কলকাতা, 13 জানুয়ারি: বিষাক্ত সাপের ছোবলে (Snake Bite Treatment) রোগীর চিকিৎসা হয় আন্টি স্নেক ভেনম সিরাম (AVS) দিয়ে । তবে এতদিন আমাদের রাজ্যে বেঙ্গল কেমিক্যাল এই এভিএস তৈরি করত । তবে বেশ কয়েক বছর সেটি তৈরির কাজ বন্ধ । বর্তমানে আমাদের রাজ্যে এভিএস আসে তামিলনাড়ু থেকে ৷ তবে অনেক ক্ষেত্রে 10, 20, 30, 40 ভায়াল এভিএস দেওয়া সত্ত্বেও তা দিয়ে রোগীদের সারিয়ে তোলা যাচ্ছে না ৷ সাপের বিভিন্ন প্রজাতির জন্য এই সমস্যা বলে অনুমান । ফলে অনেকাংশেই সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটছে । তবে সেই সমস্যার এ বার সমাধান হতে চলেছে । প্রথমে ওরাল ওষুধ ও তারপর ইঞ্জেকশন - এই দুইয়ের মাধ্যমে মিটতে পারে সমস্যা ।
সম্প্রতি অ্যান্টিভেনমের সঙ্গে ব্যবহার করা ভারেসপ্ল্যাডিব মিথাইলের ওরাল ট্যাবলেটের ট্রায়াল হয়েছে (Medicines and Injections for Snake Bite)। বিষাক্ত সাপে কাটা প্রায় 60 জন রোগীর উপর হয়েছে এই ট্রায়াল । আমাদের রাজ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজেও এই ট্রায়াল চলেছে, যেখানে 13 জন এমন রোগীর উপর তা প্রয়োগ হয়েছে এবং তাঁরা প্রায় সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ।
তবে শুধুই ট্যাবলেট নয়, ইঞ্জেকশন আকারেও মিলবে এটি । সেই ট্রায়াল হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে । এই বিষয়ে ভ্যাকসিন ট্রায়াল ফেসিলিটেটর স্নেহেন্দু কোনার জানান, "এই ভারেসপ্ল্যাডিব মলিকিউলের উপর একটি নতুন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা চলছে আমাদের রাজ্যে । ইতিমধ্যে এনআরএস এবং এসএসকেএম হাসপাতাল সাপের ছোবলে আক্রান্ত রোগীদের তথ্য জোগার করা হয়েছে । এই দুই হাসপাতালেই ট্রায়াল চলবে ।"
আরও পড়ুন: এনআরএস-ট্রপিক্যাল মেডিসিনে ম্যালেরিয়ার নতুন ওষুধের ট্রায়াল শীঘ্রই
তবে এই বিষয়ে চিকিৎসক বিশাল সাঁতরা জানান, "ওষুধের তুলনায় ইঞ্জেকশন সবসময়ই ভালো কাজ করে । আর এই ওষুধ ট্রায়ালে দুটো ক্ষেত্রে খুব ভালো ফলেছে । এমনকি কোনও রোগীকে যদি সাপে কামড়ায়, তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত এই ওষুধ খুবই কার্যকর ।" এই বছর মার্চ মাসেই এসএসকেএম ও এনআরএস হাসপাতালে এর ট্রায়াল শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।