কলকাতা, 6 সেপ্টেম্বর: কলকাতার জাতীয় সংগ্রহশালার এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল । তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ । ওই মহিলা কর্মী SSKM হাসপাতালে চিকিৎসাধীন । সকাল দশটা দশ নাগাদ জাদুঘরের ভেতরে ঘটনা ঘটে ।
ওই মহিলা সংগ্রহশালার ক্যান্টিনে ক্যাশ সামলান । তাঁর দাবি, সম্প্রতি ক্যান্টিন সুষ্ঠুভাবে চালিয়ে লাভ করা গেছে । অভিযোগ, এরপর থেকেই নানাভাবে হেনস্থা করা হয় তাঁকে। বলেন, “ক্যান্টিনে দীর্ঘ সময় বসে থাকতে হয় । বেশ কয়েকদিন ধরে মিউজ়িয়ামের চিফ সিকিউরিটি অফিসার কলকাতা পুলিশের ইন্সপেক্টর জয়দীপ দাসের কাছে আবেদন করেছিলাম, একজন রিলিভার দেওয়া হোক । শৌচকর্ম করার জন্যও তো মাঝেমধ্যে উঠতে হয় ! আজ একই আবেদন জানাতে গেলে হঠাৎই আক্রমণাত্মক হয়ে ওঠেন জয়দীপ । আমাকে হেনস্থা করেন । শারীরিকভাবে নিগ্রহ করা হয় । মারধরও করা হয় ।"
ঘটনার পর SSKM হাসপাতালে চিকিৎসা করান ওই মহিলা । থানাতেও অভিযোগ দায়ের করেন । এদিকে জয়দীপবাবুর পালটা অভিযোগ, “পুলিশ কন্ট্রোল রুমে এসে ওই মহিলা আমাকে লাঠি দিয়ে মারধর করেছে । ঘটনায় আমি রক্তাক্ত হয়েছি।" বিষয়টি নিয়ে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন জয়দীপবাবুও ।