ETV Bharat / state

Nawsad Siddique: জলাভূমি ভরাট রোধে রাজ্য ব্যর্থ ! কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে অভিযোগের হুঁশিয়ারি নওশাদের - জলাভূমি ভরাট

জলাভূমি ভরাট (Wetland filling) রোধে ব্যর্থ রাজ্য সরকার ৷ এই অভিযোগে সরব হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)৷ তিনি এ বিষয়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে অভিযোগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

Nawsad Siddique slams state govt over wetland filling, warns of complaint to Union Ministry of Environment
জলাভূমি ভরাট রোধে রাজ্য ব্যর্থ ! কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকে অভিযোগের হুঁশিয়ারি নওশাদের
author img

By

Published : Oct 23, 2022, 12:14 PM IST

কলকাতা, 23 অক্টোবর: পূর্ব কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জলাভূমি ভরাটের (Wetland filling) অভিযোগ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। দীর্ঘদিন ধরে শাসকদলের ছত্রছায়াতেই ভাঙড় বিধানসভা এলাকায় জলাভূমি ভরাট চলছে বলে অভিযোগ তাঁর । এ বিষয়ে স্থানীয় থানা, জেলা প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে দাবি করেন নওশাদ । এমনকী এই জলাভূমি ভরাট রোধে স্থানীয় বিধায়ক হিসেবে পরিবেশ মন্ত্রী ও পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (East Kolkata Wetlands Management Authority) চেয়ারপার্সনকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ।

নওশাদ বলেছেন, "জলাভূমি ভরাট নিয়ে বিধানসভার ভেতরে পরিবেশমন্ত্রী ও স্বয়ং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি । পাশাপাশি লেদার কমপ্লেক্স থানায় এফআইআর করেছি । ডিএম, কলকাতা পুলিশ কমিশনার, ডিআইজি, রাজ্যের পরিবেশমন্ত্রী ও মুখ্যসচিবকেও জানিয়েছি । কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনও ফল হয়নি । নতুন করে বেআইনিভাবে জলাভূমি বোজানোর কাজ চলছে । তা বন্ধ না হলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে জানাতে বাধ্য হব ৷"

নওশাদ আরও বলেন, "ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ রামসার সাইটের অন্তর্ভূক্ত যে জলাভূমি আছে, সেই জলাভূমি বেআইনি ও পরিবেশ বিরুদ্ধ ভাবে ভরাট করা নিয়ে আমরা বারংবার সোচ্চার হয়েছি । কিন্তু তাৎক্ষণিকভাবে ভরাটের কাজ বন্ধ রাখলেও শাসকদলের ছত্রছায়ায় থাকার সুবাদে পুনরায় ভরাট শুরু করা হয়েছে । ভাঙড় 2 নম্বর ব্লকের বামনঘাটা, কুলবেড়িয়া, হাটগাছা, তাড়দহ, হাতিশালার বিস্তীর্ণ এলাকার জলাভূমি বুজিয়ে মাটি মাফিয়ারা দখল করছে । স্থানীয় কৃষিজমি ও মেছোভেড়ী থেকে বেআইনিভাবে তারা মাটি কেটে এই জলাভূমি বুজিয়ে দিচ্ছে । এটি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সংরক্ষিত এলাকা হিসাবে বিবেচিত । কিন্তু এখানে সে সবের তোয়াক্কা না করে ভরাটের মতো বেআইনি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার মতো কাজ করা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে । এ বিষয়ে আশু কড়া ব্যবস্থা নিতে স্থানীয় বিধায়ক হিসেবে পরিবেশ মন্ত্রী ও পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপার্সনকে চিঠি দিয়ে জানিয়েছি ।"

Nawsad Siddique slams state govt over wetland filling, warns of complaint to Union Ministry of Environment
থানায় অভিযোগ নওশাদের

আরও পড়ুন: বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

কীভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে এ রকম অপরাধমূলক কাজ দিনের পর দিন চলতে পারে সেই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী ৷ তাঁর দাবি, "একজন বিধায়কের অভিযোগ ও পর্যাপ্ত তথ্যও এদের প্রভাবিত করে না যথাযথ ব্যবস্থা গ্রহণে । তাহলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে এ বার সবিস্তারে এই ঘটনার কথা জানানো হবে । এইরকম অপরাধমূলক কার্যকলাপ চললে বাইরের দুনিয়ার কাছে দেশের মাথা হেঁট হয়ে যায় । ব্যাপক প্রভাব পড়ে পরিবেশের উপর । বাস্তুতন্ত্র ও মানুষের জীবিকাও তছনছ হয়ে যায় ।"

