কলকাতা, 31 অক্টোবর: পুজো মিটতেই ফের হাজির 'দুয়ারে সরকার' (Duare Sarkar) ৷ মঙ্গলবার (1 নভেম্বর, 2022) থেকে রাজ্যজুড়ে আবারও দুয়ারে সরকারের শিবির (Duare Sarkar Camp) শুরু হচ্ছে ৷ সেই শিবিরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারির বিভিন্ন প্রকল্পেরও সুবিধা মিলতে চলেছে ৷ তার মধ্যে অন্যতম হল, পোস্ট অফিসে (Post Office) নতুন অ্যাকাউন্ট (New Account) খোলার সুযোগ ৷ শুধুমাত্র আধার কার্ড দেখালেই খোলা যাবে এই অ্যাকাউন্ট ৷ এমনকী, সঙ্গে ছবিও আনতে হবে না আবেদনকারীকে ৷ ভারতীয় ডাকঘর সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে দীর্ঘ সময় লাগে এবং একাধিক নথিপত্রের প্রয়োজন হয়, সেই ঝক্কি থেকে মানুষকে নিস্তার দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ডাকঘর কর্তৃপক্ষ ৷ মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই খোলা যাবে নতুন অ্যাকাউন্ট ৷ এবং সঙ্গে সঙ্গেই গ্রাহকরা তাঁদের পাসবুক ও অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন ৷
সূত্রের খবর, মঙ্গলবার থেকে সারা রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, সেই শিবিরগুলিতেই ভারতীয় ডাকঘরের প্রতিনিধিরা থাকবেন ৷ এই শিবিরে আসা ব্যক্তিরা চাইলেই পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ ওয়েস্ট বেঙ্গল চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেসি এই প্রসঙ্গে বলেন, "এমন নির্ঝঞ্ঝাট অ্যাকাউন্ট খোলার সুযোগ কোনও ব্যাংকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না ৷ অ্যাকাউন্ট খুলতে কেওয়াইসি, একাধিক নথি, ছবি কিছুই লাগবে না। হাতে আধার কার্ড থাকলেই মাত্র 2 থেকে 3 মিনিটে অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন গ্রাহকরা ৷"
আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার, বুধের বিজ্ঞপ্তিতে জানাল নবান্ন
উল্লেখ্য, গত আর্থিক বছরে কাজের নিরিখে ভারতীয় ডাকঘরের স্থান ছিল দেশে তৃতীয় ৷ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই জায়গা করে নিয়েছিল পশ্চিমবঙ্গ ৷ এই প্রসঙ্গে জে চারুকেশি বলেন, "গত আর্থিক বছরে সব মিলিয়ে 16 লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ যার মধ্যে 3 লক্ষ 28 হাজার 556টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ৷ আমরা গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ ৷"
দুয়ারে সরকারের শিবিরে নতুন অ্যাকাউন্ট খোলার বিষয় নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে ডাকঘর কর্তৃপক্ষের ৷ যদিও প্রত্যেকটি জেলাতেই দুয়ারে সরকার ক্যাম্পে পোস্ট অফিসের প্রতিনিধিদের থাকার ছাড়পত্র সোমবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি ৷ এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, "অধিকাংশ জেলার ছাড়পত্র আমরা পেয়েছি ৷ কিন্তু যতদূর মনে পড়ছে, পুরুলিয়া জেলা থেকে এখনও পর্যন্ত কোনও ছাড়পত্র আমরা পাইনি ৷ তবে, সেটাও পেয়ে যাব বলেই আশা করছি ৷"