কলকাতা, 16 জুন : ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন আদিবাসীরা । এমনটা অভিযোগ জাতীয় তফশিলি উপজাতি কমিশনের । তাদের দাবি, কমিশনের কাছে ভূরি ভূরি অভিযোগ আসছে ৷ ভোট পরবর্তী হিংসার শিকার মোট আটটি জেলার আদিবাসীরা কমিশনে অভিযোগ জানিয়েছে ৷ তাদের অভিযোগ, ভোটের পর আদিবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছেন মহিলারা । আদিবাসীদের দাবি, সব দেখেশুনেও নিশ্চুপ প্রশাসন ।
আজ সল্টলেকের সেক্টর ফাইভে এক অভিজাত হোটেলে এই মর্মে সাংবাদিক সম্মেলন করে জাতীয় তফশিলি উপজাতি কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর সিডিউল ট্রাইব । তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে আদিবাসীরা নিরাপদে নেই ৷ তাঁরা ভোট পরবর্তী হিংসার শিকার । কমিশনের আধিকারিক অনন্ত নায়েক জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান উত্তর 24 পরগনা এলাকা থেকে 50 টিরও বেশি অভিযোগ তাদের কাছে এসেছে । সেই এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিল কমিশনের আধিকারিকরা ৷ অত্যাচারিত আদিবাসীরা ভীষণ আতঙ্কে রয়েছেন ৷
আরও পড়ুন : মাংসের ভাগ নিয়ে বচসা, দাদার হাতে খুন ভাই
এই অভিযোগ রিপোর্ট আকারে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন তাঁরা । পাশাপাশি রিপোর্টের কপি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে জমা দেওয়া হবে । রাজ্য সরকারের কাছে কমিশনের অনুরোধ, রাজ্য সরকার এবং পুলিশ যেন তাদের দায়িত্ব পালন করে ।