কলকাতা, 13 মার্চ : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় এবার সিআইডি-র কাছ থেকে তদন্তভার নিল এনআইএ। এতদিন ঘটনার তদন্ত সিআইডি করলেও তার সঙ্গে সহযোগিতা করছিল এনআইএ ৷ কিন্তু এবার ঘটনার পুরো তদন্তভার নিল এনআইএ ৷
গত মাসের 17 তারিখ ৷ রাত 9টা বেজে 45 মিনিট ৷ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণ হয় ৷ ঘটনায় গুরুতর জখম হন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। জাকিরের বাঁ পা এবং ডান হাতে গুরুতর আঘাত লাগে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷
আরও পড়ুন- নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএ
ঘটনার পর গ্রেপ্তার করা হয় 2 জনকে ৷ সূত্রের খবর, ওই ঘটনায় ধৃতরা একাধিকবার একাধিক সিমকার্ড ব্যবহার করেছিল। তাছাড়া তারা তাদের ফোন থেকে একাধিক নম্বরে কথা বলেছিল। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন সেই নম্বরগুলি সবকটাই বাংলাদেশের। ফলে বলাই চলে নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশ যোগ ছিল।
এখানেই শেষ নয় ৷ সূত্রের খবর, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে শত্রুতা ছিল জাকির হোসেনের৷ সেকথা স্বীকারও করেছে ধৃতরা ৷ কিন্তু কেন বাংলাদেশ যোগ তা জানার চেষ্টা করছে ৷
এতদিন ঘটনার তদন্ত সিআইডি করলেও তাদের সঙ্গে সহযোগিতা করেছে এনআইএ ৷ কিন্তু যেহেতু বাংলাদেশ জঙ্গি যোগ পাওয়া গেছে সেক্ষেত্রে সম্পূর্ণ তদন্তভার এনআইএ নিল ৷