ETV Bharat / state

Swasthya Bhawan: বিদেশি রোগীদের জন্য স্বাস্থ্য ভবনের নয়া ভাবনা

বিদেশ থেকে আগত রোগীদের জন্য এবার নয়া চিন্তা ভাবনা স্বাস্থ্য ভবনের ৷ গঠিত হল পাঁচ সদস্যের একটি দল ৷

Etv Bharat
স্বাস্থ্য ভবন
author img

By

Published : May 29, 2023, 10:50 PM IST

কলকাতা, 29 মে: চিকিৎসার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে চিকিৎসা করানোর চল নতুন নয় । বহু বছর ধরেই এই ছবি দেখা যাচ্ছে । তবে এর জন্য অভিযোগও শোনা যায় । বহু মানুষের অভিযোগ, বাইরের রাজ্যের বা দেশের রোগীর চাপে নিজের রাজ্যে চিকিৎসা করাতে পারছেন না তাঁরা । সেই তালিকা থেকে ব্রাত্য নয় বাংলা । রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতেও বাংলাদেশের পাশাপাশিই অন্যান্য আরও দেশের রোগীরাও এসে চিকিৎসা করান । তাই এবার বিদেশিদের জন্য চিকিৎসা নীতি তৈরি করার ভাবনা নিল স্বাস্থ্য দফতর । এই বিষয়ে পাঁচ সদস্যের একটি দলও গঠন করেছে স্বাস্থ্য দফতর । যারা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে । তাদের রিপোর্ট জমা দেওয়া হবে 31 মে ।

বর্তমানে পশ্চিমবঙ্গে চিকিৎসা করা হয় ন্যূনতম মূল্যে । সেই সুবিধা পান সকলেই । এমনকি বিদেশের রোগীরাও চিকিৎসা করান সেই বিনামূল্যে । তবে সকলের জন্য এই বিনামূল্যে চিকিৎসা দেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে বলেই স্বাস্থ্যভবন সূত্রের খবর । বর্তমানে খরচের অন্যতম বিষয় হল স্বাস্থ্য । ফলে বেশ কিছু চিকিৎসা হয় যার জন্য প্রবল অর্থ ব্যয় করতে লাগে । তবে রাজ্য সরকার সেই বিনামূল্যে পরিষেবা তার রাজ্যবাসীর জন্য প্রদান করে থাকে । কিন্তু সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্য করে দেওয়ায় বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে । তাই এই কমিটি গঠন করা হয়েছে । যার প্রধান এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় । এছাড়াও কমিটিতে রয়েছে স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা সুপর্ণা দত্ত, যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা শুভ্রাংশু চক্রবর্তী ও আর এক অধিকর্তা অশ্বিনীকুমার মাজি এবং অতিরিক্ত স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুমন ভট্টাচার্য ।

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন,"রাজ্যের মানুষ ভর্তি হলে আধার কার্ড দিয়ে ভর্তি করা হয় । বাইরের ক্ষেত্রে পাসপোর্ট । কিন্তু এবার বিদেশি নাগরিকদের ক্ষেত্রে একটি নীতি আনা প্রয়োজন । তাহলে তারা কোন পরিষেবায় থাকবে তা বোঝা যাবে । তা নির্ধারণ করবে এই কমিটি ।"

কলকাতা, 29 মে: চিকিৎসার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে চিকিৎসা করানোর চল নতুন নয় । বহু বছর ধরেই এই ছবি দেখা যাচ্ছে । তবে এর জন্য অভিযোগও শোনা যায় । বহু মানুষের অভিযোগ, বাইরের রাজ্যের বা দেশের রোগীর চাপে নিজের রাজ্যে চিকিৎসা করাতে পারছেন না তাঁরা । সেই তালিকা থেকে ব্রাত্য নয় বাংলা । রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতেও বাংলাদেশের পাশাপাশিই অন্যান্য আরও দেশের রোগীরাও এসে চিকিৎসা করান । তাই এবার বিদেশিদের জন্য চিকিৎসা নীতি তৈরি করার ভাবনা নিল স্বাস্থ্য দফতর । এই বিষয়ে পাঁচ সদস্যের একটি দলও গঠন করেছে স্বাস্থ্য দফতর । যারা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে । তাদের রিপোর্ট জমা দেওয়া হবে 31 মে ।

বর্তমানে পশ্চিমবঙ্গে চিকিৎসা করা হয় ন্যূনতম মূল্যে । সেই সুবিধা পান সকলেই । এমনকি বিদেশের রোগীরাও চিকিৎসা করান সেই বিনামূল্যে । তবে সকলের জন্য এই বিনামূল্যে চিকিৎসা দেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে বলেই স্বাস্থ্যভবন সূত্রের খবর । বর্তমানে খরচের অন্যতম বিষয় হল স্বাস্থ্য । ফলে বেশ কিছু চিকিৎসা হয় যার জন্য প্রবল অর্থ ব্যয় করতে লাগে । তবে রাজ্য সরকার সেই বিনামূল্যে পরিষেবা তার রাজ্যবাসীর জন্য প্রদান করে থাকে । কিন্তু সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্য করে দেওয়ায় বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে । তাই এই কমিটি গঠন করা হয়েছে । যার প্রধান এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় । এছাড়াও কমিটিতে রয়েছে স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা সুপর্ণা দত্ত, যুগ্ম স্বাস্থ্য-অধিকর্তা শুভ্রাংশু চক্রবর্তী ও আর এক অধিকর্তা অশ্বিনীকুমার মাজি এবং অতিরিক্ত স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুমন ভট্টাচার্য ।

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন,"রাজ্যের মানুষ ভর্তি হলে আধার কার্ড দিয়ে ভর্তি করা হয় । বাইরের ক্ষেত্রে পাসপোর্ট । কিন্তু এবার বিদেশি নাগরিকদের ক্ষেত্রে একটি নীতি আনা প্রয়োজন । তাহলে তারা কোন পরিষেবায় থাকবে তা বোঝা যাবে । তা নির্ধারণ করবে এই কমিটি ।"

আরও পড়ুন : এবার ই-প্রেশক্রিপশন চালুর ভাবনা স্বাস্থ্য দফতরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.