকানি দেওয়া করা আদতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই করা হচ্ছে । আজ সরকারি কর্মচারীদের উপস্থিতি প্রমাণ করেছে তাদের ওয়ার্ক-কালচার তারা নষ্ট হতে দেননি । কেউ কেউ তাদের রাজনৈতিক এই কর্মসংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছেন । সরকারি কর্মচারীরা সেই ফাঁদে পা দেয়নি ।"

অন্যদিকে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে সরকারি কর্মচারী ইউনিয়নের ডাকে ধর্মঘট সফল হয়েছে । 60 শতাংশ সরকারি কর্মচারী এদিন কাজে যোগ দেয়নি । কাজে যোগ দিয়েও প্রচুর মানুষ এদিন পেনডাউন করে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে । যারা এই ধর্মঘটকে সফল করেছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ।

কলকাতা, 10 মার্চ: 'ব্যর্থ সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট', বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন (Nabanna) । শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে বলা হয়েছে, সরকারি অফিসের কাজকর্মে আজকের ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি । এদিন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে হাজিরা ছিল 90 শতাংশ বা তার বেশি (No effect of Strike in attendance ) ।

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে যারা অনুপস্থিত ছিলেন তাঁদের বিরুদ্ধে সরকারি নির্দেশনামা অনুযায়ী কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার । এদিন হাজিরা নজরদারি করতে ঢোকা এবং বেরনো, দু'বার সইয়ের ব্যবস্থা করা হয়েছিল । দিনের শেষে জানা গিয়েছে, দফতর ভিত্তিতে এদিন গড়ে কর্মী উপস্থিতির হার ছিল 90 শতাংশ ।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের দফতরে ছিল 100 শতাংশ হাজিরা । স্বরাষ্ট্র দফতরে হাজিরা ছিল 95 শতাংশ, অর্থ দফতরের হাজিরা 90 শতাংশ, পর্যটনে হাজিরা ছিল 96.76 শতাংশ, কৃষিতে 94.2 শতাংশ, পঞ্চায়েতে 93.4 শতাংশ এবং স্বাস্থ্য দফতরে হাজিরা ছিল 82.21 শতাংশ ।

এদিকে একই সঙ্গে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশনামা অগ্রাহ্য করে এদিন যারা কাজে যোগ দেননি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ইতিমধ্যেই কারা এদিন ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন তা অনুসন্ধান শুরু হয়েছে বলে জানা গিয়েছে । কোন দফতরে কোন কর্মী শুক্রবার গরহাজির ছিলেন, তাঁদের নাম ও পদাধিকার-সহ তালিকা জমা দিতে হবে নবান্নে । এরপর পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের বেতন কাটা ও সার্ভিস ব্রেকের প্রক্রিয়া শুরু হবে ।

আরও পড়ুন: আটক ময়ূখ-দীপ্সিতা-সহ বামেদের ইয়ং ব্রিগেড, রাজ্য অচলের হুঁশিয়ারি এসএফআইয়ের

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের ধর্মঘট প্রসঙ্গে বলেন, "সরকারি কর্মচারীরা তাদের কাজ সম্পর্কে অনেক অবগত । ধর্মঘটের নাম করে উসকানি দেওয়া করা আদতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই করা হচ্ছে । আজ সরকারি কর্মচারীদের উপস্থিতি প্রমাণ করেছে তাদের ওয়ার্ক-কালচার তারা নষ্ট হতে দেননি । কেউ কেউ তাদের রাজনৈতিক এই কর্মসংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছেন । সরকারি কর্মচারীরা সেই ফাঁদে পা দেয়নি ।"

অন্যদিকে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে সরকারি কর্মচারী ইউনিয়নের ডাকে ধর্মঘট সফল হয়েছে । 60 শতাংশ সরকারি কর্মচারী এদিন কাজে যোগ দেয়নি । কাজে যোগ দিয়েও প্রচুর মানুষ এদিন পেনডাউন করে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে । যারা এই ধর্মঘটকে সফল করেছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.