ETV Bharat / state

যাত্রীদের সুবিধার্থে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নতুন গেট - কলকাতা মেট্রো

যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চালু করা হল দু'টি নতুন প্রবেশ ও বাহির গেট বা সারফেস গেট । যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার এই দু'টি গেটও খুলে দেওয়া হল । সম্প্রতি গেট দু'টিকে সংস্কার করা হয়েছে ।

সেন্ট্রাল মেট্রো স্টেশনে নতুন গেট
author img

By

Published : Nov 7, 2019, 5:57 AM IST

কলকাতা, 7 নভেম্বর : কলকাতা মেট্রোর 24টি স্টেশনের মধ্যে অন্যতম প্রধান এবং ব্যস্ত স্টেশন সেন্ট্রাল মেট্রো স্টেশন । এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন । তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চালু করা হল দু'টি নতুন প্রবেশ ও বাহির গেট বা সারফেস গেট ।

এই দুটি নতুন গেট হল- 3A ও 3B। গেট দু'টি আগে থেকে থাকলেও তা যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হত না । অন্যান্য গেট দিয়েই যাতায়াত করতে হত । তবে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার এই দু'টি গেটও খুলে দেওয়া হল । সম্প্রতি গেট দু'টিকে সংস্কার করা হয়েছে ।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বউবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ ও শিয়ালদাগামী যাত্রীদের এই দুটি গেট চালু হওয়ায় খুব সুবিধা হবে । সেন্ট্রাল মেট্রো স্টেশনে আরও চারটি প্রবেশ ও বাহির পথ রয়েছে । তবে এই এলাকায় হাসপাতাল, বাজার, স্কুল সহ বেশ অনেকগুলি অফিসও থাকায় এই নতুন গেট দু'টি সকালের ব্যস্ত সময়ে ভিড় সামাল দেবে ।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "সেন্ট্রালের যাত্রীরা বিভিন্ন সময়ে আমাদের কাছে জানিয়েছেন যে তাঁদের কাজের স্থানের দিকে গেট হলে তাঁদের পক্ষে সুবিধা হয় । এক্ষেত্রে তাঁদের বেশি হাঁটতে হবে না । তাই সবদিক বিবেচনা করে এই দু'টি গেট যাত্রীদের জন্য খুলে দেওয়া হল ।"

কলকাতা, 7 নভেম্বর : কলকাতা মেট্রোর 24টি স্টেশনের মধ্যে অন্যতম প্রধান এবং ব্যস্ত স্টেশন সেন্ট্রাল মেট্রো স্টেশন । এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন । তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চালু করা হল দু'টি নতুন প্রবেশ ও বাহির গেট বা সারফেস গেট ।

এই দুটি নতুন গেট হল- 3A ও 3B। গেট দু'টি আগে থেকে থাকলেও তা যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হত না । অন্যান্য গেট দিয়েই যাতায়াত করতে হত । তবে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার এই দু'টি গেটও খুলে দেওয়া হল । সম্প্রতি গেট দু'টিকে সংস্কার করা হয়েছে ।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বউবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ ও শিয়ালদাগামী যাত্রীদের এই দুটি গেট চালু হওয়ায় খুব সুবিধা হবে । সেন্ট্রাল মেট্রো স্টেশনে আরও চারটি প্রবেশ ও বাহির পথ রয়েছে । তবে এই এলাকায় হাসপাতাল, বাজার, স্কুল সহ বেশ অনেকগুলি অফিসও থাকায় এই নতুন গেট দু'টি সকালের ব্যস্ত সময়ে ভিড় সামাল দেবে ।

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "সেন্ট্রালের যাত্রীরা বিভিন্ন সময়ে আমাদের কাছে জানিয়েছেন যে তাঁদের কাজের স্থানের দিকে গেট হলে তাঁদের পক্ষে সুবিধা হয় । এক্ষেত্রে তাঁদের বেশি হাঁটতে হবে না । তাই সবদিক বিবেচনা করে এই দু'টি গেট যাত্রীদের জন্য খুলে দেওয়া হল ।"

Intro:কলকাতা মেট্রো 24 টি স্টেশন এর মধ্যে অন্যতম প্রধান এবং সবচেয়ে ব্যস্ত স্টেশন হলো সেন্ট্রাল মেট্রো স্টেশন। এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তাই যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সেন্ট্রাল মেট্রো স্টেশনে চালু করা হল দুটি নতুন প্রবেশ ও বাহির গেট বা সারফেস গেট।Body:এই দুটি নতুন গেট হল- 3A ও 3B। যদিও এই দুটি গেট আগের থেকেই ছিল, তবে গেট দুটি যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হত না। অন্যান্য গেট দিয়েই যাতায়াত করতে হত। তবে ধীরে ধীরে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এবার এই দুটি গেটও খুলে দেওয়া হল। সম্প্রতি গেটদুটিকে সংস্কার করা হয়েছে।

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে যে বউবাজার, সেন্ট্রাল এভিনিউ ও শিয়ালদাগামী যাত্রীদের এই দুটি গেট চালু হওয়ায় খুব সুবিধা হবে।

সেন্ট্রাল মেট্রো স্টেশনে আরও চারটি প্রবেশ ও বাহির পথ রয়েছে। তবে এই এলাকায় হাসপাতাল, বাজার, স্কুল সহ বেশ অনেকগুলি অফিসও আছে তাই আরও দুটি নতুন গেট সকালের ব্যস্ত সময় ভিড় সামাল দেবে। Conclusion:কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "সেন্ট্রালের যাত্রীরা বিভিন্ন সময়ে আমাদের কাছে জানিয়েছেন যে যাদের অন্যদিকে কাজের স্থান সেইসব দিকে গেট হলে তাঁদের পক্ষে সুবিধা। এক্ষেত্রে তাঁদের অনেকটা পথ হাঁটও হবে না। তাই সবদিক বিবেচনা করে এই দুটি গেট যাত্রীদের জন্য খুলে দেওয়া হল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.