ETV Bharat / state

জামিন পেলেন নেতাই গণহত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট

Netai Massacre: প্রায় 10 বছর পর জামিন পেলেন নেতাই গণহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাট ৷ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে সোমবার ৷

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 9:41 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: নেতাই গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ । ইতিমধ্যে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে ৷ সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে ৷ তাই তার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত । সোমবার এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ ৷

2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রথীন দণ্ডপাট । নেতাইকাণ্ডের সময় তার বাড়ির ছাদ থেকেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল । সম্প্রতি জামিনের আবেদন জানিয়েছিলেন রথীন । নেতাই মামলার আগেই আরও দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডীবন রায় জামিন পেয়েছেন । তবে রথীনের জামিনের আবেদন সেই সময় খারিজ করে দিয়েছিল আদালত । গত এক বছরে আরও সাক্ষ্য প্রমাণ পেশ হয়েছে আদালতে । এবার প্রায় 10 বছর পর জামিন পেলেন রথীন ।
প্রসঙ্গত, 2011 সালের 7 জানুয়ারি ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-1 ব্লকের লালগড়ের নেতাই গ্রামের দোর্দণ্ডপ্রতাপশালী সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে । এই ঘটনায় 9 জন মারা যান ৷ আহত হন 28 জন । অভিযোগ ওঠে, রথীনের বাড়িতে সিপিএমের সশস্ত্র বাহিনীর শিবির ছিল । মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্রামের লোকজনকে নিয়ে দল গঠন করার পরিকল্পনা করা হয় । এছাড়াও নানা কারণে গ্রামের লোকজনকে উত্যক্ত করা হত বলে অভিযোগ ওঠে । এসব নিয়েই ক্ষোভ বাড়ছিল গ্রামের মানুষের । 7 জানুয়ারি তারই প্রতিবাদে গ্রামের মহিলারা ফুঁসে ওঠেন । এরপরই গুলি চালানোর ঘটনা বলে অভিযোগ ওঠে । 2013 সালে কলকাতা হাইকোর্ট সিআইডির হাত থেকে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ।

কলকাতা, 15 জানুয়ারি: নেতাই গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ । ইতিমধ্যে প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে ৷ সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে ৷ তাই তার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত । সোমবার এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ ৷

2014 সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রথীন দণ্ডপাট । নেতাইকাণ্ডের সময় তার বাড়ির ছাদ থেকেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল । সম্প্রতি জামিনের আবেদন জানিয়েছিলেন রথীন । নেতাই মামলার আগেই আরও দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডীবন রায় জামিন পেয়েছেন । তবে রথীনের জামিনের আবেদন সেই সময় খারিজ করে দিয়েছিল আদালত । গত এক বছরে আরও সাক্ষ্য প্রমাণ পেশ হয়েছে আদালতে । এবার প্রায় 10 বছর পর জামিন পেলেন রথীন ।
প্রসঙ্গত, 2011 সালের 7 জানুয়ারি ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-1 ব্লকের লালগড়ের নেতাই গ্রামের দোর্দণ্ডপ্রতাপশালী সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে । এই ঘটনায় 9 জন মারা যান ৷ আহত হন 28 জন । অভিযোগ ওঠে, রথীনের বাড়িতে সিপিএমের সশস্ত্র বাহিনীর শিবির ছিল । মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্রামের লোকজনকে নিয়ে দল গঠন করার পরিকল্পনা করা হয় । এছাড়াও নানা কারণে গ্রামের লোকজনকে উত্যক্ত করা হত বলে অভিযোগ ওঠে । এসব নিয়েই ক্ষোভ বাড়ছিল গ্রামের মানুষের । 7 জানুয়ারি তারই প্রতিবাদে গ্রামের মহিলারা ফুঁসে ওঠেন । এরপরই গুলি চালানোর ঘটনা বলে অভিযোগ ওঠে । 2013 সালে কলকাতা হাইকোর্ট সিআইডির হাত থেকে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় ।

আরও পড়ুন :

  1. নেতাই মামলায় তিন জনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট
  2. নেতাই গণহত্যায় 3 অভিযুক্তের জামিন ! 'বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে', মন্তব্য ফিরহাদের
  3. 8 বছর পর জামিনে মুক্তি, নেতাই মামলায় অভিযুক্ত ফুল্লরাকে বরণ সুশান্তদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.