নামমাত্র যাত্রী নিয়ে পাহাড়-সমতলে সড়ক যোগাযোগ শুরু করল NBSTC - NBSTC started service with nominal passengers
পাহাড়ে NBSTC বাসের মাধ্যমে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হলেও শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে কোনও সরকারি বাস চলেনি ৷ দু'মাসের বেশি সময় থেকে দেশজুড়ে লকডাউনের জেরে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল ৷
দার্জিলিং, 27 মে: সমতলের সঙ্গে GTA এলাকাতেও সরকারি যাত্রীবাহী বাস চলাচল শুরু হল । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC-র 3 টি বাস শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে চলেছে । কালিম্পং ও শিলিগুড়ির মধ্যেও চলেছে দুটি বাস । মিরিক ও শিলিগুড়ির মধ্যে চলেছে একটি বাস । কিন্তু বাস চললেও এদিন যাত্রীর সংখ্যা ছিল নামমাত্র । কোনও বাসে একজন তো কোনও বাসে দুই থেকে 3 জন যাত্রী বলে জানিয়েছেন নিগমের দার্জিলিংয়ের ডিপো ইনচার্জ স্বদেব সিং ছেত্রী ।
পাহাড়ে NBSTC বাসের মাধ্যমে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হলেও শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে কোনও সরকারি বাস চলেনি ৷ দু'মাসের বেশি সময় থেকে দেশজুড়ে লকডাউনের জেরে সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল ৷ এরপর রাজ্যে বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আন্ত:জেলা সরকারি বাস চলাচল শুরু হয় । এতদিন দার্জিলিং পাহাড়ের সঙ্গে সমতলের যাত্রী পরিবহন ছিল পুরোপুরি বন্ধ । মঙ্গলবার থেকে তা ফের ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টার কাজ শুরু হল ।
নিগমের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ধীরে ধীরে চাহিদা অনুযায়ী পাহাড়ে আরও বাস চালানো হবে । এজন্য বাসের চালক, কন্ডাক্টরকে PPE দেওয়া হয়েছে । যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের পর গাড়িতে তোলা হচ্ছে । 30 এবং 20 সিটের বাস চলাচল করছে । 30 সিটের বাসে 20 জন আর 20 সিটের বাসে 10 জন করে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