এ বিষয়ে গতকাল পুনরায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । এ বার অন্তত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দখল হওয়া ও ক্ষতিগ্রস্ত জলাভূমি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

কলকাতা, 23 অক্টোবর: পূর্ব কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জলাভূমি ভরাটের (Wetland filling) অভিযোগ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। দীর্ঘদিন ধরে শাসকদলের ছত্রছায়াতেই ভাঙড় বিধানসভা এলাকায় জলাভূমি ভরাট চলছে বলে অভিযোগ তাঁর । এ বিষয়ে স্থানীয় থানা, জেলা প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে দাবি করেন নওশাদ । এমনকী এই জলাভূমি ভরাট রোধে স্থানীয় বিধায়ক হিসেবে পরিবেশ মন্ত্রী ও পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (East Kolkata Wetlands Management Authority) চেয়ারপার্সনকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ।

নওশাদ বলেছেন, "জলাভূমি ভরাট নিয়ে বিধানসভার ভেতরে পরিবেশমন্ত্রী ও স্বয়ং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি । পাশাপাশি লেদার কমপ্লেক্স থানায় এফআইআর করেছি । ডিএম, কলকাতা পুলিশ কমিশনার, ডিআইজি, রাজ্যের পরিবেশমন্ত্রী ও মুখ্যসচিবকেও জানিয়েছি । কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনও ফল হয়নি । নতুন করে বেআইনিভাবে জলাভূমি বোজানোর কাজ চলছে । তা বন্ধ না হলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে জানাতে বাধ্য হব ৷"

নওশাদ আরও বলেন, "ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ রামসার সাইটের অন্তর্ভূক্ত যে জলাভূমি আছে, সেই জলাভূমি বেআইনি ও পরিবেশ বিরুদ্ধ ভাবে ভরাট করা নিয়ে আমরা বারংবার সোচ্চার হয়েছি । কিন্তু তাৎক্ষণিকভাবে ভরাটের কাজ বন্ধ রাখলেও শাসকদলের ছত্রছায়ায় থাকার সুবাদে পুনরায় ভরাট শুরু করা হয়েছে । ভাঙড় 2 নম্বর ব্লকের বামনঘাটা, কুলবেড়িয়া, হাটগাছা, তাড়দহ, হাতিশালার বিস্তীর্ণ এলাকার জলাভূমি বুজিয়ে মাটি মাফিয়ারা দখল করছে । স্থানীয় কৃষিজমি ও মেছোভেড়ী থেকে বেআইনিভাবে তারা মাটি কেটে এই জলাভূমি বুজিয়ে দিচ্ছে । এটি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সংরক্ষিত এলাকা হিসাবে বিবেচিত । কিন্তু এখানে সে সবের তোয়াক্কা না করে ভরাটের মতো বেআইনি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার মতো কাজ করা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে । এ বিষয়ে আশু কড়া ব্যবস্থা নিতে স্থানীয় বিধায়ক হিসেবে পরিবেশ মন্ত্রী ও পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপার্সনকে চিঠি দিয়ে জানিয়েছি ।"

Nawsad Siddique slams state govt over wetland filling, warns of complaint to Union Ministry of Environment
থানায় অভিযোগ নওশাদের

আরও পড়ুন: বেআইনি জলাভূমি ভরাট সংক্রান্ত মামলায় কড়া অবস্থান হাইকোর্টের

কীভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে এ রকম অপরাধমূলক কাজ দিনের পর দিন চলতে পারে সেই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী ৷ তাঁর দাবি, "একজন বিধায়কের অভিযোগ ও পর্যাপ্ত তথ্যও এদের প্রভাবিত করে না যথাযথ ব্যবস্থা গ্রহণে । তাহলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে এ বার সবিস্তারে এই ঘটনার কথা জানানো হবে । এইরকম অপরাধমূলক কার্যকলাপ চললে বাইরের দুনিয়ার কাছে দেশের মাথা হেঁট হয়ে যায় । ব্যাপক প্রভাব পড়ে পরিবেশের উপর । বাস্তুতন্ত্র ও মানুষের জীবিকাও তছনছ হয়ে যায় ।"

এ বিষয়ে গতকাল পুনরায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । এ বার অন্তত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দখল হওয়া ও ক্ষতিগ্রস্ত জলাভূমি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.