ETV Bharat / state

সর্দি-কাশি হলে অফিস নয়, সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা - kolkata

সর্দি-কাশি হলে অফিসে আসা যাবে না ৷ 70 শতাংশ উপস্থিতিও বাধ্যতামূলক নয় ৷ সরকারি কর্মচারীদের জন্য এরকম বেশ কিছু নির্দেশিকা জারি করল নবান্ন ৷

সর্দি-কাশি হলে অফিস নয়, সামাজিক দূরত্বের বিধি মানতে 70 শতাংশের উপস্থিতি বাধ্যতামূলক নয়: নয়া নির্দেশিকা
সর্দি-কাশি হলে অফিস নয়, সামাজিক দূরত্বের বিধি মানতে 70 শতাংশের উপস্থিতি বাধ্যতামূলক নয়: নয়া নির্দেশিকা
author img

By

Published : Jun 10, 2020, 7:43 AM IST

কলকাতা, 9 জুন: কোরোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে নবান্নে জারি হল নতুন নির্দেশিকা । তাতে বলা হয়েছে, জ্বর-সর্দি-কাশি থাকলে সরকারি অফিসার কিংবা কর্মীদের অফিসে আসতে হবে না । কন্টেইনমেন্ট জ়োনের বাসিন্দা হলেও অফিস করতে হবে না । সেক্ষেত্রে বাড়ি বসে কাজ করা যাবে ।

মে মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন । এরপর তিনি জানান, চতুর্থ দফার লকডাউন শেষ হলে 100 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে বেসরকারি সংস্থাগুলি । বাড়ি থেকে কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলেও স্পষ্ট করে দেন তিনি । যেসব বেসরকারি সংস্থার কাছে বাড়ি থেকে কাজের সুযোগ আছে তারা যেন সেই নীতি নেন বলে অনুরোধ করেন । চটকল এবং চা বাগানে 100% কর্মী নিয়ে কাজ করার ব্যাপারে সবুজ সংকেতও দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস খোলার কথা বলেছিলেন তিনি । কিন্তু জুন মাসের প্রথমদিকে সরকারি অফিসে উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত কম । এতে সরকারি পরিষেবা দেওয়ার বিষয়ে অনেকটাই গাফিলতি হচ্ছে । আর সেই সূত্র ধরেই নতুন নির্দেশিকা জারি হয় । সেই নির্দেশিকায় বলা হয় 70% উপস্থিতি বাধ্যতামূলক । প্রত্যেক কর্মীকে সপ্তাহে অন্তত 3 দিন অফিসে আসতেই হবে । 8 জুন থেকে এই নির্দেশ বলবৎ হয় বলে জানায় নবান্ন ।

এই নির্দেশিকার কারণে সরকারি অফিসগুলোতে গত দুদিন ধরে 60 শতাংশ কর্মীর উপস্থিতি দেখা গেছে । এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । যে কারণে আজ ফের একটি নির্দেশিকা জারি করল নবান্ন । সেখানে বলা হয়েছে, সর্দি-কাশি হলে অফিস আসার প্রয়োজন নেই ৷ কর্মী এবং অফিসাররা মুখোমুখি বসে বৈঠক করবেন না । ইন্টার কম কিংবা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে হবে । কর্মী এবং অফিসারদের বসার ক্ষেত্রে 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে । একটি ঘরে সর্বাধিক 10 জন বসতে পারবে । এই নিয়ম বজায় রাখতে গিয়ে যদি 70% উপস্থিতি না হয় তা হলেও চলবে । তবে সরকারি অফিসগুলোতে যাঁরা চেম্বারে বসেন, তাদের রোজ অফিসে আসতে হবে ।

কলকাতা, 9 জুন: কোরোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে নবান্নে জারি হল নতুন নির্দেশিকা । তাতে বলা হয়েছে, জ্বর-সর্দি-কাশি থাকলে সরকারি অফিসার কিংবা কর্মীদের অফিসে আসতে হবে না । কন্টেইনমেন্ট জ়োনের বাসিন্দা হলেও অফিস করতে হবে না । সেক্ষেত্রে বাড়ি বসে কাজ করা যাবে ।

মে মাসের শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসকদের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন । এরপর তিনি জানান, চতুর্থ দফার লকডাউন শেষ হলে 100 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে বেসরকারি সংস্থাগুলি । বাড়ি থেকে কাজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন বলেও স্পষ্ট করে দেন তিনি । যেসব বেসরকারি সংস্থার কাছে বাড়ি থেকে কাজের সুযোগ আছে তারা যেন সেই নীতি নেন বলে অনুরোধ করেন । চটকল এবং চা বাগানে 100% কর্মী নিয়ে কাজ করার ব্যাপারে সবুজ সংকেতও দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস খোলার কথা বলেছিলেন তিনি । কিন্তু জুন মাসের প্রথমদিকে সরকারি অফিসে উপস্থিতির সংখ্যা ছিল অত্যন্ত কম । এতে সরকারি পরিষেবা দেওয়ার বিষয়ে অনেকটাই গাফিলতি হচ্ছে । আর সেই সূত্র ধরেই নতুন নির্দেশিকা জারি হয় । সেই নির্দেশিকায় বলা হয় 70% উপস্থিতি বাধ্যতামূলক । প্রত্যেক কর্মীকে সপ্তাহে অন্তত 3 দিন অফিসে আসতেই হবে । 8 জুন থেকে এই নির্দেশ বলবৎ হয় বলে জানায় নবান্ন ।

এই নির্দেশিকার কারণে সরকারি অফিসগুলোতে গত দুদিন ধরে 60 শতাংশ কর্মীর উপস্থিতি দেখা গেছে । এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । যে কারণে আজ ফের একটি নির্দেশিকা জারি করল নবান্ন । সেখানে বলা হয়েছে, সর্দি-কাশি হলে অফিস আসার প্রয়োজন নেই ৷ কর্মী এবং অফিসাররা মুখোমুখি বসে বৈঠক করবেন না । ইন্টার কম কিংবা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে হবে । কর্মী এবং অফিসারদের বসার ক্ষেত্রে 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে । একটি ঘরে সর্বাধিক 10 জন বসতে পারবে । এই নিয়ম বজায় রাখতে গিয়ে যদি 70% উপস্থিতি না হয় তা হলেও চলবে । তবে সরকারি অফিসগুলোতে যাঁরা চেম্বারে বসেন, তাদের রোজ অফিসে আসতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.