ETV Bharat / state

লকডাউন : পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ হবে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা - ভারতে করোনাভাইরাস

ছবি
ছবি
author img

By

Published : Apr 2, 2020, 10:39 AM IST

Updated : Apr 2, 2020, 5:52 PM IST

15:53 April 02

কলকাতা, 2 এপ্রিল : লকডাউনের আজ নবম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
ত্রাণের জন্য লম্বা লাইন আলিপুরদুয়ারে
  • কাঠফাটা রোদের থেকে বাঁচতে ঝুলি মাথায় নিয়েই আলিপুরদুয়ারে ত্রাণের লাইনে ঠায় দাঁড়িয়ে হাজার খানেক দুঃস্থ মানুষ ।

15:52 April 02

Lockdown
রেশন দোকান পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
  • রেশনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আসরে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বৃহস্পতিবার দুপুর থেকে নাটাবাড়ি এলাকার বিভিন্ন রেশনের দোকান ঘুরে দেখলেন তিনি ৷

15:26 April 02

  • তমলুকে কোরোনায় সংক্রমিত এক ব্যক্তি ৷ বড়বাজারে তার একটি পানের দোকান আছে ৷

13:32 April 02

  • দাসপুরের কোরোনা সংক্রমিত ব্যক্তিকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিল পাঁশকুড়ার এক যুবক ৷ এবার তাকেও পাঠানো হল আইসোলেশনে ৷

13:25 April 02

  • লকডাউনের জেরে বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত ৷

10:42 April 02

Lockdown
রাজ্যজুড়ে চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • দাসপুরের কোরোনা আক্রান্ত যুবকের বাবার শরীরে মিলল ভাইরাসের হদিস ৷ পাঠানো হতে পারে কলকাতায় ৷

10:40 April 02

Lockdwon
কোরোনা মোকাবিলায় 4 হাজার টাকা দান করল তিন খুদে
  • পকেট মানি বাঁচিয়ে ত্রান তহবিলে 4 হাজার টাকা তুলে দিল মধ্য কলকাতার তিন খুদে ৷
  • আজ প্রধানমন্ত্রীর ডাকা ভিডিয়ো কনফারেন্সে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷  প্রতিনিধিত্ব করবেন রাজ্যের মুখ্যসচিব ৷

10:29 April 02

Lockdown
ফরিদপুর কোয়ারান্টাইন কেন্দ্রে ভিনরাজ্যের শ্রমিকদের রাখতে বাধা
  • ফরিদপুরে 19 জন ভিনরাজ্যের শ্রমিককে কোয়ারান্টাইনে রাখতে বাধা স্থানীয়দের ৷ ঝাড়খণ্ডের ওই শ্রমিকদের দুর্গাপুরের কোয়ারেন্টাইন কেন্দ্রে আনা হল ।
  • লকডাউনের মাঝে বেআইনি মদ বিক্রি, চৌভাগায় গ্রেপ্তার 1 ৷
  • কোরোনা নিয়ে সচেতন করতে গিয়ে বেধড়ক মার খেল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পাঁচ পুলিশকর্মী ৷ ভাঙচুর করা হল তাদের গাড়িও ৷

15:53 April 02

কলকাতা, 2 এপ্রিল : লকডাউনের আজ নবম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

Lockdown
ত্রাণের জন্য লম্বা লাইন আলিপুরদুয়ারে
  • কাঠফাটা রোদের থেকে বাঁচতে ঝুলি মাথায় নিয়েই আলিপুরদুয়ারে ত্রাণের লাইনে ঠায় দাঁড়িয়ে হাজার খানেক দুঃস্থ মানুষ ।

15:52 April 02

Lockdown
রেশন দোকান পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
  • রেশনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আসরে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বৃহস্পতিবার দুপুর থেকে নাটাবাড়ি এলাকার বিভিন্ন রেশনের দোকান ঘুরে দেখলেন তিনি ৷

15:26 April 02

  • তমলুকে কোরোনায় সংক্রমিত এক ব্যক্তি ৷ বড়বাজারে তার একটি পানের দোকান আছে ৷

13:32 April 02

  • দাসপুরের কোরোনা সংক্রমিত ব্যক্তিকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিল পাঁশকুড়ার এক যুবক ৷ এবার তাকেও পাঠানো হল আইসোলেশনে ৷

13:25 April 02

  • লকডাউনের জেরে বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল ৩০ এপ্রিল পর্যন্ত ৷

10:42 April 02

Lockdown
রাজ্যজুড়ে চলছে সংক্রমণমুক্ত করার কাজ
  • দাসপুরের কোরোনা আক্রান্ত যুবকের বাবার শরীরে মিলল ভাইরাসের হদিস ৷ পাঠানো হতে পারে কলকাতায় ৷

10:40 April 02

Lockdwon
কোরোনা মোকাবিলায় 4 হাজার টাকা দান করল তিন খুদে
  • পকেট মানি বাঁচিয়ে ত্রান তহবিলে 4 হাজার টাকা তুলে দিল মধ্য কলকাতার তিন খুদে ৷
  • আজ প্রধানমন্ত্রীর ডাকা ভিডিয়ো কনফারেন্সে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷  প্রতিনিধিত্ব করবেন রাজ্যের মুখ্যসচিব ৷

10:29 April 02

Lockdown
ফরিদপুর কোয়ারান্টাইন কেন্দ্রে ভিনরাজ্যের শ্রমিকদের রাখতে বাধা
  • ফরিদপুরে 19 জন ভিনরাজ্যের শ্রমিককে কোয়ারান্টাইনে রাখতে বাধা স্থানীয়দের ৷ ঝাড়খণ্ডের ওই শ্রমিকদের দুর্গাপুরের কোয়ারেন্টাইন কেন্দ্রে আনা হল ।
  • লকডাউনের মাঝে বেআইনি মদ বিক্রি, চৌভাগায় গ্রেপ্তার 1 ৷
  • কোরোনা নিয়ে সচেতন করতে গিয়ে বেধড়ক মার খেল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পাঁচ পুলিশকর্মী ৷ ভাঙচুর করা হল তাদের গাড়িও ৷
Last Updated : Apr 2, 2020, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.