কলকাতা, 12 জুন : যেদিন কর্মজীবন থেকে অবসর নেবেন, সেদিনই হাতেহাতে মিলবে পেনশন । পৌরকর্মীদের জন্য এমনই নিয়ম চালু করল কলকাতা পৌরনিগম ৷ এবার থেকে পৌরকর্মীদের কর্মজীবনের অবসানের তিন মাস আগে থেকেই পেনশন ফাইলের প্রসেসিং শুরু হবে ৷ কলকাতা পৌরনিগম তাদের কর্মীদের পেনশন নীতি বদলাতে চলেছে । কলকাতা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছে, অবসরের সঙ্গে সঙ্গেই হাতে হাতে পেনশনের কাগজ দিয়ে দেওয়া হবে ।
কর্মজীবনের অবসরের বহুদিন পরেও পেনশন মিলছে না, বারে বারে এই অভিযোগ আসে কলকাতা পৌরনিগমের সদর দফতরে । এবার এই অভিযোগের নিষ্পত্তি করতে নয়া পেনশনের নীতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কর্মজীবন শেষের পরের দিন থেকে যাতে পেনশনের সুবিধা পান কর্মীরা, তার জন্যই নতুন পেনশন পলিসি তৈরি করা হয়েছে ।
পৌরকর্মীর কর্মজীবনের অবসরের তিন মাস আগে থেকেই তাঁর পেনশনের ফাইল তৈরি শুরু হয়ে যাবে । পেনশন ফাইলের একটি আইডি নম্বর থাকবে । মোবাইলে এসএমএসের মাধ্যমে অবসর প্রাপ্ত কর্মীকে দেওয়া হবে সেই আইডি নম্বর । ওই নম্বরের ভিত্তিতে সেই ব্যক্তির পেনশনের ফাইল কোন পর্যায়ে রয়েছে সেটি তিনি জানতে পারবেন । ফাইল সংক্রান্ত কোনও সমস্যা হলে, কর্মী তা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন পৌরনিগমের স্পেশাল কমিশনারের সঙ্গে ।
আরও পড়ুন : ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন কমিটির উপর আস্থা নেই বাস মালিকদের একাংশের
ফিরহাদ হাকিম জানিয়েছেন, সংশ্লিষ্ট পৌরকর্মীর কর্মজীবনে কোথাও নিয়মভঙ্গ, সাসপেন্ড কিংবা শুনানি বাকি রয়েছে কিনা সেগুলি দেখে নেওয়া হবে এই তিন মাসের মধ্যে । তাঁর ফাইলের প্রতি মুহূর্তের আপডেট পাবেন মোবাইলের এসএমএসের মাধ্যমে । সবকিছু ঠিক থাকলে অবসরের দিনই হাতে দিয়ে দেওয়া হবে পেনশনের কাগজ ৷ পরদিন থেকেই অবসরপ্রাপ্ত পৌরকর্মী পেনশনের সুবিধা পাবেন । এই নীতির ফলে পেনশন নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশাবাদী ফিরহাদ ।